বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ১২ই চৈত্র্য, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২৬শে মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের গর্বের দিন। আজকের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারি বীব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বীব মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক ক্ষুধা-দারিদ্রমুক্ত, ঘুষ-দূর্নীতি মুক্ত,অসাম্প্রদায়ি্ক ও মুক্ত মানুষের আগামী চ্যালেঞ্জ মোকাবিলার প্রিয় বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো।অনেক দিন ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয়নি।বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে ফটোগ্রাফি গুলো করেছি। তবে ফটোগ্রাফি গুলো অধিকাংশই বিভিন্ন নার্সারিতে করা হয়েছে, যতদুর মনে পড়ে। সেই সব ফটোগ্রাফি থেকে বাছাই করা কয়েকটি ফুলের ছবি নিয়ে আমার আজকের আয়োজন। আশাকরি,বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের।
প্রথম ফটোগ্রাফি
ফুলটি সবার পরিচিত। ফুলটির নাম ডালিয়া। শীতকালীন ফুল ডালিয়া।দুই রঙের ডালিয়া ফুল উপস্থাপন করলাম। তবে, ৪২ প্রজাতির ডালিয়া দেখতে পাওয়া যায়। ডালিয়া ফুল দেশের সর্বত্রই কম বেশী পাওয়া যায়। ডালিয়া ফুলের পাপড়ি কয়েকটি স্তরের হওয়ায় দেখতে অনেক সুন্দর লাগে। ভালো লাগার একটি ফুল ডালিয়া।
দ্বিতীয় ফটোগ্রাফি
সারা বছরেই দেখতে পাওয়া যায় ফুলটি।ফুলটি গন্ধ বিহীন হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। ফলটি বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুলটি এক রঙা হলেও , মধ্য বিন্দুটি অন্য রঙের হয়। তাই দেখতে সুন্দর লাগে। চোখ জুড়িয়ে যায়।মুলত শীতকালে ফুলটির বংশবৃদ্ধি কমে যায়। দেশের সবর্ত্রই পাওয়া যায় ফুলটি। জি, প্রিয় এই ফুলটি হচ্ছে নয়ন তারা। দু"রঙের নয়নতারা আশাকরি ভালো লেগেছে সবার।
তৃতীয় ফটোগ্রাফি
কে না চেনে ফুলটি! সবাই চিনি। সবার পরিচিত ফুল জবা। বেশ মিষ্টি রং জবাটির। জবা ফুলেরও কোন গন্ধ নেই। জবা সাধারণ পাঁচ পাপড়ির ফুল। কিন্তু অনেক পাপড়ির জবাও দেখা যায় । জবা ফুলের পাপড়ি চুলের জন্য বেশ কার্যকর ।সেই সাথের জবা ফুলের পাতার অনেক ঔষধি গুন আছে আমার শেয়ারকৃত। প্রথম মিষ্টি কালারের জবাটি পাঁচ পাপড়ির আর সাদা জবা ফুলটি বহু পাপড়ির। আশাকরি জবা ফুলের দুইটি ফটোগ্রাফিই আপনাদের ভালো লেগেছে।
চতুর্থ ফটোগ্রাফি
এই ফুলটির নাম পেটুনিয়ার।বিদেশী ফুল। তবে দেশে এখন ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে ফুলটি। পিটুনিয়া ফুল দেখতে অনেক সুন্দর। বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল দেখতে পাওয়া যায়। উল্লেখযোগ্য রঙ সাদা, গোলাপি, লাল, হলুদ, বেগুনি ইত্যাদি। পিটুনিয়া ফুল গাছ বছরের যেকোন সময়েই লাগানো যায়। তবে গ্রীস্মের আগে লাগানো ভাল। এই সময়ে গাছ লাগালে অনেক ফুল ফোটে।
পঞ্চম ফটোগ্রাফি
দুই রঙের দুইটি গোলাপ।গোলাপকে ফুলের রানি বলা হয়। পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। প্রাচীন কাল হতেই গোলাপ ফুলের পাপড়ি রুপ চর্চায় ও প্রসাদনী তৈরিতে ব্যবহার হয়ে আসছে। সেই সাথে খাবারের সুগন্ধ বৃদ্ধির জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয়। গোলাপ ফুল ভালোবাসেনা এমন মানুষ মনেহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না!
