আর্টঃ একটি প্রজাপতির পেইন্টিং।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ১৭ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ শরৎ-কাল, ১লা সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।বন্ধুরা নিয়মিত ব্লগিং এর আজ হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। আজ আমি জল রং দিয়ে আঁকা একটি প্রজাপতির পেইন্টিং শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
বন্ধুরা আজ যথারীতি আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। নিত্য নতুন আর্ট করতে আমি বেশ পছন্দ করি । আজ আমি একটি সিম্পল আর্ট শেয়ার করবো।একটি প্রজাপতির পেইন্টিং শেয়ার করবো।পেইন্টিংটি করার পর আমার বেশ পছন্দ হয়েছে। আশাকরি আপনাদেরো পছন্দ হবে। আর্টটি করতে আমি ব্যবহার করেছি পোস্টার রং ও তুলি সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক প্রজাপতির পেইন্টিংটি করার বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।সাদা কাগজ
২। নীল ও কালো পোস্টার রং
৩।তুলি
৪।পেন্সিল
৫।কালো রং এর সাইন পেন
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।ছবির মতো করে।
ধাপ-২
পেন্সিল দিয়ে প্রজাপতির শরীরটা এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর প্রজাপতির পাখাগুলো এঁকে নিলাম।
ধাপ-৪
কালো রং এর জেল পেন দিয়ে পেন্সিলের দাগের উপর দাগ দিয়ে নিলাম।
ধাপ-৫
প্রজাপতির পাখার কিছু অংশ আকাশী রং করে নিলাম। এবং কিছু অংশ কালো রং করে নিলাম।
ধাপ-৬
এরপর কালো রং এর সাইন পেন দিয়ে প্রজাপতির পাখায় কিছু রেখা এঁকে নিলাম।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
উপস্থাপন
আশাকরি আজ আমার আঁকা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ,নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১লা সেপ্টেম্বর, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপু আপনি প্রজাপতির খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে প্রজাপতির কালার খুব সুন্দর হয়েছে। প্রজাপতি কে দেখতে বেশ কিউট দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার বেশ ভালো লাগে নীল রংটি। আর আমার আঁকা প্রজাপতিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1830278738128621770
আকি বুকি করতে না পারলেও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।আপনার আকা প্রজাপতি টা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
চেস্টা করেন আঁকতে পারবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর প্রজাপতির আর্ট করেছেন। আপনার এত সুন্দর প্রজাপতির অংকন করতে দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে আপনার প্রজাপতি। খুব সুন্দর ভাবে আপনি অংকন করেছেন। দেখি অনেক অনেক ভালো লেগেছে আমার।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
চমৎকার এঁকেছেন আপু ৷ আপনার এই আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ খুবই সুন্দর হয়েছে , দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন ৷ আর্টের ধাপ গুলোও সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ সব মিলিয়ে অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে
আমি চেস্টা করেছি অংকনের প্রতিটি ধাপ সহজ করে উপস্থাপনের ।মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপু খুবই সুন্দর একটি প্রজাপতির আর্ট করেছেন। যা দেখতে বেশ চমৎকার লাগছে। হাতে আঁকা আর্ট গুলো দেখতে বেশ লাগে। নীল ও কালো রঙ এর কম্বিনেশনে এই প্রজাপতির আর্টটি দারুণ হয়েছে।
ঠিক তাই হাতে আঁকা আর্টগুলোর আলাদা একটা সৌন্দর্য আছে। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
প্রজাতির পেইন্টিং চমৎকার সুন্দর হয়েছে আপু।প্রজাপতিটি মনে হচ্ছে উড়ছে।এতো সুন্দর কালার করেছেন যে মনে হচ্ছে সত্যিকারের প্রজাপতির ফটোগ্রাফি। ধাপে ধাপে প্রজাপতি পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক ধরেছেন আপু। আমি উড়ন্ত প্রজাপতিই আঁকার চেস্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
সাইন পেন এবং পোষ্টার রঙের সাহায্যে বেশ সুন্দর একটি প্রজাপতি এঁকে আমাদের সাথে শেয়ার করেছেন। সাইন পেন দিয়ে শেষের দিকে সুন্দর করে রেখা টেনে দেয়ায় বেশ ফুটে উঠেছে প্রজাপতি টি! তবে উপকরণ এ সাদা ও কালো রঙের কথা উল্লেখ করেছেন আপু, আসল রঙ নীল বাদ গিয়েছে। এডিট করে নিবেন।
এডিট করে নিলাম। মতামতের জন্য ধন্যবাদ।