ছড়ায় ছড়ায় মজার খেলা "শিয়াল পন্ডিতের পাঠশালা"10% প্রিয় লাজুক খ্যাঁককে!



আসসালামু আলাইকুম


শিয়াল পন্ডিতের পাঠশালার সকল লেভেলের শিক্ষার্থী দের কে স্বাগত জানাচ্ছি আমি ♥সেলিন সাথী♥



dropshadow_1642834090100.jpg

স্টিমিট জার্নি সবার নিরাপদ ও পরিচ্ছন্ন হোক এই প্রত্যাশায় আমার আজকের এই ছোট্ট একটি প্রচেষ্টা আপনাদের জন্য।আশা করি আমার এই প্রচেষ্ঠা আপনাদের মনে দাগ কেটে যাবে।

শুরুতেই আমার বাংলা ব্লগের সন্মানিত ফাউন্ডার আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দাদার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আমাদের প্রিয় মাতৃভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এত চমৎকার একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদেরকে সব দদিক থেকে আরও বেশি ধারালো আরো বেশি শানিত করার জন্য এ বি বি স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করেছেন।। সকল ইউজারদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা♥♥

শিয়াল পন্ডিতের পাঠশালায় যারা নিবেদিত প্রাণে নিয়মিত ভাবে ক্লাস করিয়ে আমাদেরকে দক্ষ ইউজার হতে সাহায্য সহযোগিতা করছেন নিরলস পরিশ্রম করে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।সত্যিই আমি আপনাদের কাছে একেবারেই শিশু স্টিমিট জার্নির পদচারণায়।

তাই শেখার জন্য নিয়মিত না হলেও ক্লাসগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করি।এবং ইতিমধ্যে আমি অনেক কিছু শিখেছি।মনেও থাকে কিন্তু কেউ প্রশ্ন করলে মনে হয় এলোমেলো হয়ে যাই।তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার জন্য একটি বিশেষ কৌশল আমার মাথায় এলো।আমি দেখেছি এখানে কবিতার ভক্ত অনেক বেশি তাই কবিতা দিয়ে কিভাবে এই বিষয়গুলো মনে রাখা যায় সেই চেষ্টাটাই করেছে মাত্র।আশা করি অনেকের উপকারে আসবে।

dropshadow_1642834029995.jpg

শিয়াল পন্ডিতের পাঠশালা এর সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত প্রফেসর বৃন্দ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বৃন্দ সকলের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা।।

শুরু করছি লেভেল 2 এর একাউন্টে নিরাপত্তা নিয়ে স্বরচিত কবিতা ""শিয়াল পন্ডিতের পাঠশালা""

শিয়াল পন্ডিতের পাঠশালা





শিয়াল পন্ডিতের পাঠশালা
লেভেল হল দুই
অ্যাকাউন্ট নিরাপত্তা
চলো দেখি ছুঁই

দীর্ঘদিন নিরাপদে
করতে হলে কাজ
শিখতে হবে উদার মনে
করবে তবে রাজ।

স্টিমিটে আমরা যখন
একাউন্ট করি
বড় সংখ্যার পাসওয়ার্ড
জেনারেট করি

এই পাসওয়ার্ডের নামটা কি
তোমার মনে আছে
"মাস্টার" পাসওয়ার্ড নামটি তার
ভুলো না যেন পাছে

কী- কে আমরা ভাগ করি
বলতো কয় ভাগে?
দুই ভাগে ভাগ করি
ভুলো না যেন রাগে

একটি হলো পাবলিক কী
আর একটি প্রাইভেট
পাবলিক হল উন্মুক্ত কী
গুরুত্বপূর্ণ প্রাইভেট

আরও চার ধরনের কীএর
সাথে পরিচিত হই
পোস্টিং অ্যাক্টিভ উনার
মেমো করে হইচই

আসুন দেখি এই "কী" দিয়ে
আর কি করা যায়
পোস্ট ও কমেন্ট এডিট করা
আপ ও ডাউনভোট দেয়া যায়

রেস্ট্রিম,ফলো,আনফলো ও
অনাকাঙ্ক্ষিত একাউন্ট
মিউট করাও যায়
মোদের -"ফ্যান্টম" দাদা কয়

আর্থিক লেনদেন,,
"অ্যাক্টিভ"কী এর কাজ,
বিশ্বস্ত ওয়েবসাইটে রাখতে
পেওনা যেন লাজ

এক নজরে দেখি এবার
অ্যাক্টিভ কী এর কাজ
পাওয়ার আপ, পাওয়ার ডাউন
ট্রান্সফারের কাজ

এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয়
অর্ডার নিতে পারো
উইটনেস ভোট দিতে
পারবে তুমি আরো

