স্বরচিত কবিতা "তখন কেন হয়নি আমার জন্ম",,,,



আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

IMG_20221014_225200.jpg


বন্ধুরা আজ আবারো একটি স্বরচিত দেশের কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।এই কবিতাটি আমার অনেক আগের লেখা।যখন আমি নবম-দশম শ্রেণীতে পড়ি।তখন চারিদিকে যখন অনেকের মুখে,,যুদ্ধ চলাকালীন সময়ের কথাগুলো শুনতাম।বিভিন্ন গান নাটক সিনেমা যখন দেখতাম।জানিনা তখন কেন যেন মনের ভেতর থেকে আমার একটি প্রশ্ন উকি দিত।আর মনে মনে ভাবতাম তখন কেন হয়নি আমার জন্ম।যখন বীর শ্রেষ্ঠ সন্তানদের কথা শুনি মুক্তিযোদ্ধাদের কথা শুনি।তখন করে মনের ভেতর এই একটি শব্দই উকি দিত তখন কেন হয়নি আমার জন্ম।আর সেই অনুভূতি থেকেই এই কবিতাটা লিখেছিলাম।কারণ দেশের প্রতি গভীর মমত্ববোধ আর ভালোবাসা, এই উপলব্ধিটা কে জাগ্রত করেছিল।বন্ধুরা আমার এই কবিতাটি যদি আপনাদের এতোটুকু ভালো লেগে থাকে তবে আমার পরম পাওয়া।আমার বাংলা ব্লগ কে আজ আমার মনের আরেকটি অনুভূতি ব্যক্ত করলাম আমার কবিতার মাঝে।


♥তখন কেন হয়নি আমার জন্ম♥


সেলিনা সাথী

IMG_20221014_225330.jpg


সবার মুখে শুনি যখন একাত্তরের গল্প
এখন ও সব জানি না, জানি শুধু অল্প।

ভাষার জন্য যুদ্ধ করে হলেন যারা শহীদ
চোখে মুখে আগুন জ্বেলে
শত্রুদের ঝলসে দিতাম আমি তখন
তখন কেন হয়নি আমার জন্ম।

আজ যখন শুনি বাঙালির একাগ্রতার কথা
আজকে যখন হাতের মুঠোয় মহান স্বাধীনতা।

কণ্ঠনালীর পিয়াসী ছবি
বুকের মাঝে করছে হনন
আমিও যুদ্ধে যেতাম
তখন কেন হয়নি আমার জন্ম??

আজকে যখন বাংলাদেশে চিত্ররসের ছোঁয়া
কত রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা পাওয়া।

তিক্ত প্রাণে শ্বাপদ বিষের জ্বালা
আমার আত্মার প্রতিভাসে
মনুষত্ব গুমড়ে কেঁদে বলে,
তখন কেন হয়নি আমার জন্ম?

সবুজ শ্যামল সবুজে আঁকা এই বাংলার মাটি
শস্যফলা ক্ষেত আর সোনালী পরিপাটি।

প্রাণের দেশ বাংলাদেশ
স্বাধীন করলো যারা রক্তের বিনিময়ে
কন্ঠে আমার প্রশ্ন জাগে শুধুই
তখন কেন হয়নি আমার জন্ম??

সবার মুখে শুনি যখন একাত্তরের গল্প
এখনো সব জানে না জানি শুধু অল্প।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

প্রাণের দেশ বাংলাদেশ
স্বাধীন করলো যারা রক্তের বিনিময়ে
কন্ঠে আমার প্রশ্ন জাগে শুধুই
তখন কেন হয়নি আমার জন্ম

আজকে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। একাত্তরের সেই মুক্তিযুদ্ধের সময় জন্ম হলে হয়তো দেশের দেশের জন্য জীবনটা দিয়ে দিতাম, তবুও ভালো লাগতো। যাইহোক আজকে আপনার কবিতা পড়ে খুবি ভালো লাগছে। হয়নি কেন জন্ম কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে, এজন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ভাইয়া আপনাকে।♥♥

 2 years ago 

প্রাণের দেশ বাংলাদেশ
স্বাধীন করলো যারা রক্তের বিনিময়ে
কন্ঠে আমার প্রশ্ন জাগে শুধুই
তখন কেন হয়নি আমার জন্ম??

আপনার কবিতাটার বিষয়বস্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং লিখেছেনও কিন্তু দারুণ। তবে আফসোহ করার কিছু নেই তখন আপনার জন্ম হয়নি বলে। ঐসব মুক্তিযোদ্ধারা দেশকে রক্ষার জন্য যুদ্ধ করেছিল। তারা দেশের জন্য কাজ করেছিল জীবন দিয়েছিল। তবে আমাদের জীবন দিতে হবে না নিজেদের জায়গা থেকে সৎ থাকলে ঠিকই দেশের প্রতি দায়িত্ব পালন করতে পারব। যা কীনা স্বাধীনতা সংগ্রামের চেয়ে কম না।।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনার অনুভূতি ব্যক্ত করেছেন। যা, দেখে আমি অভিভূত হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।♥♥

 2 years ago 

কণ্ঠনালীর পিয়াসী ছবি
বুকের মাঝে করছে হনন
আমিও যুদ্ধে যেতাম
তখন কেন হয়নি আমার জন্ম??

