গাজীপুর গ্রিনভিউ রিসোর্ট ভ্রমণের ফটোগ্রাফি।প্রিয় shy-fox 10% beneficiar।

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম/নমস্কার

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

Picsart_24-03-08_13-20-16-437.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম।আজকে আমি গাজীপুর গ্রিনভিউ রিসোর্ট ভ্রমণের কিছু ফটোগ্রাফি পোস্ট করবো।যদিও এখানে ঘুরতে গিয়েছিলাম আরও অনেক আগেই।এই দিন ছিলও আমার চোখ অপারেশনের আগের দিন।আমার খালাতো বোনের সাথে গিয়েছিলাম।আর সেই দিন গাজীপুর গ্রীণভিউ রিসোর্টে একটা কনসার্ট ছিলও।আর আপুর হাসবেন্ড এর ইনভাইট ছিলও।তার জন্য আমিও গিয়েছিলাম আপুদের সাথে।এমনিতে এখানে এন্ট্রি ফি ছিলও ১৪০০ টাকা। আর এখানে অনলাইনে বুকিং করতে হয়।

জায়গা টা অসম্ভব সুন্দর এমন জায়গা তে গিয়ে আপনার মন এক নিমিষেই ভালো হয়ে যাবে। চারদিকে শুধু ফুল আর ফুল। মনে হচ্ছিল আমি ফুলের মাঝে ফুলের রাণী বুঝি হি হি হি🤭।যাইহোক গেইট দিয়ে ভিতরে প্রবেশ করার আগে দেখতে মনে হয় কোনো ড্রাগন মুভির সেই গেইট বুঝি।ভিতরে প্রবেশ করতেই এতো সুন্দর।এরপর ভিতরে চিরিয়াখানা ও ছিলও অনেক ধরনের পাখি ও হরিণ ছিলও।অন্ধার হয়ে যাওয়াতে আর ফটোগ্রাফি করতে পারিনি।আচ্ছা যাইহোক চলুন তাহলে শুরু করি আজকের পোস্ট।

ফটোগ্রাফি পোস্ট ১নং ধাপ

IMG_20240308_124140.jpg

IMG_20240308_124246.jpg

প্রথমে গেইট দিয়ে ঢুকতে অনেক বড় বড় পামঅয়েল গাছ চার পাশে। এরপর বিভিন্ন ধরনের গাছ পাশে বড় একটা মাঠ।যদিও প্রথমে ঢুকে বুঝতে পারিনি এতোটা সুন্দর ভিতরে।এরপর কিছু সময় সামনে গিয়ে দেখছি অসাধারণ বসার জায়গা।

ফটোগ্রাফি ২নং ধাপ

IMG_20240308_130753.jpg

IMG_20240308_130556.jpg

এরপর আমি আরও সামনের দিকে এগিয়ে যায়। যতো সামনে যায় আমি মনে হয় হারিয়ে যাচ্ছি ফুলের রাজ্যে।

ফটোগ্রাফি ৩নং ধাপ

IMG_20240308_125043.jpg

IMG_20240308_124846.jpg

আরও ভিতরের দিকে গিয়ে ফুলের সুগন্ধে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।এতো সুন্দর সৃষ্টি আল্লাহ তায়ালার।এর মধ্যে মানুষ ও আবার সাজিয়ে গুছিয়ে আরও সুন্দর করে রাখলো।একটি গাছ কে লাভ আকৃতি রীতি দিয়ে রাখলো।

ফটোগ্রাফি ৪নং ধাপ

IMG_20240308_124646.jpg

IMG_20240308_124557.jpg

এখানে ওইদিন বুকিং থাকায় বসার সব গুলো টেবিল উঠিয়ে রেখেছিলও।আরও বেশি সুন্দর লাগছিলও হরেক রকমের ফুলের জন্য।

ফটোগ্রাফি ৫নং ধাপ

IMG_20240308_124804.jpg

IMG_20240308_125357.jpg

যতো দূর আমার চোখ গিয়েছে ফুল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না।আর এই পাশের ফটোগ্রাফি করতে গিয়ে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম। কোন পাশে ছেড়ে কোন পাশের ফটোগ্রাফি করবো।এখানে অনেক টা জায়গা নিয়ে শুধু টিপের মধ্যে বিভিন্ন ধরনের ফুল।

ফটোগ্রাফি ৬নং ধাপ

IMG_20240308_124945.jpg

IMG_20240308_131352.jpg

এরপর লোভ সামলাতে না পেরে আমিও ছবি তুলে ফেলি।এতো সুন্দর জায়গা টা অসাধারণ।

ফটোগ্রাফি ৭নং ধাপ

IMG_20240308_193457.jpg

IMG_20240308_131220.jpg

আর এইদিকে সব লাল ফুলের বাহার। ফুল গুলো কি নাম তা জানা নেই আমার। এখানে ফটোগ্রাফি করার জন্য জায়গা করে রেখেছে ওরা তাই সবাই দেখছিলাম ফটোগ্রাফি করছে তাই আমিও করে নিলাম একটি।

