লাইফস্টাইলঃ মিটবক্সে খাওয়া দাওয়া।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ৩রা আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৭ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। বাংলাদেশে আজ দুপুর ১২.৪৯ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের টাঙ্গাইলে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি লাইফস্টাইল পোস্ট নিয়ে। আর তা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। ঢাকার মিরপুর-২ এ ক্রিকেট স্টেডিয়ামের পাশে লাভ রোড। ভোজন রসিকদের পছন্দের জায়গা। অসংখ্য খাবারের দোকান। বাহারী খাবারের সমাহার। ভোজন রসিকদের আনাগোনায় মুখরিত মিরপুর-২ এর লাভ রোড।

m-3.jpg

m-1.jpg

গতকাল ১৬ সেপ্টেম্বর। বন্ধের দিন থাকায় বরকে নিয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য বিকেল বেলায় মিরপুর-১ এর আড়ং এ গিয়েছিলাম। প্রয়োজনীয় কেনাকাটা শেষে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কেনাকাটা বা অন্যান্য বাসার বাইরে গেলে কমবেশী সবাই রেষ্টুরেন্টে খাওয়া দাওয়া করে ।আবার বন্ধের দিন বা বিভিন্ন অকেশনে অনেকেই আমরা খাওয়া দাওয়া করে থাকি। কেনাকাটা শেষে আমরাও খাওয়ার উদ্দেশ্যে রিক্সাচেপে মিরপুর-২ এর লাভরোডে চলে আসলাম। মিরপুর-১ এর আড়ং থেকে কাছেই,হেটেও আসা যায়। আগেই বলেছি অসংখ্য বাহারী খাবারের দোকান লাভরোড ঘিরে।যেহেতু সন্ধ্যা তাই মানুষের আনাগোনা প্রচুর।

m-5.jpg

m-4.jpg

আমাদের উদ্দেশ্য ছিল মিটবক্স খাওয়া। আর মিটবক্স নামে ফাস্টফুড রেষ্টুরেন্টে গেলাম আমরা। ছোট স্পেসে রেষ্টুরেন্টিটে ভীড় একটু বেশী। একটু অপেক্ষার পর আমরা বসার জায়গা পেলাম। ছোট হলেও অনেক সুন্দর করে সাজানো গোছানো মিটবক্স।মিটবক্সে ৫৪৯ টাকার প্যাকেজ অর্ডার করলা আমরা। দুজনের জন্য যথেষ্ট। প্যাকেজের মধ্যে আছে মিটবক্স,বার্গার,হটডগ,নাচোস ও কোল্ড ড্রিংক্স । আইটেম গুলো একসাথে পরিবেশন না করে ৫/১০ মিনিট পরপর দেওয়াতে খেতে সুবিধা হয়েছে। খাবারের মান ভালো। আমাদের ভালো লেগেছে। শুধু মিটবক্সে মিটের পরিমান আর একটু বেশী হলো ভাল হত। ভোজন রসিক বন্ধুরা,মিরপুর-২ এর লাভ রোড একদিন ঢু মারতে পারেন। পেয়ে যাবেন আপনার পছন্দের খাবার।

m-7.jpg

m-6.jpg

m-2.jpg

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার লাইফস্টাইল ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল অন্যকোন বিষয়ে ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-সুস্থ্য থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীলাইফস্টাইল পোস্ট
ক্যামেরredmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৭ সেপ্টম্বর,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইক অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আইটেম গুলো একসাথে পরিবেশন না করে ৫/১০ মিনিট পরপর দেওয়াতে খেতে সুবিধা হয়েছে

পরিবেশন করার সিস্টেমটাও তো বেশ ভালো, এভাবে পরিবেশন করলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া প্রতিটি আইটেম বেশ গরম গরম খাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া।

 last year 

গতকাল শুনলাম ভূমিকম্প হয়েছে কিন্তু আমি টের পাইনি।বাসায় ছিলাম কিন্তু টের পেলাম না কেন বুঝলাম না।যাই হোক আসলে ছুটির দিন পরিবার নিয়ে ঘুরার মজাই আলাদা। শুনলাম আড়ং নিয়ে আপ টু ডিসকাউন্ট দিয়েছে কিছু কিছু আউটলেট এ।অসুস্থ্যতার কারনে বের হতে পারছি না।যাই হোক সবগুলো খাবার বেশ লোভনীয়। ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

কয়েক সেকেন্ড স্থায়ী ছিল তাই টের পাননি। জি আপু আমার কাছে খাবারগুলো বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 last year 

বর্তমানে পৃথিবীটা যেন আতঙ্কের মধ্যে সবাই। একদিকে যুদ্ধ, ভূমিকম্প, অন্যদিকে দ্রব্যমূলের উর্ধ্বগতি যেন সবদিকে অস্থির করে তুলেছে। সেই সাথে ও আমাদের জীবন যাত্রার মান সবদিক থেকে তাল মিলিয়ে চলতে হয়। তবে খাওয়া-দাওয়া তো বন্ধ করা যাবে না। বেশ মজার খাবার দাবার খেলেন আপনি মিটবক্সে। খাবারের কালার গুলো অনেক লোভনীয় দেখাচ্ছে। সুন্দর একটি মুহূর্ত ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

জি আপু সমগ্র পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভূমিকম্প হয়েছিল কিন্তু আমি ঠিক পাই নাই। যাইহোক, মিটবক্সে অনেক মজাদার মজাদার খাবার খেয়েছেন আপু।সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।

 last year 

জি আপু খাবারগুলো বেশ মজা ছিল। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আসলে এই রেস্টুরেন্ট গুলোর স্পেস খুব কম থাকলেও প্রচুর পরিমাণে বিভিন্ন লক্ষ্য করা যায়। বিশেষ করে ছুটির দিনে ভিড়ের পরিমাণটা একটু বেশি থাকে। তাতে খাবার খেতে গিয়ে ছিলাম মিটবক্সের খাবার খাওয়া হয়নি।

 last year 

জি ভাইয়া ছুটির দিন একটু ভীড় বেশি থাকে। আবার ঢাকায় আসলে মিটবক্সে খেয়ে যাবেন। খাবারগুলো খেতে বেশ মজা লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

মিটবক্সে গিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন এবং বেশ ভালই খাওয়া দাওয়া করেছেন। আপনাদের প্যাকেজের মধ্যে তো অনেকগুলো আইটেমের খাবার দেওয়া হয়েছে। প্রত্যেকটা খাবার দেখতে অনেক বেশি সুস্বাদু লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্যাকেজ়ের আইটেম গুলো দু'জনের জন্য যথেস্ট। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89