কাঁচা মরিচের ঝাল মুচমুচে সুস্বাদু পাকোড়া রেসিপি😋।প্রিয়@shy-fox 10% beneficiary।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুআ তে।

আজকে আমি@santa14 আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম একটি মজাদার রেসিপি নিয়ে।আজকের রেসিপি কাঁচা মরিচের ঝাল ঝাল সুস্বাদু পাকোড়া নিয়ে।আসলে আমি আজ থেকে অনেক দিন অসুস্থ ছিলাম তার মূল কারণ ছিল ব্ল্যাক ম্যাজিক।হ্যা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আমাকে😢😢। আমি আপনাদের দুআ তে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আমার সাথে ঘটে যাওয়া খারাপ অবস্থার কথা আগামীকালের পোস্টে শেয়ার করবো।চলুন তাহলে তৈরি করি মজাদার পাকোড়া রেসিপি।

Picsart_22-11-08_18-17-12-531.jpg

কাঁচা মরিচের ঝাল ঝাল সুস্বাদু পাকোড়া রেসিপি।

IMG_20221106_194746.jpg

নংউপকরণ সমূহপরিমাণ
১.কাঁচা মরিচপরিমাণ মতো।
২.ধনিয়াপাতাপরিমাণ মতো।
৩.পেঁয়াজচারটি।
৪.ডিমএকটি।
৫.আদা ও রসুন বাটাএক চামচ।
৬.জিরা গুঁড়োএক চামচ।
৭.হলুদ গুঁড়োদুই চামচ।
৮.ময়দাএক কাপ।
৯.লবণপরিমাণ মতো।

IMG_20221106_195402.jpg

রেসিপি ধাপ নং-১

IMG_20221106_195344.jpg

প্রথমে পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে নিবো। এরপর কাঁচা মরিচ,ধনিয়াপাতা ও পেঁয়াজ গুলো পরিষ্কার করে ধুয়ে নিবো।

রেসিপি ধাপ নং-২

IMG_20221106_195321.jpg

IMG_20221106_195308.jpg

এবার কাঁচা মরিচ এর ভিতর থেকে বীজ গুলো বের করে ফেলে দিয়ে কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিব।

আমার মতো কেউ খালি হাতে কাঁচা মরিচ এর বীজ ফেলবেন না।আমার হাত খুব খুব জ্বালা করেছে🥵।তাই খালি হাতে না পলিথিন না হয় অন্য কিছু পড়ে এরপর কাটাবেন।

রেসিপি ধাপ নং-৩

IMG_20221106_195254.jpg

IMG_20221106_195223.jpg

এখন কাঁচা মরিচ, ধনিয়াপাতা ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটি থালায় নিয়ে নিব।

রেসিপি ধাপ নং-৪

IMG_20221106_195205.jpg

IMG_20221106_195133.jpg

একটি থালায় ময়দা নিয়ে নিব।আরেকটি থালায় লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা ও রসুন বাটা নিয়ে নিব।

এখানে আমি আদা ও রসুন এক সাথে বেটে ফ্রিজে রেখে ছিলাম তাই আর আলাদা করে নিতে হয় নাই।

রেসিপি ধাপ নং-৫

IMG_20221106_195118.jpg

IMG_20221106_195103.jpg

IMG_20221106_195046.jpg

কাঁচা মরিচ, ধনিয়াপাতা ও পেঁয়াজ কুচি গুলো এক সাথে করে নিয়ে নিব। এরপর একটি ডিম ফাটিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিবো।

রেসিপি ধাপ নং-৬

IMG_20221106_195026.jpg

IMG_20221106_195011.jpg

IMG_20221106_194956.jpg

এখন মাখিয়ে নেওয়া হলে আমি সব গুলো গুঁড়ো মসলা ও বাটা মসলা গুলো এক সাথে দিয়ে দিব। এরপর আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিবো।

রেসিপি ধাপ নং-৭

IMG_20221106_194943.jpg

IMG_20221106_194926.jpg

IMG_20221106_194910.jpg

এবার ময়দা দিয়ে মাখিয়ে নিবো। এরপর অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে মাখিয়ে পাকোড়া তৈরির প্রথম ধাপ টা শেষ করে নিব এখন তেলে দেওয়ার জন্য রেডি।

রেসিপি ধাপ নং-৮

IMG_20221106_194855.jpg

এখন চুলায় একটি করিয়া বসিয়ে দিব। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল টা অনেক গরম করে নিব।

রেসিপি ধাপ নং-৯

IMG_20221106_194835.jpg

IMG_20221106_194816.jpg

IMG_20221106_194804.jpg

IMG_20221106_194746.jpg

এবার একটি চামচ দিয়ে গরম করা তেলে দিয়ে দিব পাকোড়া গুলো। এরপর অল্প অল্প আঁচে পাকোড়া গুলো ভেজে এক পাশে হলে অন্য পাশে ভেজে নামিয়ে রাখবো।

