ভিডিওগ্রাফিঃ ল্যান্ড স্কেপের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সসময় ভালো থাকেন। সোমবার ১১ই ভাদ্র, শরৎ-কাল.১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।

L1.jfif

L2.jfif

L3.jfif

বন্ধুরা শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আমার বাংলা ব্লগে সবার ভিডিওগ্রাফি দেখে আমিও চেষ্টা করছি। এই ভিডিওগ্রাফিটি করেছি জাতীয় বৃক্ষ মেলায়। প্রতি বছর সরকারী ভাবে ঢাকার শেরেবাংলা নগরে, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে মাস ব্যাপি জাতীয় বৃক্ষমেলার আয়োজন করা হয়। এবারের বৃক্ষ মেলার ব্যাপ্তি ছিল ৫ জুন থেকে ১৩ জুলাই। পরিবেশ সম্পর্কে সচেতন করতে ও বর্ষাকেলে গাছ লাগানোকে উৎসাহিত করতে আয়োজন করা হয় এই মেলার। বৃক্ষ মেলার বিভিন্ন স্টলে নতুন-পুরাতন গাছ-গাছালি ও ফুল-ফলাদির পাশাপাশি দৃষ্টি কেড়েছে কয়েকটি ল্যান্ড স্কেপ প্যাভিলিয়ন। যারা ভূমির সঠিক ব্যবহার করে বসত-বাড়ী, পার্ক এবং ভুমির ব্যবহার বিষয়ক পরামর্শ ও ডিজাইন তৈরি ও বাস্তবায়নে সহায়তা করে। সেরকম একটি ল্যান্ড স্কেপ প্যাভিলিয়নে প্রবেশ করে আমি মুগ্ধ। তাদের ডিজাইন করা একটি ্বসত বাড়ী ও বাগানের লে আউট আপনাদের সাথে ভিডিওগ্রাফির মাধ্যমে শেয়ার করবো। তারা কৃত্রিম ঝর্না,পুকুর,পুকুরে পদ্ম ফুল, পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য বাঁশের সাঁকো সহ ,বাঁশের বাড়িরও ডিজাইন তৈরি করে উপস্থাপন করেছে। মনে হয় আমার স্বপ্নের বাড়ী। তাই আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি, ল্যান্ড স্কেপের ভিডিওগ্রাফিটি ভালো লাগবে আপনাদের।

ভিডিও লিঙ্ক

আশাকরি, জাতীয় বৃক্ষ মেলায় ধারণ করা ল্যান্ড স্কেপের ভিডিওগ্রাফিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওগ্রাফিটি এডিটিং ছাড়া" র "আপলোড করেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেনীভিডিওগ্রাফি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৬শে আগস্ট, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভিডিও টি খুবই সুন্দর ছিলো। তবে একটু ভুল আছে আপু। সেটি হচ্ছে এই ভিডিও টি হয়েছে পোট্রেইট মোড এ। ল্যান্ডস্কেপ হবে যখন ফোন বাকা করে ভিডিও করবেন। আমাদের সকলেরই উচিৎ গাছ লাগানো। বর্ষাকালে গাছ লাগালে তা বেড়ে উঠে সহজে।

 2 months ago 

এখানে ল্যান্ডস্কেপ ডিজাইন এর ভিডিও শেয়ার করেছে। যা বিভিন্ন প্রতিষ্ঠান পার্ক,বাড়ির বাগান সহ বিভিন্ন জায়গায় ডিজাইন করে থাকে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বৃক্ষ মেলা দেখতে যেতে আমি খুবই পছন্দ করি। আর এই মেলার আয়োজনগুলো মানুষকে গাছ লাগানোর প্রতি বেশী উৎসাহ প্রদান করে থাকে। তবে যাই হোক সেখান থেকে খুব সুন্দর একটি ভিডিও ধারণ করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তাই ধন্যবাদ।

 2 months ago 

আমিও পছন্দ করি বিভিন্ন মেলায় ঘুরে বেড়াতে। আর বৃক্ষ মেলায় যেতে বেশি ভালো লাগে কারন অনেক ধরনের গাছ দেখা যায় বলে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

বৃক্ষ মেলা থেকে দারুন একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। কৃত্রিম ঝর্ণা টা ভীষণ সুন্দর লাগছে দেখতে। পুকুরের পদ্ম ফুল কচুরিপানা সবমিলিয়ে দারুন হয়েছে আজকের ভিডিওগ্রাফি টা। আসলেই স্বপ্নের বাড়ি এটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু বেশ সুন্দর ছিল ল্যান্ড স্কেপের ডিজাইনটি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আপনি বৃক্ষ মেলায় গিয়েছিলেন আর সেখানে গিয়ে দেখছি দারুন একটি ভিডিও করেছেন। সত্যি আপু এত সুন্দর কোন দৃশ্য দেখলে ভিডিও না করলে ভালোই লাগে না। অসাধারণ হয়েছে আপনার ভিডিও পোস্ট।

 2 months ago 

বেশ সুন্দর ছিল ডিজাইনটি। তাইতো ভিডিওগ্রাফি করা। মতামতের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50