ডাইঃগোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিং।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকুন ই প্রত্যাশা করি। আজ ১লা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

d24.jfif

d3.jfif

বর্ষার আগমন। আষাঢ় মাসের আজ প্রথম দিন। কবির ভাষায়" আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে"।কিন্তু ঢাকায় বৃষ্টি হয়নি। কিন্তু মেঘের ঘনঘটা ছিল। গ্রীষ্মের দাবদাহ আর তীব্র গরমে শীতলের পরশ নিয়ে আসে বর্ষা। এবারে বর্ষায় সব অনাচার-মিথ্যাচার,মানুষে মানুষে বৈষম্য সব ধুয়ে মুছে সাফ হয়ে যাক। সবাইকে আষাঢ়ের প্রথম দিন কদম ফুলের শুভেচ্ছা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে ক্লে দিয়ে তৈরি গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিং। ক্লে দিয়ে খুব একটি কাজ করা হয়নি। সবাই করছে তাই, সবার সাথে আমিও যুক্ত হলাম। তবে ক্লে দিয়ে কাজ করতে ভালোই লাগে। সময়ও কম লাগে। আজকের গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিং এর ডাইটি কেমন হয়েছে জানাবেন কিন্তু! আশাকরি, আমার উপস্থাপিত আজকের ডাই পোস্টটি, ভালো লাগবে আপনাদের। আজকের গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিং তৈরি করতে আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে। সাথে আরও কিছু উপকরণ ।তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম ক্লে দিয়ে গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিংটি।

উপকরণ সমূহ

d23.jfif

১।বিভিন্ন রং এর ক্লে
২। টুলস
৩।আই পিন
৪।জাম্প রিং

গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিং তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d22.jfif

অল্প পরিমাণ গোলাপী ক্লে নিয়ে হাতের সাহায্যে ব্ল বানিয়ে নিয়েছি।

ধাপ-২

d21.jfif

হাতের সাহায্যে চাপ দিয়ে গোলাপী বলটি ফুলের পাপড়ির মতো বানিয়ে নিয়েছি।

ধাপ-৩

d20.jfif

বানানো পাপড়িটিকে গোল করে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৪

d16.jfif

একইভাবে আরেকটি পাপড়ি বানিয়ে প্যাচানো পাপড়ির সাথে লাগিয়ে নিয়েছি। এভাবে বেশ কয়েকটি পাপড়ি পরপর লাগিয়ে নিয়েছি। এভাবে কয়েকটি পাপড়ি লাগিয়ে নেয়াতে একটি গোলাপ ফুল তৈরি হয়েছে।

ধাপ-৫

d12.jfif

d11.jfif

d4.jfif

এবার সবুজ রং এর ক্লে দিয়ে পাতা বানিয়ে নিয়েছি। এবং টুল ব্যবহার করে পাতার শিরা দাগ টেনে নিয়েছি।এভাবে তিনটি পাতা বানিয়ে নিয়েছি।এবং পাপড়িগুলো বানানো গলাপ ফুলের চারপাশে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d6.jfif

এবার আই পিনের হুকের মধ্যে জাম্প রিংটি ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৭

d5.jfif

d9.jfif

এবার আই পিনটি বানান গোলাপ ফুলের মধ্যে ঢুকয়ে দিয়েছি। এবং গোলাপী রং এর ক্লে গোল করে গোলাপ ফুলের পিছনে লাগিয়ে দিয়েছি।

সর্বশেষ ধাপ

d13.jfif

সবশেষে চাবির রিংটি জাম্প রিং এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি।ব্যাস তৈরি আমার গোলাপ ফুলের চাবির রিং।

উপস্থাপন

d25.jfif

d2.jfif

d25.jfif

আশাকরি আজ আমার ক্লে দিয়ে গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিংটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ক্লে দিয়ে তৈরি গোলাপ ফুলের ডিজাই্নে বানানো চাবির রিং ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৫ই জুন, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last month 