😋রেসিপি ধাপ পরিবেশন😋

IMG_20221106_194727.jpg

IMG_20221106_194703.jpg

IMG_20221106_191139.jpg

এখন পরিবেশনের জন্য একটি থালায় অনেক গুলো ঝাল ঝাল মুচমুচে সুস্বাদু পাকোড়া নিয়ে নিব। এরপর একটি শসা কে গোল গোল করে কেটে দুইটি কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে দিব।এর সাথে রয়েছে বাসায় তৈরি করে তেঁতুল এর সস্।

আশা করি আমার আজকের ঝাল ঝাল কাঁচা মরিচ পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে আমার আজকের পাকোড়া রেসিপিটি আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।

আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏🙏ধন্যবাদ সবাইকে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক দিন পর আপু আপনার পোস্ট দেখতে পেলাম।কি বলেন ব্ল্যাক ম্যাজিক? কে করলো কেনই বা করবে,যাই হোক আগামীকালের পোস্টে না হয় দেখবো।আপু ঝাল লাগে না, আমার তো মরিচ গুলো দেখেই কান গরম হয়ে যাচ্ছে। তবে মনে পাকোড়া গুলো বেশ মজার হবে।ছবির কালার গুলো বেশ সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ।

 2 years ago 

অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম। যাইহোক ভালোই হয়েছে রেসিপিটা। আর শীতের দিনে ভাজাপোড়া একটু বেশিই ভালো লাগে। আর ধনিয়া পাতা দেওয়াই বোঝাই যাচ্ছে পাকড় টা কত সুস্বাদু হয়েছে।

 2 years ago 
ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমার একটু ধারণা আছে।কারণ আমার জানা একটা মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করেছিল।যাই হোক আপনি যে এর হাত থেকে রক্ষা পেয়েছেন শুনে অনেক ভালো লাগলো।তবে আপু আপনার কাঁচা মরিচের পাকোড়া দেখে কিন্তু অনেক লোভনীয়লাগছে। খেতে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে।ঝাল জাতীয় খাবার গুলো আমার কিন্তু অনেক প্রিয় আপু।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
 2 years ago 
আপু আপনার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগল।আর সুস্থ হয়েছেন শুনে খুব ভালো লাগল।যাই হোক, আপনার কাঁচা মরিচের ঝাল মুচমুচে সুস্বাদু পাকোড়া রেসিপিটি খুব চমৎকার হয়েছে।আসলে বিকেলে বা সন্ধ্যায় আমরা কম বেশি ভাজা খেয়ে থাকি।আর এই মুচমুচে পকোড়া হলে তো কথাই নেই। পাকোড়াও আমার ভীষণ পছন্দের।অসংখ্য ধন্যবাদ আপু, এত মজাদার কাঁচা মরিচের ঝাল মুচমুচে সুস্বাদু পকোড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

উপর ওয়ালা আপনাকে হেফাজত করেছেন, তাইতো বেশ কিছুদিন আপনাকে দেখতে পাইনি। আগামী কালের পোস্টটি অবশ্যই পড়বো আপু। আপনার সুস্থতা কামনা করছি।

এটা আমার কাছে নতুন রেসিপি, আর রেসিপি দেখেই বেশ ঝাল লেগেছে মনে হচ্ছে মুখে।
তবে ঝাল ঝাল মুচমুচে রেসিপি এটি।
দারুন ছিল 👌

 2 years ago 

ব্ল্যাক ম্যাজিক বলে কিছু আছে কিনা জানিনা। তবে আপনি যেহেতু বলছেন তাই জানার প্রতি আগ্রহ তৈরি হলো। আপু আপনি অসুস্থ ছিলেন জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে আপনাকে আমরাও সবাই খুব মিস করেছি। যাইহোক যেহেতু এখন অনেকটা ভালো আছেন তাই আশা করছি আপনার অসুস্থতার বিষয়টি আমাদের মাঝে শেয়ার করবেন। কাঁচা মরিচের পাকোড়া রেসিপি সত্যি ইউনিক ছিল। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে এই রেসিপি একেবারে দারুণ লাগবে।

 2 years ago 

ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে তেমন কিছু জানা নেই। তবে এই রকম কিছু একটা আছে বলে শুনেছি। যাই হোক আপনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছি এটাই অনেক বেশি। আপনার কালকের পোষ্টের অপেক্ষায় রইলাম আপু। বিভিন্ন ধরনের পাকোড়া খেয়েছি তবে এরকম পাকোড়া এর আগে কখনো খাওয়া হয়নি। খুবই লোভনীয় লাগছে দেখতে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কাঁচামরিচের পাকোড়া তৈরির প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এ ধরনের পাকুরা কখনো খায়নি তবে আপনার পাকুরা দেখে মনে হচ্ছে অনেক মজার ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63875.92
ETH 2747.99
USDT 1.00
SBD 2.65