ফটোগ্রাফি ৭নং ধাপ

IMG_20240308_124428.jpg

এখানে অনেক সুন্দর একটি সুইমিং পুল ছিলও।এর পাশেই ছিলও একটি রেস্টুরেন্ট আরও কয়টা পর্যটকের জন্য হোটেল।অনেকই সুইমিং পুলে নেমে আনন্দ করছিলও।এর পাশই ছিলও বাচ্চাদের জন্য খেলার জায়গা।

ফটোগ্রাফি ৮নং ধাপ

IMG_20240308_131059.jpg

IMG_20240308_131142.jpg

সুইমিং পুলের পাশে আরেকটি ছোট পুল ছিলও।এর মধ্যে অনেক গুলো সাকার মাছ ছিলও।তার পাশে ছিলও একটি বড় কাঠগোলাপ গাছ। আমিও একটি ফটোগ্রাফি করে ছিলাম। এর মধ্যে পাশেই বড় বড় পাথ দিয়ে জায়গা টা সাজিয়েছে।জায়গা টা বেশি ভালো লাগে তার জন্য একটি ফটোগ্রাফি করে নিলাম নিজের।

এখানেই আমার আজকের ফটোগ্রাফি পোস্ট সমাপ্ত করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
ফটোগ্রাফির বিবরণ
ফটোগ্রাফিগাজীপুর গ্রিনভিউ রিসোর্ট ভ্রমণ ফটোগ্রাফি।
ফটোগ্রাফারআমি @santa14
ডিভাইসoppo A54
লোকেশনসোর্স

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png

আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

বাহ গাজীপুরের গ্রিনভিউ রিসোর্ট দেখছি বেশ দারুন। বিশেষ করে অনেক ধরনের ফুলের দেখা মিলছে । এমন পরিবেশে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। তেমন ভাবে আপনার ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এমন পরিবেশ এক নিমিষেই মন ভালো করে দিবে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়। কমেন্ট করে পাশে থাকার জন্য।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ঘোরাঘুরি করতে আমি অনেক ভালবাসি। নতুন একটি পার্কে ঘুরতে গিয়ে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন। আপনার কাটানো কিছু আনন্দময় মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জি ভাইয়া অনেক সুন্দর ও ভালো সময় কাটিয়ে ছিলাম। এতো সুন্দর জায়গা মাশাআল্লাহ। ঘোরাঘুরি ভালো লাগে আমারও।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে পাশে থাকার জন্য।

 4 months ago 

সুন্দর একটি জায়গার সাথে পরিচিত করে দিয়েছেন আপু। আপনার যেমন ভ্রমন হয়েছে আনন্দ হয়েছে তেমনি আমার কিন্তু অজানা জায়গা সম্পর্কে ধারণা হয়েছে এই পোষ্টের মধ্য দিয়ে। সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখার সুযোগ হলো। আর ফটোগ্রাফির মাধ্যমে কিন্তু আজকে প্রথম আমি আপনাকে দেখলাম আপু।

 4 months ago 

জি আপু অবশ্যই সময় করে এখানে গিয়ে ঘুড়তে যাবেন। মন ভালো হয়ে যাবে। আপনি আমাকে এই পোস্টে দেখেন শুনে ভালো লাগলো যদিও আমি আরও অনেক পোস্ট করেছি।অনেক অনেক ধন্যবাদ আপ। আপনার মূল্যবান সময় দিয়ে পাশে থাকা। জন্য

 4 months ago 

গাজীপুর গ্রিনভিউ রিসোর্ট ভ্রমণের আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। গ্রিনভিউ রিসোর্সের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুণ। বেশ চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। গ্রিনভিউ রিসোর্টে কাটানো মুহূর্তগুলো অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

জি ভাইয়া অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়। মূল্যবান সময় দিয়ে পাশে থাকার জন্য।

 4 months ago 

আপু আপনাকে দেখে সত্যি ফুলের রানী মনে হচ্ছে। গাজীপুরে গ্রীনভিউ রিসোর্টটি দেখতে সত্যি অসম্ভব সুন্দর। যদিও গাজীপুর অনেক বছর থেকে এসেছি কিন্তু কখনো এখানে ঘুরতে যাওয়া হয়নি। আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর একটি রিসোর্ট এর কথা জানতে পারলাম। কখনো সময় হলে অবশ্যই ঘুরে আসবো। রিসোর্টের ভিতরে যেন ফুলের মেলা বসেছে। এই সুন্দর দৃশ্য দেখেই মন জুড়িয়ে যায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর কমেন্ট করার জন্য। আপু এইটা নতুন হয়েছে। পারলে সময় করে ঘুড়ে আসবেন মন ভালো হয়ে যাবে।অনেক অনেক ধন্যবাদ আপ। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63476.83
ETH 3413.43
USDT 1.00
SBD 2.50