ডাই প্রজেক্টঃ পরিবেশ বান্ধব জুয়েলারি বক্স।

in আমার বাংলা ব্লগlast month

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন? সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ২৮ শে বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ১১ই মে,২০২৪ খ্রীস্টাব্দ।

j29.jpg

j1.jpg

j27.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই প্রজেক্ট নিয়ে। আমি চেষ্টা করি নিত্য নতুন ডাই প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে।আজ আমি একটি পরিবেশ বান্ধব জুয়েলারি বক্স তৈরির ডাই আপনাদের সাথে শেয়ার করবো। যে জুয়েলারি বক্সটি তৈরি করেছি তা পঁচনশীল। যা পরিবেশের ক্ষতি করেনা। ব্যবহারের পর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করেছি আজকের ডাই প্রজেক্টটি। প্রজেক্টটি তৈরি করার জন্য উপকরণ হিসেবে ব্যবহার করেছি কার্টুন বোর্ড,পুরাতন পেপার,গাম সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা,চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম আজকের ডাই প্রজেক্টঃ পরিবেশ বান্ধব জুয়েলারি বক্স। আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

j5.jpg

১। কার্টুন বোর্ড
২। পুরাতন পেপার
৩। গাম
৪।কাঁচি
৫।এন্টিকাটার
৬।সাসলিক কাঠি
৭। পুথি
৮।পেন্সিল

তৈরির ধাপ সমূহ

ধাপ-১

j22.jpg

প্রথমে কার্টুন বোর্ড থেকে হার্ট শেপের ৩টি টুকরো কেটে নিয়েছি।

ধাপ-২

j19.jpg

হার্ট শেপের বোর্ডগুলোতে গাম দিয়ে পেপার লাগিয়ে নিয়েছি। এবং একটিকে ২ সেঃমিঃ রেখে মাঝখানে কেটে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৩

j26.jpg

কিছু পেপার ১০সেঃমিঃ৭ সেঃমিঃ করে কেটে নিয়েছি।

ধাপ-৪

j25.jpg

j21.jpg

কেটে নেয়া পেপারের টুকরায়, কাঠি ঢুকিয়ে প্যাচিয়ে নিয়েছি।এভাবে বেশ কিছু তৈরি করে নিয়েছি।

ধাপ-৫

j23.jpg

j24.jpg

এবার ৪সেঃমিঃ চওড়া করে এক টুকরো পেপার কেটে নিয়েছি। সেই টুকরোটাতে প্যাচানো কাগজগুলো পরপর গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

j12.jpg

j16.jpg

এবার কাগজটি হার্ট শেপের টুকরোর চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

j15.jpg

এবার কাগজের আরেকটি হার্ট শেপের টুকরোর চারপাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৮

j14.jpg

j13.jpg

j8.jpg

j7.jpg

এবার আরেক টুকরো পেপার লম্বা করে প্যাচিয়ে নিয়েছি। প্যাচানো পেপারটিকে গোল করে প্যাচিয়ে নিয়েছি। জুয়েলারী বক্সের ঢাকনার হাতল বানানোর জন্য।গোল করে প্যাচানো কাগজটি গাম দিয়ে ঢাকনার সাথে লাগিয়ে দিয়েছি। এবং তার উপর একটি পুথি বসিয়ে দিয়েছি গাম দিয়ে।

ধাপ-৯

j11.jpg

j9.jpg

j10.jpg

j6.jpg

এবার চিকন করে পেপার কেটে নিয়েছি। কেটে নেয়া পেপারের অংশটিকে গাম দিয়ে বক্সের ও ঢাকনার চারপাশে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। ব্যাস তৈরি আমার পরিবেশ বান্ধব জুয়েলারি বক্স।

উপস্থাপন

j1.jpg

j3.jpg

j27.jpg

j2.jpg

বন্ধুরা,আশাকরি আজ আমার তৈরি ডাই প্রজেক্টঃ পরিবেশ বান্ধব জুয়েলারি বক্সটি,আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ডাই আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের পরিবেশ বান্ধব জুয়েলারী বক্স তৈরির ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১১ই মে,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last month 

