বান্ধবীদের সাথে পদ্মবিল ভ্রমণ ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম/শুভ সন্ধা/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালোআছি।

Picsart_24-08-18_19-13-29-342.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে অনেক দিন পর একটি পোস্ট নিয়ে আসলাম। আসলে আমার ফোনে এমবি ছিলও না তার জন্য কোনো পোস্ট করতে পারিনি।হাত একদম খালি ছিলও তার জন্য কিছু করতে পারিনি।যাইহোক আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হলাম পদ্মবিল ভ্রমণ ফটোগ্রাফি।আমাদের এখানে কসবা থানায় গোপীনাথপুর নামক গ্রামে এই অসম্ভব সুন্দর পদ্মবিল টি রয়েছে।আমার এক বান্ধুবীর জন্মদিন ছিলও তার জন্য সেই আমাদের সেখানে নিয়ে যায়।আসলে বান্ধুবীদের সাথে ঘুরাঘুরি করার মূহুর্তটা কখনো খুজে পাবও না।এক সময় আসবে হয়তো এই মূহুর্ত গুলো খুব মিস করবো।এই সব মুহূর্ত গুলো হয়তো আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে। কলেজ নেই তার জন্য তাদের সাথেও দেখা হয় না। যাইহোক আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের ভ্রমণ ফটোগ্রাফি।চলুন তাহলে শুরু করি আজকের ফটোগ্রাফি পোস্ট।

IMG_20240818_185337.jpg

IMG_20240818_185529.jpg

এখানে আমি আমার বান্ধুবীদের সাথে আগে ফটোগ্রাফি করে নিলাম। আর সাথে একটি পদ্মফুল নিয়ে চারজন এক সাথে একটি ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20240818_184051.jpg

IMG_20240818_183615.jpg

IMG_20240818_183646.jpg

IMG_20240818_183855.jpg

এই জায়গা গুলো ছিলও যাওয়ার সময়ের।আমার অটোরিকশা দিয়ে গিয়েছিলাম। পরে মাঝ রাস্তাতে নেমে যায়।আর সাথে সাথে এতো সুন্দর দৃশ্য গুলো ফটোগ্রাফি করে ফেলি।বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা অসম্ভব দারুণ ছিলও।

IMG_20240818_184929.jpg

IMG_20240818_184236.jpg

IMG_20240818_184825.jpg

এখন সবাই মিলে ৩০ মিনিটের জন্য ২০০ টাকা দিয়ে ভাড়া নিলাম নৌকা টা।এক এক করে সবাই নৌকাতে উঠে পড়লাম। তবে অনেক ভয়ে ছিলাম কোনো ফটোগ্রাফি করতে পারিনি আমার নিজের।কারণ নৌকা টা ছোট ছিলও মানুষ ছিলও অনেক। বার বার শুধু এক পাশে ওই পাশে পানি উঠছিলও।

IMG_20240818_184546.jpg

IMG_20240818_184151.jpg

IMG_20240818_184525.jpg

IMG_20240818_184508.jpg

IMG_20240818_184609.jpg

জায়গা টা অসম্ভব সুন্দর ছিলও। বিশেষ করে নিল আকাশের মাঝে পানি গুলো দেখতেও নীল লাগছিলও।আর শুধু পদ্ম ফুলের অসম্ভব সুন্দর সুগন্ধ বাতাসে মিশে আছে।পদ্ম ফুলের বড় বড় পাতা দেখতে দারুণ ছিলও।মিষ্টি বাতাসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল।

IMG_20240818_185031.jpg

IMG_20240818_184657.jpg

IMG_20240818_184951.jpg

IMG_20240818_185010.jpg

যেই টুকু আপনার চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। মাঠের খেলা।এখানে সবাই ঘুরতে আসে নৌকা নিয়ে।জায়গা টা বিষণ বিষণ সুন্দর ছিলও।গ্রামের মাঝখানে হওয়াতে আরও যেনও সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছে।

IMG_20240818_184951.jpg

IMG_20240818_184440.jpg

IMG_20240818_185110.jpg

আসার সময় চার বান্ধুবী মিলে চারটি ফুল নিয়ে নিলাম। সেখানে বেশি ফুল ছিঁড়তে দেয় না।সত্যি বলতে ফুল গাছেই সুন্দর হাতে না।তাও নিয়ে একটি ফটোগ্রাফি করে নিলাম।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

পোস্টবিবরণ
শ্রেণীপদ্মবিল ভ্রমণ ফটোগ্রাফি।
ক্যামেরাস্মার্টফোন।
পোস্ট তৈরিআমি @santa14
ডিভাইসoppo A54।
লোকেশনসোর্স

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

আশা করি আমার আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।কেমন লেগেছে অবশ্যই জানাবেন।আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png
নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপু আপনার ফোনে এমবি ছিল না শুনে সত্যি অনেক খারাপ লাগলো। এরকম পরিস্থিতিতে কিছুই ভালো লাগেনা। আপনার বান্ধবীদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

বান্ধবীদের সাথে পদ্মবিল ঘোড়ার সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আপু একটা সময় আসে যে সময়টা বান্ধবীদের কথা খুব মনে পড়ে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

বান্ধবীদের সাথে এত সুন্দর মুহূর্ত কাটালেন দেখে তো ভালো লাগলো। এরকম জায়গায় ঘুরতে গেলে কিন্তু অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়। আপনি ঘুরাঘুরি করার সময় অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। পদ্মবিলটা অনেক বেশি সুন্দর। আপনারা তো দেখছি ওখান থেকে অনেক সুন্দর ফুল তুলেছেন। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মোবাইলে এমবি না থাকার কারণে কাজ করতে পারেননি শুনে অনেক খারাপ লাগলো। আশা করছি এখন থেকে ভালোভাবে কাজ করে যেতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61757.03
ETH 2490.84
USDT 1.00
SBD 2.64