রেসিপিঃমিষ্টি কুমড়ার চাক ভাজি।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা করি। আমিও ভালো আছি। আজ ৩০শে ফাল্গুন। বসন্তকাল ,১৪৩০ বঙ্গাব্দ। ১৪ই মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

r4.jpg

গতকাল থেকে কিছুতেই মানতে পারছিনা শিল্পী সাদী মহম্মদের মৃত্যু। আপনারা জানেন, সাদী মহম্মদ বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী। অন্যান্য গান কিছু করলেও রবীন্দ্র সংগীত ছিল তার ধ্যান ও জ্ঞান। গতকাল রাতে তার ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারেরা তাঁকে মৃত্যু ঘোষণা করেন। গুণি এই শিল্পীর অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে হাজির হয়েছি একটি রেসিপি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে মিষ্টি কুমড়ার চাক ভাজি। মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর ভিটামিন এ, বি-কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।কোষ্ঠকাঠিন্য দূর, ওজন কমাতে,চোখের যত্নে,ক্যান্সার নিরাময়ে, রক্তস্বল্পতা রোধে,ত্বক ও চুলের যত্নে ও গর্ভবতি মায়েদের জন্য বেশ কার্যকর।বন্ধুরা,অনেক কথা হলো এখন চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটি। আসুন তা ধাপে ধাপে দেখে নেই। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

r5.jpg

o17.jpg

v0.jpg

উপকরণপরিমাণ
মিস্টি কুমড়া২০০ গ্রাম
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১চাঃ চামচ
লবনস্বাদ মতো
তেল২টেঃ চামচ
মরিচ গুড়া১ চাঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

r5.jpg

প্রথমে মিস্টি কুমড়া ১/৪ইঞ্চি পুরো করে লম্বা করে কেটে নিয়েছি।

ধাপ-২

r6.jpg

হলুদ,গুড়া মরি্‌ধনে গুড়া ও লবন দিয়ে মেখে ১০-১৫ মিঃ রেখে দিয়েছি।

ধাপ-৩

r1.jpg

চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।

ধাপ-৪

r2.jpg

তেল গরম হয়ে এলে তাতে মশলা দিয়ে মেখে রাখা কুমড়ো দিয়ে দিয়েছি। এবং উভয় দিক লাল করে ভেজে তুলে নিয়েছি। একইভাবে সবগুলো কুমড়োর চাক ভেজে নিয়েছি।

পরিবেষণ

r4.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের মিস্টি কুমড়োর চাক ভাজি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ১৪ই মার্চ ,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 4 months ago 

আপু আপনার কাছ থেকে আজকে একটি নতুন রেসিপি শিখলাম। মিষ্টি কুমড়া আমরা খায় কিন্তু কখনো মিষ্টি কুমড়া ভাজি করে খাই নাই। আর সত্যি বলতে মিষ্টি কুমড়া যে ভাজি করে খেতে হয় এটা আমাদের জানাও নাই। যেহেতু আজকে আপনার থেকে কাছ থেকে জানতে পারলাম কোন একদিন চেষ্টা করে দেখব এভাবে ভেজে খেতে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদিন ট্রাই করবেন আশাকরি। খেতে বেশ মজা এই রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

কি বলেন আপু শিল্পী সাদী মোহাম্মদ ফাঁস দিয়েছে।খুবই খারাপ লাগলো খবরটা শুনে।তার গান আমার ভীষণ ভালো লাগতো।মনটাই খারাপ হয়ে গেলো।
আপনি আজ মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছেন আপু।আমিও এভাবে ভাজি করে থাকি।খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি উপকারি ও।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমারও পছন্দের শিল্পী ছিলেন সাদী মোহাম্মদ।শুনে বেশ খারাপ লেগেছে। আমার ও খুব পছন্দ মিস্টি কুমড়োর চাক ভাজি ধন্যবাদ আপু মতামতের জন্য।

 4 months ago 

মিষ্টি কুমড়ার উপকারী গুণগুলো এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন সেই সাথে মিষ্টি কুমড়ার মজাদার রেসিপিও তৈরি করেছেন। মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটা বেশ লোভণীয় লাগছে যদিও কখনো খাওয়া হয়নি তবে গরম ভাতের সাথে বেশ মজা লাগবে। লোভনীয় এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদিন বানিয়ে খাবেন। বেশ মজাদার। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 4 months ago 

শিল্পী সাদী মোহাম্মদ ফাঁস নিয়ে মারা গেছে জেনে সত্যি অনেক খারাপ লাগলো। সত্যি আপু মিষ্টি কুমড়া আমার অনেক প্রিয় খাবার। আমি ও গতকাল মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমারও বেশ খারাপ লেগেছে সাদী মোহাম্মদ এর মৃত্যু সংবাদ শুনে।তাইতো শেয়ার করলাম।তা যাই হোক এই রেসিপিটি খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ আপু।

 4 months ago 

মানুষের মৃত্যুর খবর মনকে অনেক নরম করে দেয় এবং কষ্ট দেয়।
যাইহোক আপু, মিষ্টি কুমড়ার চাক ভাজি আমার খুবই প্রিয় একটি খাবার । কিন্তু অনেকদিন হয়েছে রেসিপিটি খাওয়া হয়না। আপনার তৈরি মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

ঠিক বলেছেন আপু মৃত্যু সংবাদ মন নরম করে দেয়।যেহেতু অনেক দিন খাওয়া হয়নি। করে খেয়ে নিন। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 4 months ago 

আপনি আজকে মিষ্টি কুমড়ার চাক ভাজি করেছেন। তবে রেসিপিটি আমার কাছে ইউনিক মনে হয়েছে। এভাবে কখনো মিষ্টি কুমড়ার চাক ভাজি করে খাওয়া হয়েনি। দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 months ago 

জি ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

মিষ্টি কুমড়া ভাজা খেতে আমার ভীষণ পছন্দ। তবে কুচি করে কিংবা গোট গোট করে ভেজে খেয়েছি এভাবে ভাজা খাওয়া হয়নি।এরকম করে পাতলা করে কেটে চালের গুড়ি দিয়ে পাতলা করে পাট ভাজা রান্না করে খেয়েছি। আপনার চাক ভাজা গুলো দেখতে দারুণ চমৎকার লাগছে।ধাপে ধাপে সুন্দর করে রেসিপিটি গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 4 months ago 

এভাবে একদিন করে খাবেন। আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67164.91
ETH 3518.77
USDT 1.00
SBD 2.71