ডাই পোস্টঃ ক্রেপ পেপার দিয়ে আধ ফোটা গোলাপ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ23 days ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ১৬ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

d30.jfif

d31.jfif

আজ সারা দেশে শুরু হয়েছে এইচ এস সি ও সমমানের পরীক্ষা। সকাল থেকেই সারা দেশে প্রচুর বৃষ্টি হয়েছে।বৃষ্টিতে ভিজেই পরীক্ষার্থীরা পরীক্ষা হলে উপস্থিত হয়েছে। বৃষ্টির জন্য অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষা হলে উপস্থিত হয়েছে।সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা। বন্ধুরা, আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেস্টা করি।এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো ক্রেপ কাগজ দিয়ে তৈরি করা আধফোটা গোলাপ ফুল।গোলাপ ফুল তৈরি করতে কিছুটা সময় লেগেছে। কিন্তু করার পর দেখতে ভালই লাগছে। তাহলে দেখে নেয়া যাক, আধ ফোটা গোলাপ ফুল তৈরিতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। সেই সাথে দেখে নেয়া যাক আধা ফোটা গোলাপ ফুল তৈরির পদ্ধতিটি।আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

d1.jfif

১। দু'রং এর ক্রেপ কাগজ
২।কাঁচি
৩।গাম
৪।তার

তৈরির পদ্ধতি

ধাপ-১

d2.jfif

প্রথমে ১৮ সেঃ মিঃX৫ সেঃমিঃ সাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ কেটে নিয়েছি আধ ফোটা গোলাপ ফুল তৈরি করার জন্য।

ধাপ-২

d3.jfif

d4.jfif

কাগজটিকে ২ সেঃমিঃ করে ভাঁজ করে নিয়েছি। এরপর এক পাশে ফুলের পাপড়ির মতো করে কেটে নিয়েছি।

ধাপ-৩

d6.jfif

d7.jfif

ভাঁজ করা কাগজটি খুলে নিয়েছি। এবং তারটির একপাশ বাঁকা করে নিয়েছি।

ধাপ-৪

d9.jfif

d11.jfif

কাগজে গাম লাগিয়ে তারের সাথে প্যাচিয়ে নিয়েছি সম্পূর্ণ কাগজটি।

ধাপ-৫

d12.jfif

d13.jfif

এবার এক টুকরো সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি ফুলের বৃন্ত বানানোর জন্য। কাগজটির দু'পাশে জিকজাক করে কেটে নিয়েছি।

ধাপ-৬

d15.jfif

d16.jfif

এরপর কেটে নেয়া কাগজের এক পাশ হাত দিয়ে প্যাচিয়ে চিকন করে নিয়েছি। এবং তা বানানো ফুলের চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

d19.jfif

d27.jfif

d20.jfif

ফুলের পাতা বানানোর জন্য এক টুকরো সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি। এবং পাতার শেপে কেটে নিয়েছি ।একইভাবে তিনটি পাতা কেটে নিয়েছি।

ধাপ-৮

d21.jfif

d22.jfif

এবার চিকন করে সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি। এবং তা তিনটি তারে গাম লাগিয়ে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৯

d23.jfif

d24.jfif

তার তিনটি কেটে নেয়া তিনটি পাতার সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।এরপর তিনটি পাতা এক সাথে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-১০

d26.jfif

সবশেষে পাতাগুলো ফুলের সাথে প্যাচিয়ে নিয়ে আধ ফোটা গোলাপ ফুল বানানো শেষ করেছি।

উপস্থাপন

d28.jfif

d32.jfif

d33.jfif

আশাকরি, আজকে ক্রেপ পেপার দিয়ে বানানো আধ ফোটা গোলাপ ফুলটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৩০শে জুন, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 23 days ago 

ক্রেপ পেপার দিয়ে আধ ফোটা গোলাপ ফুল তৈরি করেছে আপু।আপনার গোলাপ ফুলটি দেখে মনে হচ্ছে সদ্য বাগান থেকে তুলে আনা একটি গোলাপী গোলাপ। আধফোঁটা গোলাপ বাগানেও দেখতে অনেক ভালো লাগে। গোলাপ তৈরি পদ্ধতি আমাকে সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপু।

