অরিগ্যামিঃ একটি টকিং ব্যাঙ তৈরি।

in আমার বাংলা ব্লগ5 months ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ৫ মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৯ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

o30.jpg

ঢাকায় আজ শীতের তীব্রতা তেমন নেই। সকাল থেকেই ঝলমলে রোদ। বেশ কয়েকদিন পর ঢাকার আবহাওয়া স্বাভাবিক। আমার বাংলা ব্লগ এর নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি, একটি অরিগ্যামি পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি টকিং ব্যাঙ এর অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি,টকিং ব্যাঙ এর অরিগ্যামি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, কাগজকে ভাঁজে ফেলে। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। যে কোন অরিগ্যামি বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করেছি, যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি ব্যাঙ এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও কাঁচি উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের ব্যাঙ এর অরিগ্যামিটি। আশাকরি, আজকের ব্যাঙ এর অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

o31.jpg

১।কমলা ও সবুজ রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

o2.jpg

প্রথমে ১৫সেঃ মিঃX১৫সেঃমিঃ সাইজের সবুজ রং এর কাগজ নিয়েছি ব্যাঙ এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o3.jpg

o4.jpg

এরপর কাগজটিকে উভয় পাশে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o5.jpg

o6.jpg

এরপর কাগজটির চার কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করা।

ধাপ-৪

o7.jpg

o8.jpg

ভাঁজ করা কাগজের উলটো পাশে ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o9.jpg

o10.jpg

o11.jpg

দু'পাশের কাগজ ভাঁজ করে নিয়েছি। এবং উপরের অংশও ভাঁজ করে নিয়েছি। ছবির মত করে।

ধাপ-৬

o13.jpg

o15.jpg

কাগজটির যে পাশে ভাঁজ করেছি তার অন্যপাশে যে ভাজ হয়েছে তা খুলে নিয়েছি।

ধাপ-৭

o17.jpg

o18.jpg

এবার ২ সেঃ মিX১৫ সেঃ মিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি। এবং তা চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o22.jpg

o23.jpg

এবার সাদা ও কালো রং এর কাগজ গোল করে কেটে নিয়েছি ব্যাঙ এর চোখ বানানোর জন্য। এবং কমলা রং এর কাগজ দিয়ে ব্যাঙ এর জিহব কেটে নিয়েছি।

ধাপ-৯

o19.jpg

o20.jpg

o21.jpg

চিকন করে ভাঁজ করা কাগজটি ছবির মতো করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এই কাগজটি নিচের দিকে টানলে ব্যাঙ এর মুখ খুলবে ও বন্ধ হবে।

ধাপ-১০

o24.jpg

o25.jpg

গাম দিয়ে জিহবা ও চোখ লাগিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম একটি ব্যাঙ এর অরিগ্যামি।

উপস্থাপনা

o27.jpg

o28.jpg

o29.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো টকিং ব্যাঙ এর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে।এই শীতে পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের।সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এ কামনা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৯ জানুয়ারী ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 5 months ago 

ঠিক বলেছেন আপু অরিগামী মানেই তো ভাজের খেলা। একটি কাগজকে বিভিন্ন রকমের ভাঁজে সুন্দর অরিগামি তৈরি করা যায়। আপনার টকিং ব্যাঙ টি কিন্তু খুব সুন্দর হয়েছে। একেবারে ইউনিক একটি ডাই তৈরি করেছেন। চোখ দুটি দেখতে খুবই কিউট লাগছে।

 5 months ago 

আমার তৈরি করা টকিং ব্যাঙ এর অরিগ্যামি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগল। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

যদিও এখন শীতকাল চলছে তবে বর্ষাকাল হলে ব্যাঙের ডাক শুনতে পেতাম। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে টকিং ব্যাঙ তৈরি করেছেন। ব্যাঙ তৈরি করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 5 months ago 

ঠিক তাই বর্ষাকালে ব্যাঙ এর ডাক শোনা যায়। আমি শীতকালে শোনালাম। ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে আপনি যাবেন তৈরি করেছেন সেটা খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 5 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা টকিং ব্যাঙ এর অরিগামী তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা কথা বলতে পারে এমন ভাবেই আপনি তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

একদম অসাধারণ একটি টকিং ব্যাঙ তৈরি করে ফেলেছেন। এই ব্যাঙ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। এখানে খুব সুন্দর ভাবে আপনি এই ব্যাঙটি তৈরি করার ধাপগুলো শেয়ার করেছেন। একই সাথে এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য।

 5 months ago 

জি ভাইয়া বেশ সময় লেগেছে অরিগ্যামি তৈরীতে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

ব্যাঙ এর আকৃতি কিন্তু সেই রকম হয়েছে আপু। রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে আপনি ব্যাংক এর অরিগামি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই খুশি হলাম আপনার সুন্দর এই কাজ দেখে।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

এরকম রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে আপু। আর আপনি তো আজকে খুব সুন্দর ভাবে একটি ব্যাঙ তৈরি করলেন সেটা দেখে আরো ভালো লাগলো। এই অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক ভাজ দিতে হয়। একটা ভাঁজ যদি বেশ কম হয়ে যায় তাহলে পুরো কাজটা একবারে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি ধৈর্য ধরে বেশ সুন্দরভাবে ব্যাঙ তৈরি করলেন। তাতে তো আপনার অরিগ্যামি আরো অসাধারণ লাগলো আমার কাছে।

 5 months ago 

ঠিক তাই অরিগ্যামি তৈরি করা হয় বিভিন্নভাবে ভাঁজ করে। তাই বেশ সাবধানে করতে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60855.42
ETH 3369.56
USDT 1.00
SBD 2.50