বিভিন্ন ফুল ও গাছের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৫ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ শরৎ-কাল, ২০শে আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।বন্ধুরা নিয়মিত ব্লগিং এর আজ হাজির হয়েছি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। পোস্টের ভিন্নতা আনতে আমি প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেস্টা করি। আজ আমি কিছু গাছ ও ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ।যা আমি বৃক্ষ মেলায় ঘুরতে গিয়ে করেছিলাম। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

p10.jfif

এটি নাইট কুইন ফুলের ফটোগ্রাফি। দেখতে বেশ সুন্দর এই ফুল । সেই সাথে এই ফুলের রয়েছে সুমিষ্ঠ গন্ধ। সাদা রং এর এই ফুলের ভিতরে ঘিয়ে রং এর। নাইটকুইন ক্যাকটাস জাতীয় গাছ। নাইট কুইন ফুল সাধারনত সন্ধ্যা বেলায় ফুটতে শুরু করে আর ভোর হতেই ঝরে যায়। বর্ষা কাল হলো এ ফুল ফোটার উপযুক্ত সময়। আজকাল বাসা বাড়িতে এই ফুলের চাষ বেশ দেখা যায়।

দ্বিতীয় ফটোগ্রাফি

p9.jfif

ফুলটি হলো এডিনিয়াম।এডিনিয়াম ফুল লাল,মেরুন, গোলাপী,ঘিয়ে,সাদা,হলদে,নীলাভ সহ বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। এই ফুলকে মরুভুমির গোলাপও বলা হয়।ম্রুভূমির মতো পরিবেশে টিকে থাকতে পারে বলে একে মরুভূমির গোলাপ বলা হয়। এর ইংরেজি নাম ডেজার্ট রোস।বর্ষাকালে এই ফুল বেশি ফোটে তবে সারা বছরই এই ফুল ফুটতে দেখা যায়।আজকাল বানিজ্যিকভাবে এ ফুলের গাছ বেশ চাষ চোখে পরে।

তৃতীয় ফটোগ্রাফি

p8.jfif

p11.jfif

অলকা নন্দা ফুলের ফটোগ্রাফি এটি। ছোটোবেলায় আমরা এই ফুলকে মাইক ফুল বলতাম।মাইকের মতো দেখতে বলে। এই ফুল বিভিন্ন রং এর দেখা যায়।তবে হলুদ রং এর অলকানন্দা ফুল্ বেশি দেখা যায়।গ্রীষ্মকালের শুরুতে গাছে ফুল ফোটে এবং হেমন্ত কাল পর্যন্ত ফোটে। তবে বর্ষাকালে বেশি পরিমাণে এই ফুল ফোটতে দেখা যায়।

চতুর্থ ফটোগ্রাফি

p7.jpg

চেরী ফুলের ফটোগ্রাফি এটি। পৃথিবীতে প্রায় ৪৫০ জাতের চেরী ফুল রয়েছে।চেরী বিদেশী ফুল। জাপানের জাতীয় ফুল চেরী। জাপানে চেরী ফুল ফোটার সময় জাপানীরা "হানামি" উৎসব পালন করে।প্রায় দের হাজার বছর ধরে জাপানীরা এই ফুলকে নিয়ে উৎসব পালন করে আসছে।আজকেল আমাদের দেশেও এই ফুলের চাষ হচ্ছে। থোকায় থোকায় এই ফুল ফোটে বলে দেখতে বেশ সুন্দর লাগে। আমাদের দেশে সাদা, লাল জাতের চেরী ফুল বেশি দেখা যায়।

পঞ্চম ফটোগ্রাফি

p4.jpg

বাংলাদেশের সবচেয়ে পরিচিত ফুল এই কাঠ গোলাপ ফুল। দেশের সর্বত্র কাঠ গোলাপ ফুল দেখতে পাওয়া যায়।কাঠ গোলাপ বিভিন্ন রং এর হয়ে থাকে।সাদা কাঠ গোলাপ দেখতে অপরুপ লাগে।।সারা বছরই এই ফুল ফোটে।মিষ্টি সুগন্ধ যুক্ত এই ফুল সহজেই মন ভরিয়ে দেয়।বৃষ্টিভেজা কাঠ গোলাপ ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করে নিলাম। এই ফুলের চাষ পদ্ধতি বেশ সহজ। যে কোন জায়গায় সহজে চাষ করা যায়।