ষষ্ঠ ফটোগ্রাফি
সুপরিচিত ও দেখতে সুন্দর ফুলটির নাম রঙ্গন। বিভিন্ন রঙের রঙ্গন ফুল দেখতে পাওয়া যায়। তবে লাল রঙের রঙ্গন ফুল প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমার আজকের রঙ্গন ফুলটি কমলা রঙের। চোখ জুড়িয়ে যাওয়ার মত সুন্দর।দেশের সব জায়গায় রঙ্গন ফুলের গাছ দেখতে পাওয়া যায়।এই রঙের রঙ্গন আমার কাছে বেশ ভালো লাগে আশাকরি আপনাদেরও ভালো লাগবে।
আশাকরি, বিভিন্ন জায়গায় ধারণকরা, বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | ফটোগ্রাফি |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Samsung A10 |
তারিখ | ২৬ শে মার্চ,২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
চমৎকার কিছু ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন যদি আমার ভালো লাগা ফটোগ্রাফিটার কথা বলি তাহলে সাদা নয়নতারা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর তো, আসলে ফটোগ্রাফি হচ্ছে শখের বিষয় আর আমি অনেক ফটোগ্রাফি করতে ভালোবাসি যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল বিশেষ করে আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন আর আমরা সবাই জানি ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতিক।
ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। সত্যিই ভীষণ কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা।
আপনার আজকের তোলা ফুলের ছবিগুলো আমার কাছে দূরদান্ত লেগেছে। বিশেষ করে ডালিয়া ফুলগুলো দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে। তাছাড়াও অন্যান্য ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।
আমি চেস্টা করি,কিন্তু তেমন ভালো পারি না। ধন্যবাদ ভাইয়া।
ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। তাইতো ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে ছুটে চলে আসি।আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। রঙ্গন ফুলটা আমার কাছে বেশ দারুন লাগছে। এই কালারের রঙ্গন ফুলটা আমি এর আগে দেখিনি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
এখন প্রতিটি ফুল অনেক রং এর হয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখে বেশি ভালো লাগলো। 42 প্রজাতির ডালিয়া ফুল রয়েছে, সেটা সত্যি জানতে পেরে ভালো লাগলো। তারপরে নয়ন তারা ফুল আসলে সুবাস না থাকলেও দেখতে খুবই সুন্দর। তারপরে অসাধারণ ফটোগ্রাফি গুলো করেছেন। অনেকদিন পর ফুলের ফটোগ্রাফি গুলো করতে পেরে আপনার হয়তো অনেক ভালো লেগেছে। আর দেখে আমার খুবই ভালো লাগলো।
এখন প্রতিটি ফুল যেমন অনেক রং এর হয় তেমনই প্রজাতিও অনেক ।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখি আর সেই ফুলের সৌন্দর্য উপভোগ করি। আসলে আমাদের কমিউনিটিতে ফুলের ফটোগ্রাফি গুলো বেশি দেখে থাকি ভালো লাগে। যেটা করতে আমিও পছন্দ করি। আপনার করা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাইয়া কমিউনিটিতে অনেক ফুলের ফটোগ্রাফি দেখতে পাই। যা বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
ফুলের ফটোগ্রাফি গুলো সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমি চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনের জন্য ।ধন্যবাদ ভাইয়া।
আপু আপনাকেও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনি আজ বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো একদমই ক্লিয়ার হয়েছে বলে দেখতে বেশি ভালো লেগেছে। ডালিয়া ফুলগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।