(এসো নিজে করি" সপ্তাহ- পঞ্চম দিন)কোলাজ পদ্ধতিতে নারী দিবস উপলক্ষ্যে কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

নারী দিবসের শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২৪ শে ফাল্গুন। বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ০৮ মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

w-4.jpg

আন্তর্জাতিক নারী দিবস আজ। সারা বিশ্বেই দিনটি যথাযোগ্য মর্যদায় পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক নারী দিবসের পূর্বের নাম ছিল আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস হিসেবে। মুলত আমেরিকায় ১৯০৮ সালে নারীদের মজুরি বৃদ্ধি,কর্মঘন্টা কমানো ও ভোটাধিকারে দাবীতে আন্দোলন দানা বেধে আস্তে আস্তে ১৯১০ সালে কোপেনহেগেনে এক আন্তর্জাতিক নারী সম্মেলনে এই দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। আর এক দিবসটি আন্তর্জাতিক ভাবে পালনের চিন্তা মাথায় আসে তখনকার নারী আন্দোলন নেত্রী, আইনজীবী ও সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিনের। প্রথম থেকেই দিবসটি ব্যক্তি-গোষ্ঠি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বেসরকারি ভাবে পালন হলেও এর আনুষ্ঠানিক রূপ পায় ১৯৭৫ সালে জাতিসংঘের স্বীকৃতির পর। প্রতি বছর একটি থিম বা প্রতিপাদ্য নির্বাচন করে দিবসটি পালিত হয়ে আসছে ১৯৯৬ সাল থেকে।নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়-"নারীদের উপর বিনিয়োগ করুন : দ্রুত উন্নতি আনুন"। আমাদের দেশ প্রতিপাদ্য নির্ধারন করেছে ,নারীর সমঅধিকার,সমসুযোগ। এগিয়ে নিতে হোক বিনিয়োগ।

w-1.jpg

বন্ধুরা, সারাবিশ্বেই নারীদের নানাবিদ সমস্যা নিয়ে দিবসটি পালিত হয়ে থাকে। একেক দেশের সমস্যা একেক রকম। তবে মোটা দাগে নারীর মানবাধিকার,আর্থিক,রাজনৈতিক,জেন্ডার ও সামাজিক বৈষম্য নিয়ে সোচ্চার ভূমিকা রাখতে নানা আন্দোলন, অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়ে থাকে। আমাদের দেশে সরকারের পাশাপাশি বিভিন্ন নারী সংগঠন, ,রাজনৈতিক দল,শ্রমিক সংগঠন,এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠান আয়োজনে দিবসটি পালন করে আসছে। এখন অবশ্য বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান বানিজ্য সম্প্রচারের লক্ষ্যে নানা আয়োজন করছে নারী দিবস ঘিরে।

নারীর প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে, আমাদের উচিত যার যার অবস্থান থেকে আওয়াজ তোলা। আসুন নারী-পুরুষের সাম্যের পৃথিবী গড়ে তুলি। বন্ধুরা, নারী দিবস উপলক্ষ্যে আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য আমার উপস্থাপন একটি শুভেচ্ছা কার্ড।

w-3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহর জন্য নারী দিবস উপলক্ষ্যে কোলাজ পদ্ধতিতে তৈরি শুভেচ্ছা কার্ডটি আজ আমি প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য একটি ডাই প্রজেক্ট হিসেবে উপস্থাপন করবো ।এই শুভেচ্ছা কার্ডতি তৈরি করতে আমি ব্যবহার করেছি রঙিন কাগজ, গাম সহ আরো কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম নারী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড। আর হ্যাঁ বেগুনি রং ন্যায় বিচার ও মর্যাদার প্রতীক, সবুজ দিয়ে বোঝায় আশা এবং সাদা মানে পবিত্রতা। তাই আন্তর্জাতিক নারী দিবস মানেই বেগুনি, সবুজ এবং সাদা রঙের জয়-জয়কার। তাই এই তিন রঙের সমন্বয়ে আমার কার্ডটি তৈরি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

w-15.jpg

w-7.jpg

১।কাঁচি
২।সাদা ও রঙিন কাগজ
৩।পেন্সিল
৪।গাম
৫। সাইন পেন
৬। কাচি
৭। এন্টিকাটার

কার্ড তৈরির প্রক্রিয়া

ধাপ-১

w-12.jpg

w-11.jpg

প্রথমে A4 সাইজের বেগুনী রং ও সাদা রং এর কাগজ দু'ভাঁজ করে নিয়েছি। এবং বেগুনী রং এর কাগজে একটি নারীর মুখ এঁকে নিয়েছি এবং এন্টিকাটের দিয়ে কেটে আঁকা অংশটি তুলে ফেলেছি।

ধাপ-২

w-13.jpg

বেগুনী রং কাগজটি গাম দিয়ে সাদা কাগজের উপর লাগিয়ে দিয়েছি।

ধাপ-৩

w-9.jpg

চোখ ,মুখ,টিপ ও চুল এঁকে নিয়েছি।

ধাপ-৪

w-8.jpg

কালো রং কাগজ কেটে চুল ও লাল রং এর কাগজ কেটে গলার মালা বানিয়ে গাম দিয়ে লেগিয়ে দিয়েছি।

ধাপ-৫

w-16.jpg

এরপর নারী দিবসের শুভেচ্ছা লাল সাইন পেন দিয়ে কার্ড এর উপর লিখে দিয়েছি। এবং কালো রং এর সাইন পেন দিয়ে এবারের প্রতিপাদ্য বিষয়টি লিখে দিয়েছি। এবং লাল রং এর কাগজ চিকন করে কেটে তা কার্ড এর দু'সাইডে গাম দিয়ে লাগিয়ে দিয়ে কার্ড বানানো শেষ করেছি।

উপস্থাপন

w-2.jpg

w-5.jpg

আশাকরি, নারী দিবস উপলক্ষ্যে আমার কোলাজ পদ্ধতিতে বানানো কার্ডটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই প্রজেক্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৮ই মার্চ, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

প্রথমে আপনাকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই । সকল নারীরা তাদের নিজ নিজ জায়গায় সম্মানে এবং মর্যাদায় অবস্থান করুক এই আশাবাদ ব্যক্ত করি। নারী দিবস উপলক্ষ্যে কার্ড তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। কার্ডটি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

চমৎকার একটা কার্ড তৈরির পাশাপাশি আপনি দারুণ কিছু অজানা তথ্য আমাদেরকে জানিয়েছেন এই অজানা তথ্যগুলো জেনে খুবই ভালো লাগলো। কোলাজ পদ্ধতিতে নারী দিবস উপলক্ষ্যে কার্ড তৈরি করে আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেকটা নিখুঁতভাবে এটা তৈরি করার চেষ্টা করেছেন বোঝা যাচ্ছে অনেকটা সময় লেগেছে এটা তৈরি করতে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44