একটি ঘর তৈরির অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 months ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২৫ ই চৈত্র, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০৮ এপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

o7.jpg

o4.jpg

চলছে ঈদের সর্বশেষ প্রস্তুতি। আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ।যদি কালই চাঁদ দেখা যায়, তাহলে পরশু বুধবার ঈদ।তবে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশ গুলোতে আজ চাঁদ দেখা যায়নি। তারা আগামী বুধবার ঈদ উদযাপন করবেন।রেওয়াজ অনুযায়ী সৌদি আরবের পরের দিন আমাদের দেশে ঈদ উপযাপন হয়। এবারো কি তাই হবে? না ব্যতিক্রম ঘটবে! বুঝা যাবে আগামীকাল। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ঘর তৈরির অরিগ্যামি উপস্থাপন করবো। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। তাই যে কোন কিছুর অরিগ্যামি তৈরির পদ্ধতি বর্ণনা করা বেশ কঠিন।কাগজের ভাঁজ দেখেই বুঝে নিতে হয়। আর অরিগ্যামি তৈরিতে ভাঁজ একটি বড় বিষয়। ভাঁজ হের ফের হলে সম্পূর্ণ কাজটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সাবধানে ভাঁজ করতে হয়।তবেই সুন্অদর একটি রিগ্যামি তৈরি হবে। আজ আমি একটি ঘরের অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি। আজ ঘরের অরিগ্যামি তৈরিতে তেমন সময় লাগেনি। কম সময়েই বানাতে পেরেছি। আর ভাঁজও বেশি দিতে হয়নি। অনেক কথা হলো বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো ঘরের অরিগ্যামিটি। আশাকরি, আজকের ঘরের অরিগ্যামিটি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o10.jpg

o6.jpg

১। রঙ্গিন কাগজ
২। পেন্সিল

তৈরির পদ্ধতি

ধাপ-১

o10.jpg

প্রথমে ১৮ সেঃ মিঃX১৮সেঃমিঃ সাইজের রঙ্গিন কাগজ নিয়েছি চেয়ার বানানোর জন্য।

ধাপ-২

o11.jpg

কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o12.jpg

o13.jpg

এবার মাঝবরাবর কাগজটিকে ভাঁজ করার ফলে যে দু'টো অংশ তৈরি হয়েছে,সে দু'টো অংশকে আবার মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৪

o14.jpg

ভাঁজ করা কাগজটিকে আবারও মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o15.jpg

o16.jpg

এভাব প্রতি অংশকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৬

o17.jpg

o18.jpg

এবার ভাঁজ় করা কাগজকে ছবির মতো করে খুলে নিয়ে ঘরের চাল বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

o19.jpg

o20.jpg

এবার কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে ঘরের দরজা ও দু'টো জানালা এঁকে নিয়ে ঘরের অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o7.jpg

o8.jpg

o9.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো ঘর তৈরির অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। আবহাওয়ার পরিবর্তন বেশ লক্ষ্যনীয়। পরিবর্তিত আবহাওয়ায়, পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।এই কামনা করি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৮ই আপ্রিল২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আপনি ঠিক বলছেন আপু অরিগ্যামি হচ্ছে কাগজের ভাঁজের খেলা।কাগজ যেমন ভাঁজ করবো ঠিক তেমনি হবে।যাইহোক আপনার রঙিন কাগজের ঘর তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। আপনি ধাপ গুলোও বেশ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

অরিগ্যামি তৈরিতে ভাঁজের হেরফের হলে সম্পূর্ন কাজটি নস্ট হয়ে যায় । তাই ভাঁজ সঠিকভাবে দেয়া জ্রুরী। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

আজকের এই ঘর তৈরি অরিগ্যামিটা অনেক সুন্দর হয়েছে। আসলে প্রথমে এই কাগজের তৈরি ঘরটিকে অনেকটা থ্রিডি টাইপের ঘর আমার মনে হয়েছিল। যাইহোক এই ঘর তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর এবং সুস্পষ্ট ছিল। ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর পোস্টটি করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ঈদের আনন্দ আমাদের সকলের মধ্যেই কাজ করছে। আমিও আগামীকাল ঈদ করার জন্য শ্বশুর বাড়ি যাবো। ঈদের আমেজের মধ্যেও আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঘর তৈরি করেছেন আপু। ঘর বানানোর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ঘড়ের অরিগ্যামি তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে। তাছাড়া তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে ঘর এর অরিগামি তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি তো দেখছি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের ঘর তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার তৈরি করা ঘরের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা যায়। আপনার কাগজের ঘর তৈরির অরিগ্যামি দেখে খুব খুব ভালো লাগলো। ঘর তৈরির অরিগ্যামি আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ঘরের অরিগ্যামি খুবই দুর্দান্ত হইছে। ধন্যবাদ আপনাকে অসাধারণ ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

জি ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। যা দেখতে বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ঘরের অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘরটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে ঘর তৈরি করার ক্ষেত্রে ষষ্ঠ ও সপ্তম ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি অরিগ্যামির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছেও বেশ ভালো লাগে ।যদিও সময়ের অভাবে এখন খুব একটা বানানো হচ্ছে না ।তারপরেও আপনাদের টা দেখতে বেশ ভালো লাগে। আজ আপনি রঙিন কাগজ দিয়ে ঘর তৈরি করেছেন যেটি দেখতে বেশ ভালো লাগছে। খুব সহজেই ঝটপট তৈরি করে ফেললেন রঙিন কাগজের ঘর ।বেশ ভালো লাগলো দেখে ।ধন্যবাদ।

 2 months ago 

ঠিক বলেছে কাগজ দিয়ে কোন কিছু বানাতে বেশ সময় লাগে। তাই সব সময় করা হয় না। তবুও আমি চেস্টা করি প্রতি সপ্তাহে ১টি অরিগ্যামি শেয়ার করার। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70572.77
ETH 3817.08
USDT 1.00
SBD 3.53