পন্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসবঃ আনন্দময় সন্ধ্যা।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ৫ই চৈত্র্য। বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ১৯ই মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

b-3.jpg

চলছে সিয়াম সাধনার মাস রমজান।দেখতে দেখতে ৮ রোজা শেষ হয়ে গেল।চৈত্রের ১ম বৃষ্টি আজ প্রকৃতিকে শান্ত করেছে। ইফতারের কিছু আগে থেকে বৃষ্টি আর বাতাস হিমেল ছোঁয়া দিয়ে যাচ্ছে। এই ব্লগ যখন লিখছি তখন অবশ্য বৃষ্টি নেই। প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ শেয়ার করবো একটি লাইফস্টাইল পোস্ট। আর তা হচ্ছে পন্ডিত বারীন মজুমদার সংগীত উৎসব ২০২৪ এ কাটানো আনন্দময় মুহুর্ত।

b-1.jpg

মানুষ এখন অনেক ব্যস্ত।সংসার ও কর্ম নিয়ে।এত ব্যস্ত যে নিজের দিকে তাকানোরও সময় থাকে না।তার উপর বিভিন্ন চাপ ও পারিপার্শ্বিকতায় একঘেয়ে হয়ে উঠে।মনে ক্ষোভ জন্ম নেয়।আর এই ক্ষোভ কাটাতে মনের খোরাক দরকার।তেমনিই এক মনের খোরাকের এক অনুষ্ঠানে কাটিয়েছি আনন্দময় এক সন্ধ্যা। গত ৬ মার্চ সরকারি সংগীত কলেজে বারীণ মজুমদার সংগীত উৎসবে অংশ নিয়ে। সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত, কিভাবে তিন ঘন্টা সময় কাটিয়েছি টেরই পাইনি।

b-2.jpg

পণ্ডিত বারীণ মজুমদার রাগসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের অনন্য শিল্পী ও গুরু। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান সরকারি সংগীত কলেজ,গুণি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতি বছর পন্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব পালন করে থাকেন।এবারো দিনব্যাপী অনুষ্ঠানের সন্ধ্যায় ছিল, কলেজ ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চে সংগীত উৎসব। অধ্যয়নরত শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা।

b-4.jpg

সংগীত কলেজের ৫ টি বিভাগের শিক্ষার্থীরা তাদের সুমিষ্ট কন্ঠে মাতিয়ে রেখেছিল দর্শক-শ্রোতাদের। সব ঘরনার গানেই ছিল উৎসবে। শাস্ত্রীয় সংগীত,লালন গীতি,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও লোক সংগীতের মূর্ছনায় হাজারো দর্শক-শ্রোতা ছিল আনন্দে উদ্বেলিত।শুধু গান নয় ছিল শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, যা উৎসবকে রাঙিয়ে দিয়েছে।বাড়তি পাওনা ছিল সাবেক শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশন।সবচেয়ে দর্শক মাতিয়েছে লোক সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা বিয়ের গীত।সবচেয়ে ভালো লাগা, গানের প্রতিটি ধারার পরিবেশনেই মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের। আগেই বলেছি, তিন ঘন্টা সময় কেমনে চলে গেছে টের পাইনি। দারুণ উপভোগ করেছি, সংগীত কলেজের আয়োজনে পন্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব।

পোস্ট বিবরণ

পোস্টলাইফস্টাইল
পোস্ট তৈরিselina 75
ডিভাইসSamsung A10
তারিখ১৯ মার্চ,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44