লাইভ স্টাইল- বাগানের পরিচর্যা||~~

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব



☆꧁লাইভ স্টাইল- বাগানের পরিচর্যা꧂☆

❤️✍️❤️

IMG-20240505-WA0003.jpg

বন্ধুরা সুন্দর, সতেজ, স্নিগ্ধ লাল গোলাপের শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা -আজকের সুন্দর স্নিগ্ধ আবহাওয়ায় শীতল অনুভূতি আর ফুরফুরে মেজাজ সব মিলিয়ে অসাধারণ ভালোলাগার একটি মুহূর্ত পার করলাম আজ। আলহামদুলিল্লাহ সিয়ামের ইনকামের টাকায় আয়রন মুক্ত পানির জন্য নতুন একটি টিউবয়েল দেয়া হলো। এবং বাসার পানির লাইন গুলো ঠিক করে নেয়া হলো। নিচের বাগানে পানি দেয়ার জন্য একটা আলাদা লাইন করে নিলাম। এবার ছাদ বাগানের জন্য একটা আলাদা লাইন করে নিলাম। সব মিলিয়ে আজ তিন দিন ধরে মিস্ত্রি কাজ করছিল বাসায়। তাই বাড়ির উঠোন থেকে সবকিছু একটু এলোমেলো হয়ে গিয়েছিল বাগানের অনেক গাছ তুলে ফেলতে হয়েছিল।

তাছাড়া সিয়াম আজকে বেশ কয়েকটি গাছ কিনেছে। সেই গাছ গুলো লাগানো এবং পুরো বাগানটা একটু পরিচর্যা করলাম আমরা দুজনে মিলে, সিয়াম এবং আমি। তবে সিয়াম অনেক বেশি কাজ করেছে।

IMG-20240505-WA0004.jpg

আমাদের বাগানে বেশ কিছু ফুল ফুটেছে। সেগুলো দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। যেহেতু পুরো বাগান জুড়ে আজ অনেক কাজ করা হয়েছে। নতুন গাছ লাগানো হয়েছে। আর হ্যাঁ সিয়াম কিন্তু আজ একটি লাল গোলাপ ফুলের গাছ কিনেছে। সেই গেছে খুবই চমৎকার একটি লাল ফুল ফুটেছে। সেই লাল গোলাপ ফুলের গাছটিও আমরা একটি টবে লাগালাম এবং এই টব টাই এনে রাখলাম আমাদের বারান্দা বাগানে। এছাড়াও বারান্দা বাগানে অনেক ফুল ফুটেছে। যেগুলো আমার সবচেয়ে প্রিয় ফুল। যার ঘ্রাণে আমি বিমোহিত হই। আর সেই ফুলের নামটি হল বেলি ফুল।এই বেলি ফুলের গাছ আমাদের বাসায় বেশ কয়েকটি আছে এবং বেলি ফুলের গাছগুলোর ডাল পালা অনেক ছড়িয়ে গেছে সেগুলো আজ অনেক কেটে ফেললাম।

তবে ডালপালাগুলো কাটতে গিয়েও অনেক মায়া লেগেছিল। ভীষণ কষ্ট পাচ্ছিলাম। একটা ডালে অনেকগুলো করে কলি। দু-একদিনের মধ্যে হয়তো আরো অনেক ফুল ফুটতো। তারপরেও যেহেতু বাগানটা পরিচ্ছন্ন করছি সেজন্যই কেটে ফেলা। আমাদের বাসায় অনেকগুলো নয়ন তারা ফুলের গাছ আছে। আবার নতুন করে অনেকগুলো চারা গজিয়েছে। সেগুলো তুলে তুলে আলাদা করে লাগালাম।

