আর্টঃ রাতের আকাশের দৃশ্য।

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন।আজ ২রা ভাদ্র,শরৎকাল। ১৪৩১ বঙ্গাব্দ।১৭ই আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।

a13.jfif

a11.jfif

বন্ধুরা, প্রচন্ড গরম ঢাকায়। শরৎকাল শুরু হয়েছে। স্নিগ্ধতা-শুভ্রতার শরৎ। পরিস্কার আকাশে তুলোর মত মেঘের ভেসে চলা। চারিদিকে সবুজের সমারোহ। মাঝে মাঝে কাশফুলের শুভ্রতার নরম ছোঁয়া, মনপ্রাণ ভালো করার প্রাকৃতিক শোভা। বন্ধুরা, গতকাল পারিবারিক কাজে ব্যস্ত থাকায় প্রিয় আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকতে পারিনি। তাই পোস্ট দিতে পারিনি। আজ যথাবীতি আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। নিত্য নতুন আর্ট করতে আমি বেশ পছন্দ করি। তাইতো আজ রং তুলির আঁচড়ে রাতের আকাশের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। রাতের দৃশ্য আর্টটি করতে আমি ব্যবহার করেছি তুলি ও পোস্টার রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রাতের দৃশ্য আর্ট করার বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

a14.jfif

১।সাদা কাগজ
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩।তুলি
৪।পেন্সিল

আর্ট করার ধাপ সমুহ

ধাপ-১

a15.jfif

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-২

a2.jfif

দাগের ভিতরের কালো ও সাদা রং মিশিয়ে ছাই কালার করে নিয়েছি।

ধাপ-৩

a3.jfif

সাদা রং দিয়ে অর্ধেক চাঁদ এঁকে নিয়েছি।

ধাপ-৪

a4.jfif

পেন্সিল দিয়ে গাছ ও ঘর এঁকে নিয়েছি।

ধাপ-৫

a5.jfif

a6.jfif

গাছের ডাল ও ঘর ব্রাউন রং করে নিয়েছি। এবং হলুদ ও সাদা রং দিয়ে গাছের পাতা এঁকে নিয়েছি।এবং সাদা রং দিয়ে বিন্দু বিন্দু করে কিছু তাঁরা এঁকে দিয়েছি আকাশে।

ধাপ-৬

a7.jfif

এবং লাল রং দিয়ে হ্লুদ রং এর উপর কিছু কাজ করে নিয়েছি।

ধাপ-৭

a9.jfif

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

a10.jfif

a12.jfif

a11.jfif

আশাকরি আজ আমার আঁকা রাতের দৃশ্যের আর্টটি আপনাদের ভালো লেগেছে।আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ,নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনিআর্ট
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৭ই আগস্ট, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

রাতের আকাশের দৃশ্য সরাসরি দেখলে এমনিতেই মন একেবারে ভালো হয়ে যায়। আর আপনি এত সুন্দর করে এই দৃশ্যের আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। গাছ এবং ঘরগুলো আর রাতের আকাশটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর করে একটা চাঁদ ও অঙ্কন করেছেন আপনি। আকাশে থাকা তারা গুলো দেখে তো মুগ্ধ হলাম। আপনি অনেক সময় নিয়ে এবং দক্ষতার সাথে রাতের আকাশের দৃশ্যের এই আর্ট করেছেন দেখে বুঝতে পারছি। আপনার মধ্যে সত্যি অনেক দক্ষতা আছে।

 2 months ago 

যেকোন পেইন্টিং করতেই সময় লাগে।তাই এই পেইন্টিংটি করতে সময় লেগেছে। তবে মনের মতো হয়েছে দেখে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

রাতের আকাশের দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে অঙ্কন করেছেন, অসাধারণ হয়েছে এই পেইন্টিংটি।

 2 months ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে আঁকতে।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 months ago 

বেশ দারুন রাতের আকাশের দৃশ্য আর্কট রেছেন। অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই দক্ষতা দেখে। আমার বেশ ভালো লাগে আর্ট করতে। তবে সময় করতে পারি না সেভাবে। অনেক অনেক ভালো লেগেছে আপু আপনার আর্ট।

 2 months ago 

ঠিক বলেছেন আর্ট করতে বেশ সময় লাগে। তবে আকঁতে আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

দারুণ একটি রাতের দৃশ্য এঁকেছেন আপু। আজ তো বৃষ্টি হচ্ছে, তবুও গরম কমছে না। আপনার পোষ্ট পড়ে হুট করে মনে হলো, আসলেই তো, শরৎকাল শুরু হয়ে গেছে! ইংরেজি তারিখে এত বেশি অভ্যস্ত যে বাংলার দিকে হুশ ই থাকে না, আর এখন তো প্রকৃতি দেখেও বোঝা মুশকিল যে কোন কাল চলছে! যাই হোক, আপনার দৃশ্য টি আমার কাছে ভীষণ ভালো লাগলো আপু। আর তারা গুলো দেয়ায় রাতের আকাশ বেশ সুন্দর লাগছে!

 2 months ago 

তারের আকাশে তারা না দিলে কি চলে তাইতো তারা এঁকে দিলাম। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আপু আপনি বেশ চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। রাতের আকাশের এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই পেইন্টিং সত্যিই খুব সুন্দর হয়েছে। গাছের দেখতে একদম অরিজিনাল মনে হচ্ছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

্ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago 

রাতের আকাশের দৃশ্য খুবই সুন্দর লাগতেছে দেখতে। গাছের রং এবং বাড়ির রং দেখতে ভিন্ন রকম লাগতেছে। এধরনের নিখুঁত কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago (edited)

খুবই দারুণ লেগেছে আপনার পেইন্টিং টি। ধাপে ধাপে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে আমার কাছে পেইন্টিং দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি নিজেও প্রায় সময় চেষ্টা করি এটি করার জন্য। প্রতিনিয়ত করলে ধীরে ধীরে আরো ভালো পেইন্টিং করতে পারবেন।

 2 months ago 

ঠিক বলেছেন চর্চা করলে আরও সুন্দর পেইন্টিং করতে পারবো।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অপরূপ সুন্দরভাবে রাতের আকাশের দৃশ্য আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। জোসনা রাতে আকাশের দৃশ্য বেশ দারুন ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে রাতের দৃশ্যের আকাশ ফুটিয়ে তুলতে।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69280.52
ETH 2490.79
USDT 1.00
SBD 2.53