দারুন বুদ্ধি 😍
এটা সত্যিই পরিবেশ বান্ধব একটি জুয়েলারি বক্স। তবে দেখতে কিন্তু সুন্দর হয়েছে আপনার তৈরি করা বক্সটি। আর অলংকার রাখার পর আরো ভালো লাগছে দেখতে। চমৎকার একটি ক্রিয়েটিভ কাজ উপহার দিয়েছেন আপু।

 last month 

ঠিক তাই পরিবেশ বান্ধব জুয়েলারী বক্স। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

জুয়েলারি বক্স মেয়েদের খুবই শখের একটি জিনিস। আমরা আমাদের পছন্দের জিনিসগুলো এরকম জুয়েলারি বক্সে গুছিয়ে রাখতে পছন্দ করি। আপু আপনি এত সুন্দর করে এই জুয়েলারি বক্স তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। সত্যি আপু আপনার প্রতিভা যতই দেখি ততই ভালো লাগে।

 last month 

ঠিক বলেছেন আমরা আমাদের পছন্দের জিনিস এ রকম জুয়েলারী বক্সে গুছিয়ে রাখতে পছন্দ করি।ধন্যবাদ আপু মতামতের জন্য।

 last month 

পরিত্যক্ত খবরের কাগজ ব্যবহার করে এতো সুন্দর বক্স বানানো যায় আপু।আইডিয়া তো ছিল না মাথায়।অনেক সুন্দর হয়েছে আপনার করা আজকের ডাই প্রজেক্ট টা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month 

অনেক কিছুই বানানো সম্ভব পুরাতন খবরের কাগজ দিয়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

পুরাতন জিনিস ব্যবহার করে আমরা কিন্তু নতুন অনেক কিছু তৈরি করতে পারবো। পুরাতন কোন কিছুকে নতুন কিছু তে রুপান্তর করতে পারলে তখন আরো অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর করে একটা জুয়েলারি বক্স তৈরি করেছেন যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই বক্সের মধ্যে ছোট থেকে বড় সব রকমের জুয়েলারি রাখতে পারবেন আপনি। দেখে তো মনে হচ্ছে ভালোই বড় করে তৈরি করেছেন। আমার কাছে কিন্তু খুব দারুণ লেগেছে আপনার এই জুয়েলারি বক্স তৈরি করার আইডিয়াটা। আপনার দারুন বুদ্ধি এটা বলতেই হয়।

 last month 

আমার বানানো জুয়েলারি বক্সটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last month 

আপনার মত সবাই যদি এরকম পরিবেশের কথা চিন্তা করতো তাহলে তো ভালোই হতো। ফেলে দেওয়া জিনিস দিয়ে কোন কিছু তৈরি করলে ভালো লাগে। আপনার আজকের পেপার দিয়েন বক্স তৈরি খুব সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন বোঝা যাচ্ছে। দেখতে ভালো লাগছে। কালার করলে মনে হয় আরো বেশি সুন্দর লাগতো।

 last month 

কালার করতে চেয়াছিলাম। পরে মনে হলো "র" রাখি।তাই রেখে দিলাম।মন্তব্যের জন্য ধন্যবাদ ।

 last month 

আমাদের ব্যবহারের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আজকে আপনি তৈরি করেছেন আপু। আপনি তৈরি করা জুয়েলারি বক্সটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। সত্যি এটা আমাদের জন্য ভীষণ দরকারী। আপনার পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

জি আপু মেয়েদের বেশ প্রয়োজনীয় একটি জিনিস। আর আমার বানানো বক্সটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last month 

দারুন একটা জিনিস তৈরি করেছেন আপু। এরকম জুয়েলারি বক্স তৈরি করে জুয়েলারি গুলো রাখলে নষ্ট হওয়ার ভয় কম থাকে। খুব সুন্দরভাবে আপনি সম্পূর্ণটা তৈরি করেছেন। দেখতে ভালই লাগছে। এটা আসলেই পরিবেশ বান্ধব একটা জিনিস। আর বিভিন্ন ফেলনা জিনিসগুলো দিয়ে তৈরি করেছেন যার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।

 last month 

আমার বানানো জুয়েলারি বক্সটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64078.16
ETH 3471.05
USDT 1.00
SBD 2.52