জেনারেল রাইটিংঃ না বলার দক্ষতা ও কৌশল।

in আমার বাংলা ব্লগlast year (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি।আজ ১৪ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৯ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ।বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আর তাহলো না বলার দক্ষতা। এ বিষয়টি সম্পর্কে আমার তেমন ধারনা ছিলো না। কিন্তু আমি যখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে কর্মসুত্রে যুক্ত ছিলাম তখন বিষয়টি সম্পর্কে ধারনা পেয়ে থাকি। আজ আমি সেই বিষয়টি নিয়েই পোস্টটি লিখার চেস্টা করবো।

no1.jpg

source

জীবন দক্ষতার একটি পার্ট না বলা। সহমত ভাইয়েরাই না বলতে পারেনা। আপনি যদি সহমত ভাই হতে না চান, তাহলে না বলতে শিখুন। নিজের বিচার-বুদ্ধি কাজে লাগান। জীবন পালটে যাবে। অনেকই মনে করতে পারেন না বলা আবার দক্ষতা হতে পারে নাকি। যে কেউ এই কাজ অনায়াসে করতে পারে। কিন্তু বিষয়টি ততো সহজ নয়।উনি কি মনে করবেন ভাবতে ভাবতে নিজেকে জড়িয়ে ফেলতে হয়। কখনো কখনো এমন পরিস্থিতির তৈরি হয় যে,তখন আপনার না বলা দরকার ছিল কিন্তু আপনি না বলতে পারছেন না।তখন আর করার কিছুই থাকেনা,না বলার দক্ষতা ও সঠিক কৌশল না জানার কারণে। অথবা এমন কেউ আপনাকে এমন একটি কাজ করতে বলছে বা আপনার সন্তান অন্যায় আবদার করছে যেটা আপনার করা ঠিক হবে না। কিন্তু অতি ভালোবাসা থেকে না বলতে পারছেন না ,না বলার সঠিক কৌশল না জানার কারণে অন্যায় আবদার আপনাকে মেনে নিতে হচ্ছে। আর এভাবেই বর্তমানে না বলার দক্ষতা ও কৌশল না জানার কারনে অনেকেই বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। যার কারনে পরিবার ও সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে।


আমাদের সমাজে হুজুগে মাতোয়ারা হওয়ার প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিশোর-কিশোরী-তরুণেরা গা ভাসিয়ে দিচ্ছে। আস্তে-ধীরে অপরাধ প্রবনতার সাথে ও নেশার জগতের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। উদাহরন দিয়ে বিষয়টি বোঝানোর চেস্টা করছি। ধরুন এক বড় ভাই আপনাকে এমন একটি কাজ করতে বলছে যা করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি না বলতে পারছেন না । কিন্তু আপনি যদি না বলায় দক্ষ হতেন ,তাহলে তা থেকে আপনি আপনাকে রক্ষা করতে পারতেন। ঘুষ নেয়া বা দেয়া একটি অপরাধ এটা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই ঘুষ নিতে বা দিতে চান না ,কিন্তু পরিবেশ পরিস্থিতির কারনে ঘুষ নিতে বা দিতে বাধ্য হচ্ছেন। সেখানেও না বলার দক্ষতা না থাকায় তাকে অনিচ্ছা সত্ত্বেও পরিবেশ পরিস্থিতির কারণে সেই কাজ করতে হচ্ছে।

আবার এমন কাজ করতে বলা হচ্ছে যা করলে দেশের মধ্যে অরাজকতার সৃস্টি হবে ।কিন্তু সঠিক ভাবে না বলতে পারার কারনে আপনি সে কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন।এবং আস্তে আস্তে আপরাধী হয়ে উঠছেন। আপনি জানেন টিন এজরা এখন মোবাইল গেমে আসক্ত হচ্ছে বা কিশোর গ্যাং এ যুক্ত হচ্ছে, বাইক রাইডে মেতে উঠছে। তারপরেও আপনি টিন এজ সন্তানের আবদার রাখতে মোবাইল- বাইক কিনে দিচ্ছেন। আর প্রায় ফলাফল হিসেবে পাওয়া যাচ্ছে সন্তান বাইক এক্সিডেন্ট করেছে বা মোবাইলে আসক্ত হয়ে পড়ালেখা থেকে সরে যাচ্ছে বা অপরাধ প্রবনতায় যুক্ত হচ্ছে। আপনি যদি ভয় না পেয়ে বা ভালোবাসায় অন্ধ না হয়ে সঠিকভাবে না বলার কৌশলটি জানতেন ,তাহলে এ ধরনের পরিস্থিতি থেকে নিজেকে বা সন্তানকে রক্ষা করতে পারতেন।

সে জন্য কোন কাজ করার আগে-পিছে ভাবতে হবে। না বলার সময় আপনাকে, আপনি কেন সে কাজটি করতে পারবেন না তার সঠিক যুক্তি বা গ্রাউন্ড থাকতে হবে। আপনার মন চাইছে না তাই করছেন না এমন কথা বললে তার কোন গুরুত্ব অন্যের কাছে থাকে না। অনেকটা বাল্যসুল্ভ হয়ে যায়। তাই সহমত ভাই না হয়ে মাথা খুলে সিদ্ধান্ত নেই। অন্যায্য,আসাম্য, ক্ষতিকর,অমঙ্গলজনক সবকিছুকে না বলি। না বলার চর্চা ঘরে বাইরে বৃদ্ধি পাক।

আবার মনে করবেন না যে আমি হ্যা এর বিপক্ষে। হ্যাঁ আমরা অবশ্যই বলবো তবে যে সকল ক্ষেত্রে হ্যাঁ বললে নিজের ও অন্য কারও কোন ক্ষতি হবে না। তা ব্যক্তি বা সমাজ যে ক্ষেত্রেই হোক। তাই যথাযথ স্থানে না ও হ্যাঁ বলার কৌশল ও দক্ষতা থাকা সকলের দরকার।

পোস্ট বিবরণ

পোস্টজেনারেল পোস্ট
পোস্ট তৈরিselina 75
তারিখ২৯ আগস্ট ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

পরিস্থিতি টাই এখন এমন হয়ে গিয়েছে আমরা এখন সহমত এর দলেই গেছি।না বলতে গেলে আপনি শত্রু হয়ে যাবেন বিপদ বেরে যাবে।তবে সচেতনতা আমাদের খুব জরুরি দারুন লিখেছেন আপনি।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাই সচেতনতা ও না বলার কৌশল ও দক্ষতা বিপদ থেকে দূরে রাখতে সাহায্য করে । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মেসেঞ্জারের মিডিয়া ফাইল লোকেশন কী কখনো ইমেজ সোর্স হতে পারে? লেভেল ওয়ান থেকেই এই বিষয়গুলো শেখানো হয়েছে।
আপনি কপিরাইট ফ্রি কোন ইমেজ সাইট থেকে ফটো নিয়ে আপলোড দিন আর এটি যদি কপিরাইট ফ্রি হয়ে থাকে তাহলে সেই সোর্স উল্লেখ করুন।

 last year 

খেয়াল না করার কারনে ভুল হয়েছে । ঠিক করে দিয়েছি । অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65