ডাই পোস্টঃ ম্যাক্রাম ডিজাইন এর মিরর ফ্রেম তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৬ই ভাদ্র ১৪৩১বঙ্গাব্দ।শরৎ-কাল। ৩১শে আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।.। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d24.jfif

d1.jfif

বন্ধুরা,আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টটি হল ডাই । আমি আজ নতুন ধরনের একটি কাজ আপনাদের সাথে শেয়ার করবো। আজই প্রথম এই ধরনের কাজ করলাম। আর তা হচ্ছে ম্যাক্রাম গিঁট দিয়ে তৈরি মিরর ফ্রেম।ম্যাক্রাম সম্পর্কে আজকাল কম বেশি সবাই জানে। আজকাল ম্যাক্রাম এর ব্যাগ,দোলনা,গহনা ,ঘর সাজানোর বিভিন্ন জিনিস বেশ জনপ্রিয় । আর দেখতেও বেশ সুন্দর ম্যাক্রামের এই জিনিসগুলো। তাই আজ আমিও চেস্টা করলাম ম্যাক্রাম এর একটি মিরর ফ্রেম বানাতে। ম্যাক্রাম হলো একটি শিল্প যা বুনন বা বিভিন্ন ধরনের গিট এর কৌশল ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করা হয়।এই শিল্পে পাটের দড়ি,নাইলনের দড়ি দিয়ে কোন ধরনের যন্ত্র ব্যবহার না করে হাতের সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এক সুতার সাথে অন্য সুতা গিটের মাধ্যমেই নান্দনিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়। ম্যাক্রাম ডিজাইন এর মিরর ফ্রেমটি বানাতে আমি ব্যবহার করেছি ম্যাক্রাম সুতা ,মিরর সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া ম্যাক্রাম ডিজাইন এর মিরর ফ্রেম তৈরির ধাপ সমূহ।

উপকরণ

d23.jfif

d3.jfif

১।ম্যাক্রাম সুতা
২।প্লাস্টিকের মিরর রিং
৩।গ্লু
৪।মিরর
৫।কাঁচি
৬।কার্টুন বোর্ড
৭।পেন্সিল
৮।চিরুনী

ম্যাক্রাম ডিজাইন এর মিরর ফ্রেম

ধাপ-১

d22.jfif

প্রথমে মিররের সাইজ অনুযায়ী কার্টুন বোর্ড গোল করে কেটে নিয়েছি।

ধাপ-২

d21.jfif

ম্যাক্রাম সুতা ১০ সেঃ মিঃ করা কেটে নিয়েছি প্রয়োজন অনুযায়ী। এই সুতার মাপ নির্ভর করে কে কতটুকু ঝুল করবে তার উপর।

ধাপ-৩

d20.jfif

d19.jfif

d18.jfif

d16.jfif

এবার কেটে নেয়া সুতা দু'ভাঁজ করে নিয়েছি। তাতে একটি লুপ তৈরি হয়েছি। এবার ভাঁজ করা সুতার মাঝখানে মিররের রিংটি রেখে সুতার দু'মাথা লুপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। একই ভাবে সম্পূর্ণ রিংটিতে করে নিয়েছি।

ধাপ-৪

d15.jfif

এবার সুতার প্যাচগুলো খুলে নিয়েছি। এবং সুতাগুলো সমান করার জন্য চিরুনী দিয়ে আচঁড়িয়ে নিয়েছি।

ধাপ-৫

d14.jfif

d13.jfif

এবার রিং এর চার পাশে গাম লাগিয়ে নিয়ে মিররর্টি লাগিয়ে নিয়েছি।।

ধাপ-৬

d11.jfif

d10.jfif

এবার এক টুকরো সুতা কেটে নিয়েছি । এবং তা দু'ভাঁজ করে গাম দিয়ে মিররের সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

d8.jfif

এবার মিররের উপর গাম দিয়ে আগে গোল করে কেটে নেয়া কার্টুন বোর্ডটি লাগিয়ে নিয়েছি।

ধাপ-৮

d7.jfif

d6.jfif

এবার সুতাগুলো চিরুনী দিয়ে আঁচডিয়ে সমান করে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে গোল করে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম ম্যাক্রাম গিট দিয়ে সুন্দর একটি মিরর ফ্রেম।ভেবেছি বিভিন্ন রং এর আরও কিছু মিরর ফ্রেম বানিয়ে দেয়াল সাজাবো। মনে হচ্ছে দেখতে ভালই লাগবে। কি বলেন বন্ধুরা?

উপস্থাপন

d25.jfif

d2.jfif

d2.jfif

আশাকরি ম্যাক্রাম গিট দিয়ে বানানো মিরর ফ্রেমটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi Note A-5
তারিখ৩১শে আগস্ট,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

মিরর ফ্রেম তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে। এভাবে মিরর সাজিয়ে তুললে দেখতে খুবই সুন্দর লাগে। আপু আপনি অনেক দক্ষতার সাথে চমৎকার একটি পোস্ট তৈরি করেছেন। প্রতিটি ধাপ তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

ঠিক বলেছেন এ ধরনের মিররের ডিজাইন দিয়ে ঘর সাজালে দেখতে বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

বাহ, অসাধারণ ম্যাক্রাম ডিজাইন এর মিরর ফ্রেম তৈরি করেছেন। আপনার হাতের কাজ সত্যি প্রশংসার যোগ্য। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের কাজ শেয়ার করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আপনি ম্যাক্রাম ডিজাইন এর খুব সুন্দর একটি মিরর ফ্রেম তৈরি করেছেন। এভাবে কখনো ডিজাইন করা হয়নি আর দেখাও হয়নি। আপনার এই ম্যাক্রাম ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। মিররটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। এই ডাই প্রজেক্ট বানাতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ও ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আজকাল এ ধরনের কাজ বেশ চোখে পরে। অনেক কিছুই পাওয়া যায়। আর সময়তো একটু লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

বাহ বেশ সুন্দর তো। দেখে খুবই ভালো লাগছে। ম‍্যাক্রাম ডিজাইনের মিরর ফ্রেম টা চমৎকার তৈরি করেছেন আপনি। দেখে খুবই ভালো লাগছে। পাশাপাশি প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসসিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90853.98
ETH 3221.27
USDT 1.00
SBD 2.82