প্রোফাইলের কিছু তথ্য
করতে পরিবর্তন
নতুন ইউজার তৈরি আর
এস বিডি স্টিম কনভার্শন

ব্লকচেইনে মালিকানা
প্রমাণ করতে হলে
উনার কী দলিল হয়ে
আসবে ছুটে চলে

এই কী টা কত জরুরি
সেনসিটিভ ও বটে
যত্ন করে লিখে রাখবে
আলাদা কোন নোটে।

উনার অ্যাক্টিভ পোস্টিং কী এ
পারবে রিসেট করতে
ভোটিং অধিকার প্রত্যাখ্যান
করতে, পারবে দিনে রাতে

একাউন্ট রিকভার ও করবে
"উনার" কী।বুঝলে বাবাজি

ব্যক্তিগত তথ্য,,,,,
পাঠাতে কিংবা পেতে
মেমো কী এর ব্যবহার
পারবে সবাই করতে

যেমন ধরো ,,,,
এনক্রিপ্ট করে মেসেজ
পাঠাতে কিংবা দেখতে
"মেমো" করে কাজ
সব কী এর তথ্য জেনে
স্টিমিট করো রাজ

বিস্তারিত জানতে স্টিমিট
ওয়ালেট ঘুরে আসুন
পরিপূর্ণ তথ্য জেনে
কাজকে ভালোবাসুন

20220121_173417.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপু আপনার কবিতার প্রশংসা না করে পারলাম না। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপহার দিবেন আমি কোনোদিন ভাবতে পারিনি। এরকম কবিতা আমি আগে কোনদিন দেখিনি। সত্যি অসাধারণ হয়েছে আপনার কবিতা টি। পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমায় এই কবিতা আপনার কাজে লাগবে তো??? যদি লাগে তবে আমার সার্থকতা

। ভালো থাকবেন খুশি হলাম।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই পোস্টটি শেয়ার করার জন্য। আমি কখনো ভাবতে পারিনি যে লেভেল টু এর বিষয়গুলো নিয়ে কখনো কবিতা হতে পারে। এটা একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করব লেভেল 1 থেকে 4 পর্যন্ত লেকচার শিট থেকে কবিতা লেখার।বিষয় গুলো মনে রাখার এটা হতে পারে একটি অভিনব কৌশল।♥♥

আপনি জটিল একটা মানুষ আপু আপনার দক্ষতা দেখে পুরাই অবাক। আমি কখনো ভাবতে পারি নি লেভেল ২ এর লেকচার সিট থেকে এতো সুন্দর একটি কবিতা উপহার দিবেন। আপনার কবিতার প্রতিটি লাইন ছিল অসম্ভব সুন্দর। আমার খুব ভালো লেগেছে আপনার কবিতা পড়ে। সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি আপু।
❤️❤️❤️❤️❤️

 2 years ago 
আমার এই কবিতা আপনার ভাল লেগেছে এটাই আমার পরম পাওয়া। আশা করছি লেভেল 1 থেকে 4 পর্যন্ত প্রতিটি লেকচার শিট থেকে এরকম একটি কবিতা লিখতে। যেটা আমাদের সকলের কাজে লাগবে। ধন্যবাদ এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য প্রিয় আপু মনি♥♥
 2 years ago 

বাহ! বাহ! বাহ! কি অসাধারণ কবিতা। স্টিমিটের কী গুলো সম্বন্ধে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপু আপনি এখানে সবগুলো কি নিয়ে কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে এর ব্যবহার গুলোকে তুলে ধরেছেন তা এককথায় অতুলনীয়, আমি তো অবাক হয়ে গেলাম। আপনার এই কবিতার মাধ্যমে নতুন পুরাতন সকল ইউজাররাই অনেক উপকৃত হবে এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার এই কবিতা যদি একজনের ও উপকারে আসে তবেই আমার সার্থকতা।আমার কবিতা আপনার ভাল লেগেছে শুনে আমিও বেশ ভালই অনুভব করছি।আপনাদের এই ভালোলাগা ভালোবাসা আমার প্রেরণা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন।ভালো থাকবেন সব সময়

♥♥

 2 years ago 

ওয়াও দারুন আপু আপনি তো আমাদের প্রফেসরদের লেভেল 2 সম্পূর্ণ শিক্ষা কবিতাতে রূপ দিয়েছেন। এবং কি আপনার এই কবিতায় ছন্দে ছন্দে মুখস্ত করে ফেলবে আমার মত অনেকে অনেক আনন্দে সত্যিই অসাধারণ ছিল এবং কি শিক্ষণীয় বটে। আপনি অনেক সুন্দর কবিতা লিখেন এবং আপনার কবিতাগুলো নিত্যান্তই মুগ্ধতা নিয়ে আসেন।

