লাইফস্টাইলঃবান্ধবীর সাথে রিক্সায় ঘোরাঘুরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন সবাই। আজ ১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।

p7.jfif

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং য়ে আজ হাজির হয়েছি একটি লাইফস্টাইল পোস্ট নিয়ে। প্রায় এক সপ্তাহ প্রানের শহর চট্টগ্রামে ঘুরা আসলাম।পরিবারের সবার সাথে বেশ ভালো সময় কাটিয়ে এক রাশ আনন্দ নিয়ে ফিরে এলাম।ব্যস্ত নগরী ঢাকায়। চট্রগ্রামে গেলে বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হয়। এক বান্ধবীকে ফোন দিলাম, ফোনে না পেয়ে মেসেঞ্জারে নক দিয়ে জানতে চাইলাম কোথায়? উত্তর দিল শিলিগুড়ি। বুঝলাম এবার আর তার সাথে দেখা হবে না। ২ সপ্তাহের জন্য বেড়াতে গেছে পরিবার নিয়ে। এরপর আরেক বান্ধবীকে ফোন দিতেই জানতে চাইলো, কখন যাবো তার বাসায়। বললাম এবার আর বাসায় বসে আড্ডা দিব না। রিক্সা নিয়ে ঘুরে বেড়াবো চট্টগ্রাম শহর। সঙ্গে সঙ্গে রাজী হয়ে গেলো।

h3.jfif

h2.jfif

২৭শে জুন বিকাল বেলায় রিক্সা নিয়ে চলে গেলাম বান্ধবীর লালখান বাজার বাসায়। বান্ধবী তৈরি ছিল,তাই সময় নস্ট না করে বেড়িয়ে পড়লাম। ঘন্টা হিসাবে রিক্সা ঠিক করে শহরের বিভিন্ন জায়গা ঘুরে চলে গেলাম চট্টগ্রামের ফুসফুস বলে খ্যাত সি আর বি।সেখানে কিছুক্ষন বসে গল্প করলাম, কি শান্ত, শীতল সবুজ পরিবেশে !হেটে বেড়ালাম চারপাশ।কি যে ভালো লাগছিলো ঘুরে বেড়াতে। কিন্তু বেশিক্ষন থাকা হলো না। বাধ সাধলো বৃষ্টি।কিছুক্ষন একটি দোকানে অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য।

h9.jfif

বৃষ্টি থামলে আবার রিক্সা নিয়ে চলে গেলাম ডিসি হিল।জেলা প্রশাসকের বাস ভবন ।পাহাড়ের একটা অংশ পর্যন্ত মানুষের যাতায়ত এর অনুমুতি আছে ।কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়ার অনুমূতি নেই। সেখানেই জেলা প্রশাসকের বাসভবন।পাহাড়ের পাদদেশে একটি মুক্ত মঞ্চ আছে। সেখানে বিভিন্ন দিবস গুলোতে বিভিন্ন অনুষ্ঠান হয়।এবং পহেলা বৈশাখের অনুষ্ঠান হয় এই মঞ্চ। যখন চট্টগ্রামে থাকতাম তখন প্রতি্টি পহেলা বৈশাখে যাওয়া হতো বন্ধুদের সাথে।অনুষ্ঠান ও মঙ্গল শোভ যাত্রা ও মেলায় ঘুরে বাসায় ফিরতাম।কি যে আনন্দ হতো । সেই দিনের কথা মনে পরলে এখনও বেশ ভালো লাগে। যদিও সব বন্ধুদের সাথে আর তেমনভাবে দেখা হয় না। তবে কয়েকজন বন্ধু যারা চট্টগ্রামে থাকে, তাদের সাথে দেখা হয় চট্টগ্রাম গেলে। বেশ ভালো লাগে, আনন্দময় সময় কাটে যখন তাদের সাথে দেখা হয়।

h8.jfif

ডিসি হিল বর্তমানে নজরুল স্কোয়ার নামে পরিচিত। বেশ কিছুক্ষন ডিসি হিলে বসে গল্প করলাম ছবি তুললাম। আমার আর এক বান্ধবী হংকং থাকে। তাকে ভিডিও কলে কলে কানেক্ট করে কথা বললাম। এবং আরেকটা প্ল্যান করলাম। হংকং এর বন্ধবী যখন বাংলাদেশ আসবে তখন আমরা তিনজন মিলে আবার এভাবে ঘুরে বেড়াবো প্রানের চট্টগ্রাম শহর।কিছুক্ষন বান্ধবীর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আর হ্যা আমার বান্ধবী কিন্তু আমার জন্য নাস্তা নিয়ে এসেছিল বাসা থেকে। সেগুলো খেলাম দু'জনে মিলে।

