꧁ছেলেদের সাথে শপিং করার আনন্দঘন মুহূর্ত꧂

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব

꧁ছেলেদের সাথে শপিং করার আনন্দঘন মুহূর্ত꧂


꧁ ঈদ শপিং ✍🏻 ꧂


ছেলের সাথে শপিং করার
মজার অনুভূতি,
লিখতে গিয়েও লাগে না যে
কারো অনুমতি

IMG-20240410-WA0026~3.jpg

সকলকে অগ্রিম ঈদ উল ফিতর এর শুভেচ্ছা । আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি। সেই সাথে ঈদ সকলের জীবনে মঙ্গল এবং কল্যাণ বয়ে আনুক এটাই প্রত্যাশা। ঈদের আনন্দ পূর্ণতা পাক হাসিখুশিতে।

IMG-20240410-WA0028~2.jpg

বন্ধুরা, ছেলেদের সাথে শপিং করার মজার অনুভূতি নিয়ে এলাম আজকের ব্লগে। বন্ধুরা সন্তানের সাথে শপিং করার যে আনন্দঘন মুহূর্ত একজন মা হিসেবে আমি আমার উপলব্ধি আপনাদের সাথে যথসামান্য শেয়ার করার চেষ্টা করছি।

আপনারা অনেকেই জানেন আমার দুই ছেলে সিয়াম এবং শিপু দুজনেই ঢাকায় থাকে। পুরো রমজান মাস ওরা খুবই কষ্ট করে খেয়েছে। যেটা মা হিসেবে আমার মেনে নিতে অনেক কষ্ট হয়েছে। এরকম অসহনীয় যন্ত্রণা আর কাউকে বোঝানো যাবে না। আজ কদিন হলো শিপু বাসায় এসেছে। ওকে সাথে করেই টুকিটাকি কেনাকাটা করতে ছিলাম। আলহামদুলিল্লাহ সিয়ামের টাকায় এবার প্রায় ৩৮ জনকে পোষাক কিনে উপহার দেয়া হয়েছে। আর এই কৃতিত্ব অবশ্যই আমার বাংলা ব্লগ এর। তাই আমি মনে প্রানে দোয়া করি আমাদের শ্রদ্ধেয় @rme দাদাকে। তিনি আমার বাংলা ব্লগ এর মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে। দাদার এই মহতী উদ্যোগের জন্য দাদাকে আবারও অনেক অনেক শ্রদ্ধা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি দাদার উদ্যোগে অনেক অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে আমার বাংলা ব্লগ পরিবার থেকে।

IMG-20240410-WA0016~2.jpg

প্রায় 22 থেকে 23 ঘন্টা জার্নি করে অবশেষে আজ সিয়াম সন্ধ্যায় এসে বাসায় ইফতার করেছে আমাদের সাথে। সুস্থতার সাথে বাড়িতে পৌঁছানোর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। আমি জানি এই জার্নিটা ওর কাছে অনেক কষ্টকর হয়েছে। আর এদিকে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। যাইহোক পরিশেষে যখন ওর মুখটা দেখলাম তখন, অন্যরকম একটা আনন্দ আর উচ্ছ্বাস ছুঁয়ে গেল মনের ভেতর। আমরা সপরিবারে আজ একসাথে ইফতার করেছি। এটা খুবই আনন্দের বিষয় ছিল। ইফতারের পর সিয়ামের জন্য যে কেনাকাটা গুলো করেছিলাম সেগুলো তাকে ট্রাইল দিচ্ছিলাম। দেখলাম একটা সঠিক ছিল বাকিগুলোও বড় হয়ে গিয়েছে। আর তাই আমরা শপিংয়ের জন্য বের হলাম। সিয়াম সিপু এবং আমি।

সিয়াম এবার ঈদে আমাকে অনেকগুলো উপহার দিয়েছে। আজকেও আমাকে খুবই চমৎকার একটি ব্যাগ গিফট করেছে। Bay শোরুম থেকে। আর আমার পক্ষ থেকে ওর জন্য ছিল Bay কোম্পানির একটি প্রিমিয়াম জুতা। শিপুর কেনাকাটা ও বেশ আগে থেকেই করে রেখেছি। তাছাড়া ও নিজেও এবার ঢাকা থেকে শপিং করেছিল। তারপরেও টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলো কেনাকাটা হয়ে গেল আজ। টুপি, আতর, সুরমা সহ যাবতীয়। মজার বিষয় হচ্ছে এই কেনাকাটাগুলো করিয়ে দিয়েছে সিয়াম। সত্যিই আজ আমি আবেগে ও আপ্লুত। ওর মতে সন্তান গর্ভে ধারণ করার জন্য আমি গর্বিত। পৃথিবীতে সকল মায়ের সন্তানেরা যেন এমনই হয়। আজ দূর থেকে তিন দিন হলো আমার চশমা ভেঙে গিয়েছিল। আজ এতোটুকু সময়ের মধ্যে সে আমার চশমাটাও ঠিক করে দিল।

