জেনারেল রাইটিংঃ অকাল বৃষ্টি।

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আজ ২২ আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৭ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। চলছে বিশ্বকাপ ক্রিকেট খেলা। বাংলাদেশের আজ ১ম খেলা ছিল। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে টিম বাংলাদেশ। আশাকরি এধারা অব্যহত রাখবে। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ টিমের জন্য শুভ কামনা জানিয়ে,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি জেনারেল রাইটিং নিয়ে।আজকের জেনারেল রাইটিং আশ্বিনের বৃষ্টি নিয়ে। গত কয়েক দিন ধরে সারাদেশেই বৃষ্টি। যদিও বিভিন্ন জায়গায় বৃষ্টি থেমে মেঘাচ্ছন্ন আকাশ ভেদ করে সূর্যের দেখা মিলেছে। সেই সাথে মিলেছে স্বস্তি।

g1.jpg

source

আশ্বিন মাস জুড়ে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।গত ২২ বছরে এত বৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আশ্বিন মাসে টুকটাক বৃষ্টি হয় কিন্তু এত বৃষ্টি!পরিবেশবিদরা বিশ্বব্যাপি বিরুপ আবহাওয়া ,প্রাণ-প্রকৃতি ধবংস ও অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন। এবারের বৃষ্টিতে ঢাকা শহরের অলিগলি সহ প্রধান প্রধান সড়কে পানি জমে যাওয়ায় মানুষকে বেশ ভুগতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা জ্যামের কারণে রাস্তায় কাটাটে হয়েছে। ঢাকায় একটু বৃষ্টি হলেই অবশ্য জ্যামের নগরে পরিনত হয়। এর থেকে কবে যে পরিত্রাণ হবে? আদৌ হবে কিনা কে জানে!খবর বেড়িয়েছে পদ্মা পাড়ের শহর রাজশাহীতে প্রধান প্রধান সড়কে জাল দিয়ে মানুষ মাছ ধরেছে।সারাদেশে বন্যা না হলেও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়েছে।

অকাল বৃষ্টি উপকার করলেও ক্ষতির পরিমান বেশী। বাজারে গেলেই টের পাওয়া যায়। আকাশছোয়া সবজির দাম। অনেক সবজি সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এটা সত্য অতি বৃষ্টির কারণে সবজি ক্ষেত নস্ট হয়ে যায়। বিশেষ করে রবি শষ্যের ব্যাপক ক্ষতি হয়েছে এই অকাল বৃষ্টিতে। যার শিকার আমাদের দেশের কৃষকরা। শষ্য বীমা বা সরকারের ক্ষতি পূরণের ব্যবস্থা না থাকার ফলে ভুগতে হচ্ছে কৃষকদের। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে কৃষকরা আমাদের খাবারের জোগান দিয়ে থাকেন, অথচ সেই কৃষকরাই যুগে যুগে অবহেলিত হয়ে আসছে।অবহেলিত থেকেই যাচ্ছে। সরকারের উচিত শষ্য বীমার ব্যবস্থা করে বা অন্য কোন পন্থায় দূর্যোগে কৃষকের পাশে দাঁড়ানো।

কারো পৌষ মাস কারো সর্বনাশ। বৃষ্টি কারো জন্য উৎসব কারো বেদনার। বৃষ্টি হলেই ছিন্নমূল মানুষ গুলোর নিদারুন কষ্টশ,যুগের পর যুগ ধবে চলে আসছে। কোন পরিবর্তন নেই। তাদের মাথা গোজার ঠাই নেই। এভাবেই চলছে জীবন। হয়ত চলবে অনন্তকাল। সেই সাথে শুনে যেতে হবে উন্নয়নের ফিরিস্তি।কারো হয়ত মাথা গোজার ঠাই আছে কিন্তু দিন আনে দিন খায় তাদের জন্যও অতিবৃষ্টি অভিশাপ।আর এক শ্রেণীর মানুষ যারা সংখ্যায় কম, তাদের জন্য বৃষ্টি মানেই উৎসব । এভাবেই চলছে,এভাবেই চলবে!

প্রাণ-প্রকৃতি-পরিবেশে ধবংসের কারণে আবহাওয়ার এই বিরুপ রুপ। এখন আর ষড়ঋতুর দেশ বলা চলে না। ঋতু বৈচিত্র্য আর তেমন নেই বললেই চলে। শীতের সময় শীত নেই, বর্ষার সময় নেই বৃষ্টি। আবার অতি গরম। এজন্য আমরা মানুষরাই দায়ী।প্রাণ-প্রকৃতি রক্ষা-পরিবেশ রক্ষার আন্দোলন যদি জোড়দার না হয়, রাষ্ট্র গুলো যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে এই পৃথিবী একদিন ধবংস হয়ে যাবে। নাগরিক হিসেবে আমাদেরও আওয়াজ তুলতে হবে যার যার অবস্থান থেকে,কখনো সম্মিলিত ভাবে।এবং আমার /আমাদের দ্বারা প্রাণ-প্রকৃতি ও পরিবেশের কোন ক্ষতি না হয় সে দিকে সচেতন থাকতে হবে। আসুন আমাদের পৃথিবীকে আমরাই বাঁচাই।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ০৭ অক্টোবর,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

আপনি আজকে আমাদের মাঝে বর্তমান সময়কে কেন্দ্র করে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আবহাওয়া অধিদপ্তর ২২ বছর ধরে এত বৃষ্টি হয়নি এটা জানিয়েছে আপনার পোস্ট থেকে জানতে পারলাম। আসলে এই বৃষ্টির কারণে অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনই এর জন্য দায়ী। অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

ঠিকই বলেছেন আপু আসলেই অকাল বৃষ্টি। শরৎকালে বৃষ্টি মোটেই কাম্য ছিল না। একদম ঘর বন্দী জীবন কাটছে। আর এই বৃষ্টির কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।এই অকাল বৃষ্টি আমাদের কাছে সস্তির বা উপভোগ্য হলেও বন্যা এলাকার মানুষের কাছে খুবই কষ্টের। খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন আপু বেশ ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিজ তাই আপু। এই বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

অনেক দামি একটি কথা বলেছেন অকালবৃষ্টির উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি যেমন বর্তমানে সবজি বাজারে গেলে সেটা বোঝা যায়। আশা করি খুব দ্রুতই বৃষ্টির আবহাওয়াটা কেটে যাবে আর শীতের আগমন ঘটবে কেননা শীতের মৌসুম আমার বেশ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমারও শীতকাল বেশি পছন্দ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39