আপু আপনার কবিতার অসাধারন লেখা , আসলেই আমাদের যদি তখন জন্ম হতো তাহলে সত্যিই আমি ও হয়তো যুদ্ধে যেতাম। ধ্ন্যবাদ আপু।

 2 years ago 

তখন কেন হয়নি আমার জন্ম। এটা আমার মনের কথা। আমার উপলব্ধির কথা। আমার অনুভূতির কথা।♥♥

 2 years ago 

প্রাণের দেশ বাংলাদেশ
স্বাধীন করলো যারা রক্তের বিনিময়ে
কন্ঠে আমার প্রশ্ন জাগে শুধুই
তখন কেন হয়নি আমার জন্ম??

আপনার কবিতাগুলো সবসময় আমার ভালো লাগে আর আজকের কবিতার উপরোক্ত লাইনগুলো আমার মন ছুঁয়ে গেছে। আমারও প্রশ্ন কেন তখন হয়নি আমার জন্ম। আপনার কবিতাগুলো পড়েই আমি কবিতা লেখার আগ্রহ এবং উৎসাহ পেয়েছি।

 2 years ago 

আমি নিজেকে ধন্য মনে করছি। যে, আমার কবিতা পড়ে আপনি কবিতা লেখার উৎসাহ এবং প্রেরণা পান। এটা আমার অনেক বড় পাওয়া।ভবিষ্যতে অনেক বড় মাপের লেখক কিংবা কবি হন। এই দোয়াই করি।প্রিয় আপু।♥♥

 2 years ago 

দারুণ তেজস্বী আবেগ কণ্ঠের একটা কবিতা পাঠ করলাম, অনুভূতিগুলো যেন নতুন করে আবার জাগ্রত হয়ে উঠলো।

তিক্ত প্রাণে শ্বাপদ বিষের জ্বালা
আমার আত্মার প্রতিভাসে
মনুষত্ব গুমড়ে কেঁদে বলে,
তখন কেন হয়নি আমার জন্ম?

লাইনগুলোর মাঝে দারুণ বিদ্রোহী কণ্ঠের একটা আবেগ চিলো। যদি সুযোগ থাকতো তাহলে হয়তো বজ্রকণ্ঠে শপথ দিয়ে ঝাঁপ দিতো যুদ্ধের নেশায়। ধন্যবাদ

 2 years ago 

এই কবিতাটি অনেক বছর আগের লেখা একটি কবিতা আমার। আপনার কাছে ভাল লেগেছে শুনে খুশি হলাম।আসলেই লাইনগুলোর মধ্যে যথেষ্ট বিদ্রোহ আছে।এরকম আরো বেশ কয়েকটি কবিতা আমার লেখা আছে। যেগুলো অনেক আগের লেখা।সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।♥♥

 2 years ago 

আপুমণি,কবিতার টাইটেল দেখে বুঝতে পেরেছি কবিতাটা অনেক সুন্দর হবে।আসলে আপু, তোমার মত যারা দেশকে ভালবাসে তাদের মধ্যেই এই প্রশ্নগুলো বারবার উঁকি দেয় "তখন কেন আমার জন্ম হয়নি? যাইহোক আপু,তোমার কবিতার কথা কী বলবো তুমি এত সুন্দর করে কবিতা গুলো লেখ, যেগুলো পড়লে সত্যিই মন ভালো হয়ে যায়।

তিক্ত প্রাণে শ্বাপদ বিষের জ্বালা
আমার আত্মার প্রতিভাসে
মনুষত্ব গুমড়ে কেঁদে বলে,
তখন কেন হয়নি আমার জন্ম?

আপুমণি,কবিতার এই অংশটি সত্যিই আমার খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপুমণি 💖💖

 2 years ago 

প্রিয় আপু মনি আমার কবিতা তোমার ভালো লেগেছে, জন্য আমি অনেক খুশি হয়েছি। তোমার সুন্দর মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ভালো থেকো সব সময়।♥♥

 2 years ago 

“তখন কেন হয়নি আমার জন্ম” আপু এই কথাটি আমিও মনে মনে অনুভব করতাম। যখন কোন যুদ্ধের মুভি বা স্বাধীনতার গল্প শুনতাম তখন বেশি অনুভব হতো। আমি থাকলে আমি যুদ্ধে যেতাম, স্বাধীনতার জন্য লড়াই করতাম। আপনার অবশ্য ভাগ্য ভাল যে আপনি এসব অনুভূতি নিয়ে কবিতা লিখতে পারেন। কিন্তুু আমি পারি না। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে ঠিকই বলেছেন। লিখতে পারার এইটা একটা বড় ভালো দিক। যে অনুভূতি গুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়।♥♥

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.12
JST 0.031
BTC 61258.08
ETH 2873.80
USDT 1.00
SBD 3.56