অরিগ্যামিঃ হার্ট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভেচ্ছা সবাইকে।

আছেন সবাই?আশাকরি ভালো আছেন। বাংলাদেশ ভালো নেই, আমি ভালো থাকি কি করে? তারপরেও প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩১শে শ্রাবন, বর্ষাকাল,১৪৩১ বঙ্গাব্দ। ১৫ই আগস্ট , ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o25.jfif

o27.jfif

আজ ১৫ আগষ্ট। শোকের দিন।হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট, কিছু কুলাঙ্গার। আজকের এই দিনে বিনম্র চিত্তে স্মরণ করি শেখ মুজিব সহ তার পরিবারের সদস্যদের।কবির ভাষায়- যতদিন রবে পদ্মা যমুনা,গৌরি মেঘনা বহমান,ততকাল রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেষ্টা করি পোস্ট এর ভিন্নতা আনার জন্য।আজ আমি হার্ট এর অরিগ্যামি শেয়ার করবো। আমরা সবাই জানি, কাগজের ভাঁজের খেলা অরিগ্যামি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা।তাই আমিও কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে একটি হার্ট তৈরি করেছি। হার্টটি তৈরি করতে আমি লাল রং এর কাগজ ব্যবহার করেছি সাথে আরও কিছু উপকরণও আছে। তাহলে চলুন দেখে নেয়া যাক হার্ট এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o28.jfif

১।দু' রং এর কাগজ।
২।কাল সাইন পেন

হার্ট এর অরিগ্যামি তৈরি

১ম ধাপ

o20.jpg

প্রথমে ১০X১০ সে:মি: সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি হার্ট তৈরি করার জন্য।

২য় ধাপ

o19.jpg

o18.jpg

o17.jpg

প্রথমে ১০X১০ সে:মি: সাইজের কাগজ এক পাশে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশ আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি।

৩য় ধাপ

o16.jpg

এরপর কাগজের ভাঁজ খুলে নিয়েছি। এবার এক পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

৪র্থ ধাপ

o15.jpg

o13.jpg

এবার কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ কোনা করে মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

৫ম ধাপ

o11.jpg

o10.jpg

এবার যে পাশে কাগজ ভাঁজ করাছি, অন্যপাশে দু'পাশের কাগজ সমান করে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। উভয় পাশে।

৬ষ্ঠ ধাপ

o8.jpg

o7.jpg

এবার দু'পাশের কাগজ কোনা করে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

৭ম ধাপ

o6.jpg

o5.jpg

এবার উপরের দিকে কাগজ নিজের দিকে কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি। ফলে একটি হার্ট তৈরি হয়েছে।

৮ম ধাপ

o3.jpg

o2.jpg

o24.jfif

এবার বানানো হার্ট এর অরিগ্যামিটি আরও সুন্দর করার জন্য উপরের দিকে কাগজ ছোট করে ভাঁজ করে নিয়েছি।ব্যস তৈরি আমার হার্ট এর অরিগ্যামি।একইভাবে আরেকটি হার্ট বানিয়ে নিয়েছি। এবং কালো রং এর পেন দিয়ে ইমোজি এঁকে নিয়েছি।

উপস্থাপন

o25.jfif

o23.jfif

o21.jpg

আশাকরি আমার বানানো হার্ট এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ১৫ই আগস্ট,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আমি মনে করি সৃজনশীলতার কোন শেষ নেই। কারণ যার সৃজনশীলতা যত বেশি সেই তত বেশি অগ্রগামী। আপনি খুব সুন্দর একটি হার্ট তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে। এত সুন্দর একটি হার্ট দেখে খুবই ভালো লেগেছে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করা যাচ্ছেন আপু যা দেখে খুব ভালো লাগে।

 3 months ago 

আমি চেস্টা করে যাচ্ছে। আর আমার বানানো হার্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

হার্ট তৈরি তুমি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করলেন। ধাপগুলো দেখে শিখে নিলাম।

 3 months ago 

বেশ সহজ কিন্তু হার্টটি বানানো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে হার্ট তৈরি অরিগ্যামি শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

ঠিক বলেছেন রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর হয়। যাইহোক আমার বানানো হার্ট এর অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

রঙিন কাগজকে অনেক সুন্দর করে ভাঁজ করে আপনি হার্ট তৈরি করেছেন। যেটা দেখতে অনেক ভালো লাগছে। আপনার হার্ট তৈরি করার অরিগ্যামি টা দেখে আমি তো মুগ্ধ হলাম। হার্টের উপরে অনেক সুন্দর করে emoji অংকন করেছেন। এটার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। বিশেষ করে এগুলো অনেক কিউট লাগছে। সুন্দর একটা দক্ষতা মূলক কাজ সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখলে সবার কাছে ভালো লাগবে। এগুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা অনেক মুশকিল। তবুও সুন্দর করে তুলে ধরলেন দেখে ভালো লাগলো।

 3 months ago 

হার্ট বানানোর পর কেমন খালি খালি লাগছিলো। তাই ইমোজি এঁকে দিয়েছি। ধন্যবাদ আপু।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। আর আপনার হাতের কাজগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে। হার্ট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপু। দারুন হয়েছে।

 3 months ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই অরিগামি তৈরি করতে দেখে। বেশ দারুণভাবে আপনি অরিগামীর কাজ সম্পন্ন করেছেন। এ জাতীয় পোস্টগুলো আমি খুবই পছন্দ করে থাকি।

 3 months ago 

আমারও বেশ ভালো লাগে বিভিন্ন জিনিস এর অরিগ্যামি তৈরি করতে। ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আপনি দেখতেছি দুই রঙের রঙিন কাগজ দিয়ে হার্ট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন অরিগ্যামি বানালে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার রঙিন কাগজের হার্ট তৈরি অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে হার্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69280.52
ETH 2490.79
USDT 1.00
SBD 2.53