২৫শে বৈশাখ।কবিগুরুর জন্মজয়ন্তী।

in আমার বাংলা ব্লগlast month

রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?,আশাকরি। সবাই ভালো আছেন। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ২৫শে বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ৮ই মে,২০২৪ খ্রীস্টাব্দ।আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আমি একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশাকরি সাথেই থাকবেন।

b1.jpg

source

আজ ২৫শে বৈশাখ। একান্তই বাঙ্গালীর দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দিয়ে আমাদের মহামান্বিত করেছেন। গীতাঞ্জলী কাব্য লিখে তিনি নোবেল পুরুস্কার পেয়েছেন ১৯১৩ সালে।যার ফলে বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও বাঙ্গালী জাতিকে নতুন করে চিনেছে বিশ্ববাসী। যার কারণেই বিশ্ববাসী নতুন করে চিনেছে আমাদের।রবীন্দ্রনাথের কাছে আমাদের ঋণ অনেক।বাঙ্গালীর যা কিছু সুন্দর সবেই রবীন্দ্রনাথের দান। রবীন্দ্রনাথকে ঘিরেই আমাদের যাপিত জীবন। তাঁর লেখা জীবনকে গভীর ভাবে উপলব্ধি করতে, জীবকে চিনতে গভীর ভাবে সহায়তা করে। আমাদের অনুপ্রাণিত করে, এগিয়ে যাওয়ার সাহস-শক্তি যোগায়। গত কয়েক বছর আগে বিবিসি বাংলার জরিপে সর্বশ্রষ্ঠ বাঙ্গালীর অন্যতম রবীন্দ্রনাথ থাকুর। বাঙ্গালী, বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বরীন্দ্রনাথ ঠাকুর একই সূত্রে গাঁথা।

তাঁর হাত ধরেই বাংলা ভাষা মাধুর্যতা পেয়েছে। আজকের যে বাংলা গদ্যরীতি আমরা ব্যবহার করছি তা তাঁরেই অবদান।যদিও অনেক লেখকের নিজস্ব গদ্যরীতি ছিল এবং আছে। কিন্তু অধিকাংশ মানুষ ও লেখক রবীন্দ্র স্টাইল ব্যবহার করে চলছেন। বাংলা শব্দ ভান্ডারে তিনি অনেক নতুন শব্দ নির্মান করে সমৃদ্ধ করেছেন। বাঙ্গালা সাহিত্য একটি কথা প্রচলিত আছে হাতে গোনা কয়েজন ছাড়া অধিকাংশ লেখকেই রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত। যা এখনো বিদ্যমান। ভিন্ন মত পোষণ কারী তখনও ছিল এখনো আছে। যারা বাংলা সাহিত্যের অলি গলিতে ঘোরাঘুরি করেন, সাহিত্যের খোঁজ খবর রাখেন তারা ভালই জানেন। অনেকেই বলেন, বরীন্দ্রনাথের বিরোধীতা করে তারা আলোচলনায় থাকতে চান। দিন শেষে এতা স্বীকার করতে বাধা নেই আমাদের ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে রবীন্দ্রনাথের প্রভাব অনেক গভীরে। তাইতো এতদিন পরেও তাঁকে নিয়ে এত চর্চা, আলোচনা-সমালোচনা।

বাংলা সাহিত্যের যে অর্জন-গৌরব, সেটা রবীন্দ্রনাথের হাত ধরেই। তাঁকে ছাপিয়ে যেতে পারেনি, আজ পর্যন্ত কেউ। কবিতা, গল্প,উপন্যাস,নাটক, প্রবন্ধ,ভ্রমণ কাহিনী ,গান কোথায় নেই তিনি! সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তাঁর সদর্প উপস্থিতি নেই।একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার,প্রবন্ধকার। এছাড়া চিত্র শিল্পীও তিনি। শুধু লেখক সত্ত্বাই নয় তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। উচ্চ শিক্ষা নিয়ে তখনকার প্রচলিত শিক্ষা ভাবনার বাইরে ভিন্ন চিন্তা নিয়ে তিনি নির্মাণ করেন বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়। দেশ বিদেশের শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে এখনো স্বমহিমায় উজ্জ্বল। তিনি কৃষি নিয়েও ভাবতেন গভীর ভাবে। তাঁর কৃষি ভাবনা এখনো কৃষিবিদদের গবেষণার বিষয়। তিনি একজন মানবতাবাদি মানুষ ও দার্শনিকও ছিলেন। এছাড়া প্রচন্ড দেশাত্ববোধ ও রাজতৈতিক সচেতন ছিলেন।জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে তিনি বৃটিশদের দেওয়া নাইট উপাধী প্রত্যাখ্যান করেন।

আজ প্রিয় কবির ১৬৩ তম জন্মদিন। কবির জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। কবির প্রতি মানুষের যে ভালোবাসা তা বাংলাদেশের শীর্ষ প্রত্রিকার শিরোনাম দেখলেই অনুভব করা যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে প্রথম আলোর শিরোনাম দিয়ে আজকের লেখা শেষ করছি।আজ পঁচিশে বৈশাখ, দেশজুড়ে রবীন্দ্রজয়ন্তীর উৎসব।

পোস্ট বিবরণ

পোস্টজেনারেল রাইটিং
পোস্ট তৈরিselina 75
তারিখ৮ই মে,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আসলে সত্যি বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আজকে আমি অনেক আনন্দিত। বাংলা সাহিত্যে ওনার অনেক বেশি ভূমিকা রয়েছে, আজকে আপনি পোষ্টের মাধ্যমে কবি গুরু কে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন । এছাড়াও বাংলা কাব্যগ্রন্থে উনার ভূমিকাগুলো সুন্দরভাবে শেয়ার করেছেন যেগুলো সত্যি আমার অনেক ভালো লেগেছে।

 last month 

বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা বলে শেষ করা যাবে না। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last month 

আপু প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আজকে মনে করিয়ে দিলেন। অত্যন্ত প্রিয় কবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মদিন আজ ।আমি কবির জন্মদিনের বিনয় শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের অস্বীকার করার কোন উপায় নেই বাংলা সাহিত্যের অর্জন গৌরব সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই। এমন প্রিয় কবির জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ঠিক বলেছেন বাংলা সাহিত্যে তাঁর আবদান অস্বীকার করার উপায় নেই। ধন্যবাদ আপু।

 last month 

হ্যাঁ পঁচিশে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তবে এই দিনটা আমার স্মরণে ছিল না। আপনি খুব সুন্দর ভাবে তার জন্মদিন উপলক্ষে পোস্ট শেয়ার করেছেন। আর স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সকলের।

 last month 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66269.64
ETH 3568.77
USDT 1.00
SBD 3.06