গোলাপ ফুলের ডিজাইনের চাবির রিং তৈরি করেছেন, এই আইডিয়াটা কিন্তু ইউনিক ছিল একেবারে। আপনার এই সুন্দর আইডিয়া দেখে কিন্তু অনেকেই অনেক কিছু তৈরি করে নিতে পারবে। বিভিন্ন রকম জিনিসের ডিজাইন এর মাধ্যমে তারাও চাবির রিং তৈরি করতে পারবে। তবে আপনার গোলাপ ফুল টা কিন্তু বাস্তবের ফুলের মত মনে হচ্ছিল। যেন দেখে মনে হচ্ছে বাস্তবের একটা ফুল চাবির সাথে লাগিয়েছেন। চাবির রিং খুব সুন্দর লাগতেছে।

 last month 

ক্লে দিয়ে সবাই বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে দেখে চেস্টা করলাম।আর আমার বানানো চাবির রিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ক্লে দিয়ে গোলাপ ফুলের ডিজাইন করে খুব সুন্দর একটি চাবির রিং তৈরি করেছেন। গোলাপ ফুলের ডিজাইনে চাবির রিংটি দেখতে অসম্ভব ভালো লাগছে। তৈরির প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

প্রথমবার ক্লে দিয়ে এ ধরনের ফুল বানালাম।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last month 

আসলে বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। এই যে আপনি ক্লে দিয়ে চমৎকার গোলাপ ফুল, পাতা তৈরি করে নিলেন আর সবশেষে চাবির রিংয়ের সাথে জুড়ে দিলেন। সবমিলিয়ে দারুন একটি কাজ উপহার দিয়েছেন। এটা আমার কাছে ইউনিক কাজ মনে হয়েছে।

 last month 

সবাই এতো সুন্দর সুন্দর কাজ করে। তাই আমিও চেস্টা করলাম।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last month 

ঠিকই বলেছেন আপু ক্লে দিয়ে আমারও কাজ করা হয়নি তবে সবাই করছে দেখে আমারও করার ইচ্ছা আছে ভাবছি ক্লে কিনে নিয়ে আসবো । আপনার ক্লে দিয়ে তৈরি চাবির রিংটি কিন্তু সুন্দর হয়েছে । বিশেষ করে গোলাপ ফুলটি অনেক সুন্দর লাগছে দেখতে । ভালোই বুদ্ধি করে ক্লে দিয়ে সুন্দর একটি চাবির রিং বানিয়েছে ।

 last month 

জি আপু শুরু করেন ক্লের কাজ।ভিন্ন ধরনের কাজ করতে বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

বর্তমান এই কমিউনিটিতে ক্লে দিয়ে অনেক কিছুই বানাতে দেখেছি। আজকে আপনি ক্লে দিয়ে গোলাপ ফুলের ডিজাইনের চাবির রিং তৈরি করেছেন দেখে ভালো লাগলো। গোলাপ ফুলের ডিজাইন টা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ক্লে দিয়ে গোলাপ ফুলের ডিজাইনে চাবির রিং তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপনি খুবই সুন্দর করে ক্লে ব্যবহার করে গোলাপ ফুলের ডিজাইনের একটা চাবির রিং তৈরি করেছেন। আপনার তৈরি এই চাবির রিংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। গোলাপ ফুল টা দেখে প্রথমে মনে করেছিলাম, এটা হয়তো সত্যিকারের গোলাপ ফুল হবে। কিন্তু পরে দেখি এটা আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। আমার কাছে কিন্তু অনেক বেশি দারুন লেগেছে আপনার আজকের এই হাতের কাজটা। এত সুন্দর একটা আইডিয়া নিয়ে এটি তৈরি করেছেন দেখেই মুগ্ধ হলাম। ধন্যবাদ এটা তৈরি করে শেয়ার করার জন্য।

 last month 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে গোলাপ ফুলটি বানাতে।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last month 

এই মেঘলা ওয়েদারে খুব একটা কাজ হচ্ছে না আপু। গরম কমছে না কিছুই। ঠিকই বলেছেন বৃষ্টির পরশে যে ঠান্ডা হয় তার মজা আর কিছুতেই নেই। যাই হোক আজকে ক্লে দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলের চাবির রিং তৈরি করেছেন। ফুলটির কালারের কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last month 

মেঘলা আকাশ যেনো গরম বাড়িয়ে দিচ্ছে।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last month 

ক্লে দিয়ে নিজের ইচ্ছামত অনেক কিছু তৈরি করা যায়। আর এটা তৈরি করার জিনিস গুলো খুবই দারুণ লাগে। আপনি আজকে খুবই চমৎকার ভাবে গোলাপ ফুলের ডিজাইন বানিয়েছেন। যেটাকে আপনি চাবির রিং হিসাবে ব্যবহার করতে চেয়েছেন। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

জি ভাইয়া ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায়।যা দেখতে বেশ সুন্দর লাগে।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 64689.27
ETH 3135.60
USDT 1.00
SBD 2.56