জেনারেল রাইটিংঃসহনশীলতা
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন।আজ ৩রা ভাদ্র,শরৎকাল। ১৪৩১ বঙ্গাব্দ।১৮ই আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।
তাল পাকা গরম চলছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। একপশলা বৃষ্টি আজ ঢাকাতেও হয়েছে। কিন্ত গরম আছে ।আর এই আবহাওয়ায় কম বেশি সবাই আসুস্থ হচ্ছে।সবাই সুস্থ থাকুন এই কামনা করি। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি জেনারেল রাইটিং নিয়ে। প্রতি সপ্তাহে চেষ্টা করি, সমসাময়িক বিষয়ের উপর একটি জেনারেল রাইটিং আপনাদের সাথে শেয়ার করতে। আমার বাংলা ব্লগে পোস্টের ভিন্নতা আনতে এই চেষ্ট। আজকের জেনারেল রাইটিং এর বিষয় 'সহনশীলতা'।
সহনশীলতা একজন মানুষের বড় সম্পদ।মানুষ যত বড় হয় তত সহনশীল হয়। সহনশীলতা এমনি এমনি আসে না, অর্জন করতে হয়। পরিবারের শিক্ষা সহনশীলতা তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।একজন সহনশীল মানুষ কোন মত,পথ,ধর্ম ও গোত্রের নয়। তিনি সবার,সার্বজনীন। প্রত্যেক মনিষীই ছিলেন সহনশীল। একারণেই তারা কুপমুন্ডকতা দূর করে, সমাজে আলো ছড়িয়েছেন। খুব সহজ ভাষায় যদি আমরা বলি, সহনশীলতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। যে কোন পরিস্থিতিতে নিজের ভিতরের আবেগ উচ্ছাসকে দমন বা পরিমিত প্রকাশ। আমাদের প্রকাশে যদি অন্যের পীড়ন বা ক্ষতি না হয়। সহনশীলতা হচ্ছে, আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া।ধৈর্যশীল হওয়া। অপরাদিকে শোধরানোর সময় দেওয়া।অথবা প্রচলিত আইনের আশ্রয় নেওয়া।
বর্তমানে দেশের মানুষ একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষে মানুষে বিভেদের পাহাড় গড়ে তুলছে।রাজনীতি, ধর্ম,গোত্র ও অর্থ বড় হয়ে উঠছে। নিজের বিশ্বাস-মতবাদে বিশ্বাসী না হলে, বল প্রযোগ করে দমানোর চেষ্টা চলছে। অনেকটা জোর যার মল্লুক তার। গত কয়েকদিনের চারপাশের পরিস্থিতি দেখে তাই মনে হয়েছে। সহনশীলতার বড় অভাব পরিলক্ষিত হয়েছে। যা আগামীর জন্য ভালো ফল বয়ে আনবে না। আসুন আমরা সবাই সহনশীল হই। আমাদের সাথে অন্যের মত ও পথের মিল না থাকলেও শ্রদ্ধা ও সম্মান করি।দিন শেষে আমাদের একটাই পরিচয় হোক আমরা মানুষ। সহনশীল মানুষ।
পোস্ট বিবরণ
পোস্ট | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৮ই আগস্ট, ২০২৪ইং |
লোকেশন | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আপু সহনশীলতা আমাদের সবার হওয়া উচিত। সত্যি বর্তমান মানুষের মধ্যে যে বিভেদ চলে তাতে সহনশীল থাকা অনেক কষ্টকর।যাইহোক আমাদের সবার প্রতি সবার সহনীয় হওয়া উচিত। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
জি আপু আমরা একটু সহনশীল হলে দেশটা অনেক সুন্দর হতো।মন্তব্যের জন্য ধন্যবাদ।
কথায় আছে--সইলে সম্পত্তি না সইলে বিপত্তি।তাই সকলকে ধৈর্য্য ধরা উচিত।আপনি সুন্দর বিষয় নিয়ে লিখেছেন।কিন্তু আরো একটু লিখলে ভালো হতো,ধন্যবাদ আপু।
গঠমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1825563334365909273