h1.jfif

(চিকেন ক্যাসুনাট সালাদ,অনথন , লিচু ও লটকন)

h7.jfif

(খাস্তগির স্কুলের সামনের ঝর্ণা)

h11.jfif

এরপর আমাদের যাত্রা জামালখান। ডিসি হিলে এসে রিক্সা ছেড়ে দিয়েছি। হেঁটেই চলে গেলাম। জামালখান এলাকা বেশ সুন্দর করে সাজান হয়েছে। পথ চারিদের বসার ব্যবস্থা করা হয়েছে ফুটপাথের একপাশে। কিছুক্ষন বসলাম ফুটপাতের বেঞ্চে। বাদাম খেলাম দু'জন। সন্ধ্যা। হয়ে এলো আর যাওয়া হলো না অন্য কোথায়। আবার রিক্সা ঠিক করে বান্ধবীকে ওয়াসার সামনে নামিয়ে দিয়ে রওনা দিলাম বাসার দিকে, এক রাশ ভালো লাগা সঙ্গে নিয়ে। বেশ ভালো কিছুটা সময় কাটালাম আমরা দু'জনে অনেকদিন পরে। এরপর দিনই চলে এলাম ব্যস্ত নাগরী ঢাকায়। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণীলাইফস্টাইল
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২রা জুলাই, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আশা করি বেশ সুন্দর সময় কেটেছে আপনাদের আপু। দেখে মনে হচ্ছে ভালোই ঘোরাঘুরি করেছিলেন আপনারা। অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাদের ঘোরাঘুরি শেয়ার করার জন্য।

 4 months ago 

জি ভাইয়া অনেকদিন পর বেশ ভালো কিছু সময় কাটালাম। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

সময়ের ব্যবধানে আজ সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। চাইলেও সব ফ্রেন্ডদের সাথে একই সময় দেখা করার সুযোগ হয়ে উঠে না।আপনি আপনার একজন ফ্রেন্ডকে কল দিয়ে বললেন বাসায় নয়,বাইরে ঘুরবেন।সেই সুযোগে আমরা ও চট্টগ্রাম শহরের বেশকিছু জায়গা আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম।আপু আপনার মতো আমার এক বান্ধবী ও অস্ট্রেলিয়া থাকে।সেই ফ্রেন্ড দেশে এলে আমরা ও সবাই মিলিত হবো ইনশা আল্লাহ ।ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। লাইফ স্টাইল পোস্টটি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

ঠিক বলেছেন চাইলেও সবার সাথে দেখা করার সুযোগ হয় না। একেক জন একেক জায়গায় ।বর্ষায় চট্টগ্রাম শহর বেশ সুন্দর লাগে। চারদিকে সবুজ।রিক্সা নিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। সুন্দর সময় কাটিয়েছি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

রিকশায় ঘোরার মজাই আলাদা। আপনি দেখতেছিস চট্টগ্রামে বান্ধবীর সাথে ভালই ঘুরাঘুরি করেছেন। আসলে বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে ভালই সময় উপভোগ করেছেন।ডিসি হিল জায়গাটি শুনেছি এমনিতে সুন্দর। তবে আমি নিজেও মাঝেমধ্যেই রিক্সায় ঘুরতে চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

জি আপু বেশ সুন্দর কিছু সময় কাটিয়েছি বান্ধবীর সাথে। আর এভাবে রিক্সায় ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আপু আপনার বান্ধবীটী অনেক ভালো আপনার জন্য বাসা থেকে নাস্তা নিয়ে আসলো। আপনি দেখতেছি রিক্সায় করে বান্ধবীর সাথে ভালোই সময় কাটিয়েছেন। আসলে কিছু কিছু বান্ধবী আছে রক্তের সম্পর্ক চেয়ে গভীর। রিক্সা ছেড়ে আবার হাটাহাটি ও করেছেন। আবার বান্ধবীর সাথে বাদামও খেলেন। আপনার পোস্ট পড়ে বোঝাই গেল খুব অসাধারণ সময় কাটিয়েছেন। তবে আপনাদের এই ঘুরাঘুরি অনেকদিন মনে থাকবে আপনার।

 4 months ago 

জি ভাইয়া বেশ ভালো আমার বান্ধবী। আর সুন্দর কিছু সময় কাটালাম বান্ধবীর সাথে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88275.41
ETH 3281.06
USDT 1.00
SBD 3.00