IMG-20240410-WA0034~2.jpg

মোটামুটি কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা একসাথে বাসায় ফিরে,খুব মজা করে মাংস পোলাও খেয়েছি একসাথে। নানা রকম গল্প গুজবে যেন ভরপুর হয়ে উঠল আমার বাড়ি আমার ঘর। বন্ধুরা ছেলেদের সাথে শপিং করে যে আনন্দ পেয়েছি, যে তৃপ্তি পেয়েছি তা সত্যিই অতুলনীয়। মন থেকে ছেলেদের জন্য অনেক অনেক দোয়া। আর সেই সাধ্যে আপনারাও সকলে আমার ছেলে দুটোর জন্য দোয়া করবেন। ওদের এই ভালো অভ্যাসগুলো যেন আজীবন থেকে যায়।

আর হ্যাঁ, সিয়াম কি কি শপিং করিয়ে দিয়েছে সেগুলো নিয়ে আরেকদিন আরেকটি ব্লগে শেয়ার করব। আপনারা সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আর ঈদ আনন্দে মেতে উঠবেন। প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে ঈদের নিমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। জয় হোক আমাদের প্রিয় দাদা এবং আমার বাংলা ব্লগ পরিবারের। টা টা....

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ছেলেদের সাথে ঈদ শপিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

লং জার্নির পর সিয়াম ভাই ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগলো। যাইহোক আপনার দুই ছেলেকে নিয়ে শপিং করতে বের হয়েছিলেন,এটা সত্যিই অত্যন্ত আনন্দের একটি বিষয়। আসলেই বড় দাদার মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারছে। সেজন্য বড় দাদা এবং ছোট দাদার কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ। যাইহোক সিয়াম ভাই আপনাকে কি কি শপিং করিয়ে দিয়েছিল,সেগুলো দেখার অপেক্ষায় রইলাম। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে ছেলেদের সাথে প্রত্যেকটা মায়ের শপিং করার মুহূর্ত সত্যি বেশ আনন্দের। অনেকদিন পর সিয়াম ভাই আজকে বাসাতে ফিরেছে জানতে পেরে সত্যি বেশ ভালো লাগলো। আপনারা শপিং করার জন্য Bay শোরুমে গিয়েছিলেন জানতে পারলাম। সিয়াম ভাই আপনাকে কি কি শপিং করে দিয়েছে এই বিষয়ে আপনি পরবর্তীতে একটি পোস্ট লিখতে চেয়েছেন সেই পোস্টের অপেক্ষায় রইলাম আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনি ইতো পূর্বে অসুস্থ ছিলেন এটা জেনে বেশ খারাপ লাগতো। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে পুনরায় হাসি মাখা মুখে আমাদের মাঝে উপস্থিত হতে দিয়েছে দেখে অনেক খুশি হয়েছি। আর ঈদ উপলক্ষে আপনার ছেলেদের সাথে কেনাকাটা করেছেন এটা কিন্তু আপনার সন্তানদের জন্য সৌভাগ্য। দোয়া করবেন আপু আমার আম্মাও যেন সুস্থ হয় এবং উনার সাথে আগের মত হাসিমুখে চলতে পারি।

 2 months ago 

সিয়াম ভাইয়ার টাকা দিয়ে এবছর বেশ অনেক মানুষ কে কাপড় কিনে দিতে পেরেছেন, জেনে বেশ ভালোই লাগলো আমার কাছে। আপনি আপনার ছেলেদের কে সাথে নিয়ে ঈদ মার্কেট করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে আপনি একজন আদর্শ মা। তবে এবছর ঈদের কেনাকাটা বেশ ভালোই হয়েছে আপনাদের। আশা করছি আপনার পরিবারের ঈদ খুবই সুন্দর কাটবে।

 2 months ago 

রোজা রেখে লং জার্নি করাটা অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। আর সিয়াম ভাইয়াও অনেক কষ্ট করে এত ঘন্টা জার্নি করে এসেছে। বলতে গেলে একদিন সময় লেগে গিয়েছে। তবে তিনি সুস্থ ভাবে বাড়ি ফিরেছে শুনেই খুব ভালো লাগলো। একসাথে ইফতার করেছেন শুনে ভালো লেগেছে। অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন নিশ্চয়ই। আমার বাংলা ব্লগ আসলেই অনেকের স্বপ্ন পূরণ করছে আর অনেকের করবে। সিয়াম ভাইয়া এত টাকা দিয়ে এতজন মানুষকে জামা কাপড় গিফট করেছে শুনে খুব ভালো লাগলো। উনি আসার পর ইফতার করে আবারো শপিং করার জন্য গিয়েছিলেন শুনে ভালো লেগেছে। তবে তিনি আপনাকে কি কিনে দিয়েছে এটা দেখার অপেক্ষায় থাকলাম কিন্তু।

 2 months ago 

প্রথমেই আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের রাত পোহালেই ঈদের দিন। সিয়াম ভাইয়া এবং শিপু ভাইয়াকে নিয়ে মার্কেট করতে গিয়েছিলেন শুনে খুব ভালো লেগেছে। সিয়াম ভাইয়া সুস্থভাবে বাড়ি ফিরেছে শুনেই ভালো লেগেছে। অনেকদুর জার্নি করে তিনি বাড়িতে এসেছেন। সবার জন্য তাহলে কেনাকাটা করে ফেলেছেন। সব সময় আপনার দুই ছেলের জন্য দোয়া রইল। দোয়া করি যেন ওনারা আরো অনেক বড় হতে পারে এবং আপনাকে এরকম আনন্দে যেন রাখতে পারে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60185.13
ETH 3290.40
USDT 1.00
SBD 2.44