চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ8 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি । আমিও ভাল আছি। আজ ২রা অগ্রহায়ণ, হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৭ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।।

pr25.jpg

ঢাকায় এখনও শীত পরেনি। কিন্তু গভীর নিম্নচাপের কারনে গত দু'দিন ঝির ঝির বৃষ্টি হচ্ছে।নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিধিলিতে রুপান্তরিত হয়েছে। যার ফলে একটু শীত অনুভূত হচ্ছে। মনে হচ্ছে এই বৃষ্টিতে ঢাকাতেও হালকা হলেও শীত পরা শুরু হবে।আমার শীতকাল বেশ পছন্দ। শীতকালে ঘুরতে যেমন ভাল লাগে খেতেও তেমন ভাল লাগে। বিশেষ করে হরেক রকম পিঠাপুলি ও সব্জি খেয়ে খুব মজা পাওয়া যায়।তাইতো নিয়মিত ব্লগিং এ হাজির হয়েছি একটি শীতের রেসিপি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মজাদার রেসিপি । পালং শাকে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম আছে যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর এই পালং শাক।এছাড়া চিংড়ি মাছে রয়েছে আমিষ যা আমাদের শরীরের জন্য বেশ প্রয়োজনীয়। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মজাদার রেসিপিটি। আসুন তা ধাপে ধাপে দেখে নেই। আশাকরি ভালো লাগবে আপনাদের। আর হ্যাঁ আমার খুব প্রিয় এই রেসিপিটি।

রান্নার উপকরণ

pr1.jpg

pr5.jpg

pr26.jpg

pu5.jpg

উপকরণপরিমাণ
পালং শাক১ আঁটি
আলু২টি
ছোট চিংড়ি মাছ১০০ গ্রাম
পিয়াজ১টি
হলুদ গুড়া১/২ চাঃ চামচ
ধনে গুড়১/২ চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
রসুন১টি
কাচা মরিচ৫-৬টি
লবনস্বাদ মতো
তেল৩ টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

pr3.jpg

pr4.jpg

pr5.jpg

প্রথমে পালং শাক পরিস্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিতে হবে। এবং চিংড়ি মাছগুলো পরিস্কার করে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

pr2.jpg

pr6.jpg

কাঁচা মরিচ,পিঁয়াজ ও রসুন বেটে নিয়েছি।

ধাপ-৩

pr7.jpg

pr9.jpg

pr19.jpg

চুলায় আর একটি হাড়ি বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। সেই চিংড়ি মাছ ভাজা তেলে বেটে নেয়া পিয়াজ ,রসুন ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

ধাপ-৪

pr11.jpg

pr12.jpg

pr13.jpg

pr14.jpg

পিয়াজ ভাজা ভাজা হয়ে এলে তাতে একে একে সকল মশলা দিয়ে দিয়েছি । মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৫

pr16.jpg

pr17.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন ধুয়ে রাখা আলু দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং সামান্য পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ-৬

pr18.jpg

pr20.jpg

pr21.jpg

এরপর আলু কিছুটা সিদ্ধ হয়ে এলে তাতে কেটে রাখা পালং শাক দিয়ে দিয়েছি। এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কোন পানি ব্যবহার করবো না। শাক থেকে যে পানি উঠবে তাতেই শাক সিদ্ধ হয়ে যাবে। কম আঁচে প্রায় ১০-১২ মিনিট জ্বাল দিয়ে নিয়েছি। সব কিছু সিদ্ধ হয়ে এলে এবং পানি কিছুতা শুকিয়ে এলে নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মজাদার রেসিপি।

পরিবেষণ

pr24.jpg

pr24.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মজাদার রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ১৭ নভেম্বর২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 8 months ago 

পালং চিংড়ি অসাধারণ সুন্দর রেসিপি।পালং শাক একটি শীতকালিন শাক।আর এই শীত কালে অসম্ভব সুন্দর স্বাদে ভর পূর হয়ে থাকে এই পালং।চিংড়ি মাছ তো সব কিছুর সাথে খেতে ভালো লাগে।আর যদি আপনার মতো এভাবে পালং শাক আলু ও চিংড়ি রান্না করা হয় তাহলে তো আরো বেশি মজাদার হয়ে ওঠে এই শীত কালিন শাক টি।খুব সুন্দর রেসিপি ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

শীতকালে পালং শাক খেতে বেশ মজা লাগে। আর এভাবে চিংড়ি দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। ধন্যবাদ আপু/

 8 months ago 

চিংড়ি মাছের রেসিপি খেতে খুবই মজা হয়। আপনি চিংড়ি মাছের এই রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পালংশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি খুবই সুন্দর ভাবে তৈরি করলেন। আর রেসিপি পরিবেশনও আমার অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে খেতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আপনি যেভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি তৈরি করে ফেলেছেন তা একদমই সুস্বাদু বলে মনে হচ্ছে। আর এই রেসিপিটি যদি আমার খাবারের সাথে থাকে তাহলে আমার আর অন্য কিছু প্রয়োজনই হবে না।

 8 months ago 

জি ভাইয়া এই রেসিপিটি খেতে বেশ মজা। ধন্যবাদ।

 8 months ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো শাক এর রেসিপি করলে খেতে অনেক ভালো লাগে। পালং শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এটি ঠিক পালং শাক খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তবে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপ উপস্থাপনা করার জন্য।

 8 months ago 

জি আপু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যে কোন শাক খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ আপু।

 8 months ago 

চিংড়ি মাছ আমার খুব প্রিয়। আজকে আপনি খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে শীতকালের সবজি পালং শাকের রেসিপি করেছেন। তবে শীতকালে পালং শাক খেতে অনেক মজা লাগে। তবে এটি ঠিক পালং শাক খেলে আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়। খুব সুন্দর করে রেসিপিটি প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 8 months ago 

শীতকাল মানেই মজাদার সব্জিরর সমাহার। অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

এই ঘূর্ণিঝড় টাই ঢাকাতে শীত এনেছে মোটামুটি। দুই দিন ধরে ভালই ঠান্ডা পড়ছে। শীতের সময় বিভিন্ন শাকসবজি খাওয়ার মজাটাই আলাদা। আপনি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছেন। এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু।

 8 months ago 

জি আপু খেতে বেশ মজা হয়েছিল।ধন্যবাদ আপু।

 8 months ago 

শীত মানেই পালং শাক। পালং শাক ভাজি যেমন মজার।ঠিক তেমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে।আপনি খুব মজা করেই রান্না করলেন। রেসিপি দেখে তাই মনে হচ্ছে।দারুন মজার রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আমার আবার পালং শাক ঝোল ঝোল ভালো লাগে। ধন্যবাদ আপু।

 8 months ago 

মোটামুটি ভালোই শীত শুরু হয়েছে বৃষ্টি পর থেকে।
পালংশাক আমাদের দেহের জন্য খুবই উপকারী। চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে খুবই ভালো লাগে। রেসিপি টি দেখে বেশ লোভনীয় লাগছে।

 8 months ago 

জি আপু ঢাকায় শীত শীত লাগছে। আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63