 20 days ago 

আমারও বেশ পছন্দ আধফোটা গোলাপ ফুল।।যাইহোক আমার বানানো ফুল আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য
ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

ক্রেপ পেপার দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুলটি দেখতে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 20 days ago 

আমার বানানো ফুল আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 23 days ago 

সকাল থেকেই অনেক বৃষ্টি হয়েছে। তাই পরীক্ষার্থীরা অনেক কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে গিয়েছে। সারাদেশেই একই অবস্থা আপু। আপু আপনার তৈরি করা গোলাপ ফুল অসাধারণ হয়েছে। ক্রেপ পেপার দিয়ে আধ ফোটা গোলাপ ফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি হাতের কাজ শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু।

 20 days ago 

জি ভাইয়া বেশ কস্ট হয়েছে পরীক্ষার্থীদের।যাইহোক আমার বানানো ফুল আপনার ভালো লেগেছে জেনে ভালো । মন্তব্যের জন্য ধন্যবাদ।

 23 days ago 

আজকে আমার চাচতো বোনের পরীক্ষা ছিল। বৃষ্টির কথা কি আর বলবো আপু ভিজে একদম শেষ। পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তেই বৃষ্টি অনেক বেড়ে গিয়েছিল। আপু আপনার তৈরি করা ফুল দেখে মুগ্ধ হয়েছি। পাতাগুলো দেখতেও চমৎকার হয়েছে আপু। এই ধরনের কাগজগুলো আমাদের এদিকে একদমই পাওয়া যায় না।

 20 days ago 

আমার ভাইস্তার পরীক্ষা ছিল।তারও একই অবস্থা হয়েছিল।আমার বানানো ফুলটির প্রসংশা করার জন্য ধন্যবাদ।

 23 days ago 

ক্রেপ পেপার দিয়ে আধ ফোঁটা গোলাপ তৈরি করেছেন। অসম্ভব সুন্দর লাগছে আপু গোলাপটি।এবং এটি আপনি খুবই সহজভাবে তৈরি করিয়ে দেখিয়েছেন। ধন্যবাদ আপু ক্রেপ পেপার দিয়ে আধ ফোঁটা গোলাপ ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 20 days ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 23 days ago 

ক্রেপ পেপার দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি আধা গোলাপ ফুল তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার বানানো ফুলটা।ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 20 days ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 22 days ago 

ক্রেপ পেপার ব্যবহার করে সুন্দর দেখতে একটা গোলাপ ফুল তৈরি করেছেন। যেটা দেখে প্রথমে সত্যিকারের গোলাপ মনে করেছিলাম। গোলাপ ফুলটা এখনো দেখছি সম্পূর্ণভাবে ফুটেনি। তবে এমনিতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে গোলাপ ফুল টাকে দেখতে। এরকম ভাবে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে ফুলদানির মধ্যে রেখে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি এটার সাথে আরো কয়েকটা ফুল তৈরি করে যদি ফুলদানিতে রাখেন তাহলে ভালো লাগবে। আপনার কাজটা অনেক সুন্দর লেগেছে আপু।

 20 days ago 

ঠিক বলেছেন আপু এ ধরনের অনেকগুলো ফুল বানিয়ে ফুলদানিতে রাখলে বেশ সুন্দর লাগবে। মতামতের জন্য ধন্যবাদ আপু।

 22 days ago 

আপু দারুণ একটি পোস্ট করেছেন। ক্রেপ পেপারের ফুলগুলি অনেক সুন্দর হয়। আর পেপারে কাজও সহজেই করা যায়। ঘর সাজানোর জন্য এই ধরণের ফুলগুলি খুব কাজে আসে৷

আপু, কিছু মনে করবেন না নিচে যে বড় বড় ইটালিক অক্ষরে লেখা আছে, সাথে থাকার জন্য, ওইটা থাকের হয়ে গেছে। থাকার হত। একটু এডিট করে নেবেন৷ আপনার জন্য শুভকামনা জানালাম।

 20 days ago 

জি আপু ঠিক করে দিয়েছি।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66494.63
ETH 3508.10
USDT 1.00
SBD 2.66