ষষ্ঠ ফটোগ্রাফি

p5.jpg

বট বনসাই এর ফটোগ্রাফি এটি। বনসাই একটি শিল্প। শক্ত কান্ড জাতীয় গাছকে ছোট কোন পাত্রে বছরের পর বছর বাঁচিয়ে রাখার শিল্পকে বলা হয় বনসাই। সহজ আর্থ হলো বামুন গাছ।নার্সারীর মালিক জানালো এই গাছের বয়স প্রায় ১৫ বছর। বনসাই গাছ ঘর সাজানোর জন্য আজকেল বেশ দেখা যায়। এক একটি বনসাই গাছ ১-১৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। অনেকেই আজকাল বনসাই গাছ তৈরি ও বিক্রিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন।

সপ্তম ফটোগ্রাফি

p6.jpg

p1.jpg

ক্যাকটাস এর ফটোগ্রাফি। ক্যাকটাস মরুভূমির গাছ।এই গাছ সাধারনত কাঁটা যুক্ত হয়,তবে কাঁটাহীন ক্যাকটাসো দেখা যায়। ঘর ও অফিস সাজাতে ক্যাকটাস অনেকেই ব্যবহার করেন ,তবে নিচের ক্যাকটাসটি দু'তো ভিন্ন রং এর ক্যাকটাস যুক্ত করে তৈরি করা হয়েছে।পৃথিবিতে অনেক জাতের ক্যাকটাস রয়েছে। তার মধ্যে কিছু কিছু ক্যাকটাসে সুন্দর সুন্দর ফুল ফুটতেও দেখা যায়।
আশাকরি আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
ক্যামেরাRedmi Note A5,Samsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২০শে আগস্ট, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

অসাধারণ সবকটি ফটোগ্রাফি। ক্যাকটাসের ছবিটি অসাধারণ হয়েছে। এছাড়াও বনসাই দেখে খুব ভালো লাগলো। আমি এক জায়গায় বনশাইয়ে বটগাছ দেখেছিলাম। অসাধারণ শিল্পকর্মের নিদর্শন। আপনার সবকটি ফুলের ছবি দেখে মন একেবারে ভালো হয়ে গেল।

 14 hours ago 

তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না,তবুও চেস্টা করি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

 2 days ago 

বিভিন্ন ফুল ও গাছের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করেছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 14 hours ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

আপু আপনার শেয়ার করা বিভিন্ন ফুল ও গাছের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। এডিনিয়াম ও নাইট কুইন ফুলটি দারুন লাগলো দেখতে।আর কাঠ গোলাপ ফুল তো আমার ভীষণ পছন্দ। ধন্যবাদ জানাই আপনাকে ফুল ও গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 14 hours ago 

আমার কাছেও এই দু'টো ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি এবং গাছের ফটোগ্রাফি শেয়ার করলেন। বিশেষ করে নাইট কুইন ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আর কাঠ গোলাপ ফুলের কালারটা তো দারুন এসেছে। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি এবং গাছের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 14 hours ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো অসাধারণ লেগেছে আপনার ফটোগ্রাফি, গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 hours ago 

আমার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

খুব সুন্দর সুন্দর ফুল ও গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফুলগুলো বেশ চমৎকার ছিল। এছাড়াও বিদেশি এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। কোন পার্কে অবস্থান করলে এ সমস্ত কাজগুলো বেশি লক্ষ্য করা যায়।

 14 hours ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 17 hours ago 

অনেক ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে। নাইট কুইন ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। আপনি দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। চেরি ফুলের ফটোগ্রাফি দেখেও ভালো লাগলো। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ। শেষের ক্যাকটাস গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 14 hours ago 

আমার কাছেও নাইট কুইন ফুলের ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 14 hours ago 

আজকে আপনি অসাধারণ কিছু ফুল এবং গাছের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে ভিন্নতা দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ক্যাকটাস গাছের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং এডিনিয়াম ফুলের ফটোগ্রাফি ও নাইট কুইন ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে অসাধারণ ফটোগ্রাফি করেন আপনি। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে বর্ণনা দিয়ে শেয়ার করেছেন আমাদের মাঝে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60007.44
ETH 2590.20
USDT 1.00
SBD 2.61