নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রকাশনা খুব শীঘ্রই আসছে,,,

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20230201_171209.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

received_538169684943221.webp

বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে, আমি নিবেদিতপ্রাণে সাহিত্য চর্চা করি। পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড করি সমানভাবে।তারই ধারাবাহিকতায় নীলফামারীতে সাহিত্য একাডেমী নামে একটি সংগঠন করেছি। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমাকে সবাই আখ্যায়িত করেছে।অমর একুশে বই মেলায় নীলফামারীর সাহিত্য একাডেমির প্রথম প্রকাশনা খুব শীঘ্রই আসছে 98 নম্বর স্টলে।আপনারা সকলেই আমন্ত্রিত।


IMG_20230131_210311.png


খুব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম এরকম একটি সাহিত্য একাডেমি করার। লেখালিখি শুরুটা সেই ক্লাস সিক্স-সেভেনে যখন পড়ি তখন থেকেই।আর তখন থেকেই স্বপ্ন দেখতে দেখতে, অনেকগুলো সাহিত্য সংগঠন এর সাথে জড়িয়ে পড়েছিলাম।এটা সত্য যে নীলফামারী একটি প্রত্যন্ত এলাকা।এই প্রান্তিক এলাকায় সাহিত্যচর্চার টা অন্যান্য জেলার তুলনায় কম।আর তাই সাহিত্যচর্চা টা কে আরো বেশি গতিশীল করার জন্য নীলফামারী সাহিত্য একাডেমী এর বড় প্রয়োজন ছিল।অনেক চড়াই-উৎরাই ঘাত-প্রতিঘাত পেড়িয়ে আজকের অঙ্কুরিত সংগঠন নীলফামারী সাহিত্য একাডেমি।তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই অঙ্কুরিত সাহিত্য একাডেমী একদিন কিশালয় হয়ে প্রস্ফুটিত হবে। নীলফামারী সাহিত্য একাডেমীর পক্ষ থেকে নানারকম আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তার মধ্যে অন্যতম প্রথম উদ্যোগটি হলো নীলফামারী সাহিত্য একাডেমির প্রকাশনায়, একটি কাব্যগ্রন্থ প্রকাশ করা। তারই ধারাবাহিকতায় আমরা লেখা আহবান করেছিলাম।এবং নীলফামারী জেলা সহ সারা দেশের কবি সাহিত্যিক সহ ওপার বাংলার কবি সাহিত্যিকদের ব্যাপক সাড়া পেয়েছি আমরা।


IMG_20230131_210335.png


ইতিমধ্যে যাদের লেখা আমরা পেয়েছি তাদের একটি তালিকা আপনাদের সামনে এখন তুলে ধরব।

#কাব্যকলি
(নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রয়াস)

যাঁদের লেখায় সমৃদ্ধ হবে গ্রন্থটি, তাঁদের তালিকা তুলে ধরা হলো। লেখা পাঠানোর পরে কারো লেখা বাদ পড়লে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। প্রত্যেক কবিদেরকে তাদের নিজ থানা, জেলা, প্রবাস ঠিকানা (যদি থাকে) কমেন্ট বক্সে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কারো নামের বানানে কোন কিছু সংযোজন-বিয়োজন থাকলে দয়া করে জানাবেন। বইটি প্রুফ দেখার কাজ চলছে। শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।


অঞ্জলি ভৌমিক


আলমগীর কবির হৃদয়
আল সারজিল সিয়াম
আজহারুল ইসলাম আল আজাদ
আরমান জিহাদ
আতাউর রহমান
আব্দুল লতিফ প্রামানিক
আব্দুল হক প্রধান
আশরাফ আলী চারু
আজমা আহসান
আব্দুর রউফ চৌধুরী
আহমেদ রুহুল আমিন
আল হিদায়াতুল শিপু
আব্দুল গাফফার


ইসরাত জাহান পল্লবী
ইমন আহমেদ রিয়াজ


এম এ শোয়েব দুলাল
এরফান আলী এনাফ
এস এম রাজা
এস কে মহসীন আলী


কবির কাঞ্চন
কে এইচ তাহমিনা খাতুন


খান আনোয়ার হোসেন
খাদিজাতুল জান্নাত


চিত্তরঞ্জন সাহা চিতু


জিকরুল আলম মণ্ডল
জিয়াউর রহমান লিংকন
জামাল দ্বীন সুমন


তূয়া নূর


ধীমান পূরবী


নির্মলেন্দু গুণ
নাজিরা ইসলাম
নীনা মাশরাফী
নুরুন্নাহার বেগম
নাহিদ সারোয়ার
নাজমা বেগম নাজু
নূর-ই-আল-সাহাত চৌধুরী
নাছিমা খন্দকার
নীলিমা নীল
নূসুরা নূর নওরীন


পুষ্পিতা চট্টোপাধ্যায়
প্রিন্স চাকলাদার


ফ্যান্টম
ফাহিমা আক্তার
ফখরুদ্দিন পাটওয়ারী
ফেরদৌস বিন আব্দুস সামাদ


ব্লাক্স
বদরুদ্দোজা বুলু
বাকের হোসেন বুলু
বেগম ফিরোজা খান রিটায়ার্ড


মাহফুজুর রহমান আখন্দ
মানসুর মুজাম্মিল
মুস্তাফা হাবীব
মু আ কুদ্দুস
মাহফুজ ইকরাম
মুকুল চক্রবর্তী
মোঃ ইমাম হোসেন
মনজিল মুরাদ লাভলু
মোঃ বজলুর রশীদ
মনোরঞ্জন গোস্বামী
মনি খন্দকার
মিরাজুল ইসলাম
মোঃ ইমরান হাসান
মোঃ আনোয়ারুল হক
মোঃ হাফিজ উল্লাহ
মনজুর আলম
মিলি চৌধুরী
মোস্তফা ফিরোজ প্রধান
মুহাম্মদ সিরাজ উদ্দিন
মোছাঃ কামরুন নাহার কেয়া
মোঃ মিজানুর রহমান
মখদুম আজম মাশরাফী
মোঃ দেলোয়ার হোসেন
মোঃ মারুফ খান
মোঃ আহনাফ শাকিল সেনা চৌধুরী
মোছাঃ মুতমাইন্না আক্তার