IMG-20240505-WA0006.jpg

আজ সারাদিন মেঘলা আকাশ, হিমেল বাতাস দেহ এবং মন আজ অনেকটাই সতেজ। আশ্চর্যজনকভাবে আজকে পানি পিপাসা অনেক কম। তবে সিয়াম আজকে আইসক্রিম খাইয়েছে আমাদেরকে। আর সেজন্য মূলত আরো বেশি ভালো লেগেছে। সিয়াম বাসায় থাকলে অনেক কাজ হয়। আজকেও পানির ট্যাংকি পরিষ্কার করেছে। বাড়ির ছাদ পরিষ্কার করেছে। বাগান পরিচর্যা করেছে। আমার সাথে ব্যাংকে গিয়েছে। এবং মিস্ত্রির কাজে সহযোগিতা করেছে। সারাদিন এত এত কাজ করার পরেও রাত্রেবেলা মা ছেলে একসাথে বসে আইসক্রিম খেলাম। কি চমৎকার লাইভ স্টাইল আমাদের। সকলেই দোয়া করবেন আমাদের এই লাইফ স্টাইলটাকে আমরা যেন ধরিয়ে রাখতে পারি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে মনে প্রাণে দোয়া করি সকলের লাইফস্টাইল যেন অনেক বেশি মধুময় হয়। টা টা......

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: লাইফ স্টাইল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

পরিত্যক্ত স্থানগুলো বা বাড়তি স্থানগুলো কাটলে সৌন্দর্য বৃদ্ধি পায় এখানে মনের কষ্ট পাওয়ার কোন কথায় আসে না। তবে সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এটা সত্য আজ সারাদিন খুব সুন্দর ঠাণ্ডা বাতাস হয়েছে। সুন্দর এ বাতাসের মুহূর্তে বাগানে কাজ করেছেন এবং সে বিষয়ে পোস্ট করেছেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

একদম ঠিক বলেছেন। বাড়তি ডালপালা গুলো কেটে দিলেই বরং অনেক পরিচ্ছন্ন ও অপরিপাটি দেখায় গাছগুলো।

 2 months ago 

আপু বাগান করতে আমার যেমন ভালো লাগে বাগানের পরিচর্যা করতে আরও বেশি ভালো লাগে। একটা সময় আমার বাসায় অনেক গাছ ছিল কিন্তু এখন বাবুর জন্য খুব একটা গাছ লাগাতে কিংবা পরিচর্যা করতে পারি না। আপনার গাছের ফুল গুলো দেখে সত্যিই মনটা ভাল হয়ে গেল। এটা জেনে আরো ভালো লাগলো যে সিয়াম ভাই আপনাকে অনেক সাহায্য করেছে কাজে। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 months ago 

আমাদের বাগানে এরকম অনেক ফুলের গাছ আছে। যে ফুলগুলো দেখে সত্যিই চোখে জড়িয়ে যায়। আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম।

 2 months ago 

বাগান পরিচর্যা করতে যেমন ভালো লাগে। তেমনি গাছ লাগাতেও আমার অনেক ভালো লাগে। সিয়াম ভাইয়া আপনার অনেক কাজে সাহায্য করেছে জেনে অনেক ভালো লাগলো ।
আপনার বাগানের ফুল গুলো দেখে সত্যিই মনটা ভরে গেল। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

সিয়াম সব সময় আমার সব কাজেই সহযোগিতা করে। এবং বাসায় আসলে ও সবচেয়ে বেশি বাগান পরিচর্যা করে। এক কথায় সিয়াম সব গুণের অধিকারী।

 2 months ago (edited)

বাগানের পরিচর্চা করার পাশাপাশি এত সুন্দর করে আপনি বাগানের ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। আর বাগানের যত্ন করতে সত্যি অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে নিজের অনুভূতি তুলে ধরেছেন আপু। সিয়াম ভাইয়া আপনার কাজে সাহায্য করেছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

সিয়াম বাসায় আসলে মাঝে মাঝেই অনেক ধরনের কাজে সাহায্য সহযোগিতা করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

খুব ভালো লাগলো আপু এটা জেনে যে, সিয়াম ভাই এর ইনকামের টাকায় আয়রন মুক্ত জলের জন্য নতুন একটি টিউবয়েল বসিয়েছেন। আমাদের সিয়াম ভাই কিন্তু অনেক কাজের ছেলে, সেটা বোঝা ই যায়। আপনি সিয়াম ভাই কে নিয়ে এত এত কাজ করেছেন, বাগান পরিচর্যা করেছেন, সেটা জেনেও খুব ভালো লাগলো। আপনারা যেন সব সময় এরকম ভালো থাকতে পারেন, সেই শুভ কামনা করি আপনাদের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61430.70
ETH 3318.28
USDT 1.00
SBD 2.49