(এসো নিজে করি" সপ্তাহ- চতুর্থ দিন) পেন্সিল বক্স তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২৩ শে ফাল্গুন। বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ০৭ মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।
আজ বাঙ্গালী জাতীর জন্য একটি অবিস্মরণীয় দিন। তৎকালীন রেসকোর্স ময়দানে(সরওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যে ভাষণে বাঙ্গালী উদ্দীপ্ত হয়ে দেশকে স্বাধীন করতে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। সেই দিনটি স্মরণে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। আমরাও বিনম্র চিত্তে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে।তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহর জন্য একটি নতুন পোস্ট নিয়ে। আজ আমি প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য, যে ডাই প্রজেক্ট উপস্থাপন করবো, তাহলো একটি পেন্সিল বক্স তৈরি। এই পেন্সিল বক্স তৈরি করতে আমি ব্যবহার করেছি পুরাতন টিসু রোল,বিস্কিটের প্যাকেট,রঙ্গিন কাগজ সহ আরো কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম,পেন্সিল বক্সটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। পুরাতন টিসুর রোল
২।কাঁচি
৩। পুরাতন বিস্কিটের বক্স
৪।গ্লুগান
৫।হলুদ রং এর কাগজ
৬।পেন্সিল
৭।গাম
৮।পোস্টার রং
৯।তুলি
১০।মাস্কিন টেপ
পেন্সিল বক্স তৈরির প্রক্রিয়া
ধাপ-১
প্রথমে গ্লুগান দিয়ে দুটো টিসু রোল এক সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ-২
এবার বিস্কুটের প্যাকেট টিসু রোলের ফাকা অংশের চেয়ে বড় করে কেটে নিয়েছি। এবং গ্লুগান দিয়ে তা টিসু রোলের একপ্রান্তে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
এরপর হলুদ রং এর কাগজ টিসু রোলটিতে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।এবং আকাশি রং এর পোস্টার রং করে নিয়েছি।
ধাপ-৪
এবার টিসু রোলটিতে সাদা রং দিয়ে গোল করে রং করে নিয়েছি। লাল ও কালো রং এর ফুল এঁকে নিয়েছি ।সেই সাথে লাল লাল ডট দিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার পেন্সিল বক্স এর ঢাকনা বানানোর জন্য বিস্কিটের প্যাকট থেকে টিসু রোলের মুখের সমান করে লম্বা ও গোল করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে নেয়া কাগজের টুকরো এক প্রান্তের সাথে অন্য প্রান্ত মাস্কিন টেপ দিয়ে গোল করে তৈরির করে নিয়েছি। তাতে হলুদ রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার গোল করে কেটে নেয়া অংশটিতে হলুদ রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং তা পুর্বে গোল করে নেয়া অংশের উপর গাম দিয়ে লাগিয়ে পেন্সিল বক্সের ঢাকনা বানিয়ে নিয়েছি।
উপস্থাপন
আশাকরি আজ আমার বানানো পেন্সিল বক্সটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | ডাই প্রজেক্ট |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ৭ই মার্চ, ২০২৪ |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
পেন্সিলের বক্স তৈরির ধাপগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আপনি খুবই দক্ষতার সাথে এই পেন্সিল বক্স তৈরি করেছেন। ধাপ গুলো দেখে খুব সহজে আমি শিখে নিলাম।
ধাপগুলো দেখে আপনে পেন্সিল বক্স তৈরি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এসো নিজেৃ করি চতুর্থ সপ্তাহ আপনি খুবই সুন্দর একটি পেন্সিল বক্স তৈরি করেছেন। আসলে আপনাদের পেন্সিল বক্স তৈরি করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে দেখবো উপস্থাপন করেছেন। যার মাধ্যমে খুব সহজেই শিখে নিলাম।
আমার উপস্থাপনার মাধ্যমে আপনি পেন্সিল বক্স তৈরি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/selina_akh/status/1765803822335885518
এ ধরনের ক্রিয়েটিভ পোস্ট গুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে আপু। টিস্যু পেপারের রোল দিয়ে অনেক সুন্দর প্রেগনেন্সিল বক্স তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
পেন্সিল বক্স বানানটি দয়া করে ঠিক করে নিন। মতামতের জন্য ধন্যবাদ।
পুরাতন জিনিস দিয়ে সুন্দর বক্স তৈরি করেছেন দেখছি। এজাতীয় পুরাতন জিনিস কাজে লাগানোর মধ্যে আনন্দ রয়েছে। এটা বলা যায় একপ্রকার পরিবেশবান্ধব। পরিত্যক্ত জিনিসের মধ্য দিয়ে নতুন কিছু করে দেখানোর মধ্যে সুন্দর প্রতিভা থাকে। ঠিক তেমনি একটা বিষয় আমাদের মাঝে দেখিয়েছেন।
পুরাতন জিনিস দিয়ে নতুন করে কোন কিছু বানাতে আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
বাহ আপু দারুণ একটি পেন্সিল বক্স তৈরি করেছেন দেখছি। ফেলে রাখা কিছু দিয়ে এমন ভাবে নতুন কিছু তৈরি করে ফেলা দারুণ ব্যপার আপু।পেন্সিল বক্সের রং টা দারুণ মানিয়েছে।অনেক অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য।
কালার পেপার দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল বক্স তৈরি করেছেন । আসলেই আপনার পেন্সিল বক্সটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এত সুন্দর একটি পেন্সিল বক্স শেয়ার করার জন্য।
কালার পেপারের সাথে আমি টিসু রোলও ব্যবহার করেছি। ধন্যবাদ আপু।
আপু আপনি ডাই ইভেন্ট সপ্তাহের জন্য খুবই ইউনিক একটি পেন্সিল বক্স বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। টিস্যু পেপারের রোল দিয়ে এই পেন্সিল বক্স দেখতে খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।বক্সের উপরে ছোট ছোট ডিজাইন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার বানানো পেন্সিল বক্সটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু মতামতের জন্য।