রাশেদ শ্রাবণ
রাশেদ রায়হান ফারাজী
রনজিৎ কুমার কর্মকার
রেজাউল করিম রোমেল
রাবেয়া বসরী রিস্তিয়া
রাকিব শান্ত


লিটন সূর্য
লিটা শাহরীন আশরাফ
লিটন বিদ্রোনাথ


শফিকুল ইসলাম
শান্তিপদ রায়
শ্রাবন্তী মায়া


সালেম সুলেরী
স.ম শামসুল আলম
সুমিতা মুখোপাধ্যায়
স্নেহাশিস পাল
সরকার মাহবুব
সৈয়দা রুখসানা জামান শানু
সুজা মৃধা
সুবাস ঋষি লিংকন
সহিদুল সরকার
সাহিনুর রহমান সাহিন


হালিমা মুক্তা
হাবিব উল্লাহ বিশ্বাস
হোসনে আরা লিলি
হৃদয় লোহানী


#কাব্যকলি
আপনাদের অনেকের লেখা নিয়ে এবারের অমর একুশে বইমেলায় #নীলফামারীসাহিত্যএকাডেমি'র
প্রকাশনায় প্রথম প্রয়াস,,

♦️সম্পাদনায়ঃ
সেলিনা সাথী
রাশেদুজ্জামান তাওহীদ
♦গ্রন্থস্বত্ব নীলফামারী সাহিত্য একাডেমি
♦উৎসর্গঃ যারা বাংলা ভাষার জন্য যুদ্ধ করে শহীদ
হয়েছেন সেই বীর বাঙ্গালীদের,,
♦️প্রচ্ছদঃ দিনার মিনহাজ
♦️পরিবেশকঃ পরিলেখ
♦️স্টল নংঃ ৯৮


বইটির বেশ কয়েকটি প্রচ্ছদ আমরা করেছি।তবে আজ হয়তো পরিপূর্ণভাবে আমাদের ফাইনাল একটি প্রচ্ছদ হাতে পাব।আশা করি এই প্রচ্ছদ গুলো আপনাদের একটু একটু ভালো লাগবে।নীলফামারী সাহিত্য একাডেমীর প্রকাশনায় কাব্য কলিতে আমার বাংলা ব্লগ এর সম্মানিত প্রতিষ্ঠাতা ফাউন্ডার প্রিয় ফ্যান্টম দাদা প্রিয় ব্লাক্স দাদা এবং প্রিয় হাফিজুল্লাহ ভাই ও নওরিন আপু আল সারজিল সিয়াম সহ আরো অনেকের লেখা "কাব্যকলি"কে সমাদৃত করবে। মূলত এই বইটির কাজে এখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তাই অন্যদিকে সময় একটু কম দিতে পারছি। আশাকরি কাব্যকলি আমাদের সেতু বন্ধন টিকে আরও বেশী মজবুত, আরও বেশি শক্তিশালী, আরো বেশি দৃঢ় করবে।


IMG_20230201_171249.jpg



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বিষয়টি দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে আপনি সেই সিক্স-সেভেন থেকে লেখালেখি শুরু করেছেন। এই বিষয়টা কিন্তু অনেক অনুপ্রেরণামূলক। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কাছ থেকে অনেক কাজে অনুপ্রেরণা পেয়ে থাকি। বিশেষ করে আমাদের কমিউনিটির অনেকের লেখা দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আবারও বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি সেই ছোটবেলা থেকেই কবিতা গল্প ছড়া গান,,শিশুদের জন্য মজার মজার ছড়া লিখতাম।এবং স্বপ্ন দেখতাম সাহিত্যপ্রেমীদের নিয়ে কিছু করার।সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপি।♥♥

 2 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনি ভীষণ কবিতা প্রেমী একজন মানুষ আর আপনার কবিতার জাদুতে মুগ্ধ পুরো আমার বাংলা ব্লগ পরিবার। আমি তো আমার নাম ঐ লিষ্টে দেখে একদমই অবাক হয়ে গেলাম ☺️ এতো গুনি শিল্পীদের মাঝে আমার লিখা প্রকাশ পাবে এটা তো আমি ভাবতেই পারছিনা। পুরো ক্রেডিট আপনার 🤗
দোয়া রইল এবং আপনার এই অনন্য কাব্যযাত্রা সমৃদ্ধশালী হোক এই কামনা করছি।

 2 years ago 

আমার কাজ হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা। এই কাব্যগ্রন্থে আপনার লেখা আপনাকে একদিন কোথায় নিয়ে যাবে সেটা আপনি ভাবতেও পারেন না। ছোট ছোট উৎসাহ, ছোট ছোট অনুপ্রেরণা, একদিন সফলতার শীর্ষে নেয় মানুষকে,,,,♥♥

 2 years ago 

আপু ধারুন একটি বিষয়ের সুসংবাদ দিলেন। নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রকাশনা হতে যাচ্ছে শুনে অনেক ভাল লাগলো। তাছাড়া সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আপনাকে সবাই আখ্যায়িত করেছে। যারা লেখা জমা দিয়েছে তাদের মধ্যে সিয়াম ভাইয়ার নামও আছে। এগুলো শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার জন্য।♥♥

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57889.68
ETH 2457.18
USDT 1.00
SBD 2.40