আপু আমি পড়লাম আজ তোমার এই কবিতা
মাঝে মাঝে দেখে নিলাম তোমার ওই ছবিটা
ছন্দে ছন্দে পড়ে নিলাম তোমার এই কবিতা
লিখছে তুমি অনেক সুন্দর লেভেল টু এর কবিতা
নেচে-গেয়ে পড়েছি আজ তোমারি সেই কবিতা।
ধাপে ধাপে গেয়েছো তুমি কি এর গুনো গান
এমন কবিতা লিখে গেলে বাড়বে তোমার সম্মান।

এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 2 years ago 

হাসছি আমি প্রাণ খুলে
গাইছি আমি এই গান
তোমার মন্তব্য পড়ে আমার
জুড়িয়ে গেল প্রাণ

কবিতার মাঝে শিখে নেব
কী-এর ব্যবহার
জানি এটা স্টিমিটে
সবারই দরকার

শুভকামনা তোমার তরে
সুখে থেকো রোজ
মাঝে মাঝে জাতীয় অপর
একটু নিও খোঁজ

♥♥

এত সুন্দর করে কবিতা এর আগে আমি কখনও শুনিনি। শুনে তো আমি অবাক হয়ে গেছি একটা মানুষ কিভাবে পারে এত সুন্দর করে কবিতা লিখতে আরে আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। স্টিমিট কী গুলো নিয়ে আপনি এত সুন্দর কবিতা লিখেছেন তা বলার প্রকাশের বাইরে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার কবিতা আপনার ভাল লেগেছে তবে সার্থকতা আসবে তখনই যখন এই কবিতা পড়ে কারও উপকারে আসবে। শুভ কামনা আপনার জন্য♥♥
 2 years ago (edited)

প্রিয় আপু মনি অসাধারণ হয়েছে কবিতাটি। ছড়ায় ছড়ায় মজার খেলা শিয়াল পন্ডিতের পাঠশালায় লেভেল ২ এর একাউন্ট নিরাপত্তা নিয়ে দারুণ কবিতা বানিয়েছেন। আপু আমি মুগ্ধ আপনার কবিতা পড়ে মাশাআল্লাহ।
আপনার জন্য অনেক অনেক দুআ ও ভালোবাসা রইলো আপু মনি।

 2 years ago 

নিশ্চয়ই আপু কেন নয়,,আচ্ছা এই ইচ্ছেটা পূরণ করার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ।লেভেল 1 থেকে 4 পর্যন্ত কবিতা লেখার চেষ্টা করবো জানিনা কতটুকু পারবো।

ভালো থেকো আপু মনি
শুনবো তোমার কথা
কবিতা পড়ে জুড়িয়ে যাবে
তোমার ব্যাকুলতা

সব সময় ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশা আজকের মত এখানেই প্রিয় আপু মনি♥♥
 2 years ago (edited)

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সম্পূর্ণ পোস্টটি আমি মনোযোগ সহকারে পড়লাম, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি খুবই সুন্দর ভাবে আপনার দক্ষতার মাধ্যমে কবিতায় লেভেল টু এর ক্লাস গুলো অন্তর্ভুক্ত করেছেন। আমার কাছে দারুণ লেগেছে, সত্যি বলতে আপু প্রখর প্রতিভা না থাকলে এগুলো কখনো করা সম্ভব হয় না। শুভেচ্ছা নিবেন আপু, পাশে আছি পাশে থাকবো।

 2 years ago 

খুশি হলাম ভাইয়া আমি
অনেক বেশি খুশি
মন্তব্য পড়ে তোমার
প্রাণ খুলে হাসি

পাশে থেকো এমনি করে
অনুপ্রেরণা হয়ে
সফলতা স্রোতের মতো
আসুক বেয়ে বেয়ে

এই দোয়াটাই করি ভাইয়া
আমি তোমার জন্য
এমন একটি ভাই পেয়ে
আমি হলাম ধন্য
♥♥

 2 years ago 

ভালোবাসা অবিরাম প্রিয় আপু আমার

 2 years ago 

অভিনব একটি উদ্যোগ।ছন্দের মূর্ছনায় ক্লাস এর বিষয় গুলো একবার revise হয়ে যাবে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা "প্রিয়দাদা"ভালোবাসা অবিরাম।

♥♥

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার কবিতাটি পড়লাম, আপনি খুব সুন্দর ভাবে লেভেল-২ এর বিষয়গুলো কবিতার মাধমে উপস্থাপন করেছেন। আমার কাছে এই বিষয় টি অনেক ভালো লেগেছে। আপনার কবিতা থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 
গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো বেশি উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47