ইসলামি গান কভার গোলাপ নিলাম গাঁধা নিলাম রজনীগন্ধা।প্রিয় shy-fox 10% beneficiar।

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম/নমস্কার

আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন?আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20240226_150706.jpg

আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম।আসলে আমার পরিক্ষা চলছে তার জন্য একটু কম একটিভ থাকতে পারছি।তবে এখন থেকে চেষ্টা করবো পোস্ট টা ঠিক রাখার জন্য।আজকে শবেবরাত উপলক্ষে আমি একটি ইসলামিক গান কভার করবো।ইসলামিক গানটি হলো গোলাপ নিলাম গাঁধা নিলাম রজনীগন্ধা।এই ইসলামিক গান টা আমার অনেক অনেক পছন্দের। আগে অনেক বার স্কুলে আর কলেজে এই ইসলামিক গান টা গেয়েছিলাম।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ইসলামিক গানটি।

ইসলামিক গানের তথ্য
ইসলামিক গানগোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনীগন্ধা।
লেখকসৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি।
সুরকারসৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি।
গীতিকারসৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি।
পরিবেশনেআমি @santa14
ইসলামিক গানের লিরিক্স

গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা
একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা
হাসিমুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা.. ২,
সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা ২,
ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ইয়া হাবীবাল্লাহ (ﷺ)..২

লাল রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে?
উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে।...২
লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা ।
মনের সুখে মালা গাঁথলাম সকাল থেকে সন্ধা-২

হলুদ রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে?
নূর নবীজির নূরাণী দেহের কথা বলে।...২
হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা
মনের সুখে মালা গাঁথলাম সকাল থেকে সন্ধা-২

সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে ?
নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে।
সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা।
মনের সুখে মালা গাঁথলাম সকাল থেকে সন্ধা-২
ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ইয়া হাবীবাল্লাহ (ﷺ)..২

ইসলামিক গানের ইউটিউব লিংক

আশা করি আমার আজকের এই ইসলামিক গানটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

আজকে এই পর্যন্তই বিদায় নিলা। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSdGLWkDaDJPgEpW2HBpRzWVBWYeZPStyQvwCfppe5ZctbWrSRFM4hXHSKb5NHJqVuDbm8YCr3PsMXaSSESJ9TUgbR7gRbpasC68zcNduTZ8RNgWdg8SxW8xqTnY718yvjiRYdrBabs72my5i7jju4HF9x4X8KA57QDHWcjuo5g.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvaqfo8YsKCzkAvQoGDwrtvAJeqMTpZW7N8oPfDYiXSRYy9GcqfTUqDM1iFDWsBzhCdG1R398pL1oASFBtqZywrsnwqe2VkXnB2FBC8XGqsFCERyGofn3FTo8gW7KMiJDpWx1oHyL5tjbYfnpdh7DGupXpsgTV9Jsq1WUDkThNrS.png

আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvSwW3AUnY7pXDSmaYZX1mwt1YK8UZeuFMN2GcF1hwAK27bgkK92HLbt7VfjzzrU6G6LjMm5QNJ3oLV7ajvat2Sg97LTWfu1QSgoueU41USU3NhBmcR684kh5Mpr8gqs1RhgPGbjKsgs1hdHQsTXuJctZMBokKNSKVCneoo8YRqY.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmwKtcuUVAUNh2dfaLjMTAZpWSVqHGryjmSxKCnmwDdfcL3LHsM1Di4PEMRy1dZC9LygW5XWq56mHEMLE8jjhy45DzWPtuhAM3gcxPDVmnY1LHJZcdxftcLbr1W8TbyUjK68U8HxVhi3wzFTKTf9gyqJaBGUU5mNpwKn2MgQFneUE.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmukNfs2GuW2etrTVEYNc1vW1DsqnRnee2zJWh2DCbPduaKfaS7uvzEJJQXDnyBqwU6zxcFcXiXiYSUu6AwvfNtE1ECCufxHeAzKkus6TvSJwfCCs3nsrDWUfPFybRULDd6FgG7D3tcH5W3dXoNWzfLMEgYHRnicmRcgwmQ2vRhdo.gif

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmw4A3zY3NcDtsXXcknfiPWwLU6feJwZBt5cQhRcR3SPGqHf5Ws4Bjy3cSPz6mERQ1sDZwH4DBExxbZW1DTirHi88MKSQTFbdHRXBsYDrufkmeD4foYQShuJ6ezpD7oQ2nAYyz12uRSP6ewx1siSB3msxMiFW1QTwZhhSSDddtqVQ.png

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmvMvKFZyjg3L8ykGz7LRTxBjTUYHLm3rgpQC5HrASbbZVEHY6KrzxK5D6Ls42xqWeR6w3Bcb4uzQsABsqdgxsxGE8bdC19AQtoeL9EGk3Y1yrEHeodcqtJ46yuidfjhXHqHW7ADtPFW4xy2o1AvghWydrQtuTaQ1XGrXSzJV2Ytu.gif

Sort:  
 4 months ago 

বেশ ভালো লাগলো আপু আপনার কণ্ঠে ইসলামিক সংগীত শুনে। আপনি খুব সুন্দর কন্ঠে গজলটি পরিবেশন করেছেন আমাদের মাঝে। আমারও ইচ্ছে রয়েছে গান কবিতা গজল শেয়ার করার, তবে লজ্জার কারণে আজও হয়ে ওঠেনি। ভালো লাগলো আশা করব এভাবে আপনি আমাদের আরো অনেক গজল শোনাবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ইসলামিক সঙ্গীত শুনতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। তবে এই সংগীত গোলাপ নিলাম গাঁধা নিলাম রজনীগন্ধা এর আগে শোনা হয়নি। আপনি চমৎকার ভাবে কভার করেছেন। এতো সুন্দর একটি সংগীত আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেলো। এমন আরো ভালো ভালো ইসলামিক সংগীত আপনার কন্ঠে শোনার জন্য অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপু।

 4 months ago 

মাশাআল্লাহ আপু আপনার ভয়েসটা খুবই সুন্দর। আপনার শেয়ার করা গজলটি দেখলাম আপনার গলায় খুব সুন্দর করে গিয়েছেন। সত্যিই আপু মিষ্টি গলার এই মধুর গজলটি শুনে খুবই ভালো লাগলো। যদি গান হতো তাহলে হয়তো আমি এটা শুনতাম না। কারণ আজকে আমি প্রথম রোজা রাখছি আর আপনার এই গজলটি উপহার পেয়ে সত্যি খুবই ভালো লাগলো। আপু আপনার গলায় আরো গজল শুনতে চাই মাশাআল্লাহ খুবই সুন্দর আপনার গলার কন্ঠ। সবই আল্লাহ পাকের রহমত মাশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এই গজলটি অনেক আগে থেকেই শুনেছিলাম। বিশেষ করে রমজান এলে এই গজলটি অনেক বেশি শোনা যায় এদিক ওদিক। আপনার কন্ঠে খুব দারুণ মানিয়েছে। আর বিশেষ করে আপনি যথাযথভাবে গেয়েছেন। ধন্যবাদ ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 4 months ago 

অনেক সুন্দর একটি ইসলামিক গজল কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কন্ঠটা মাশআল্লাহ অনেক সুন্দর । খুব ভালো লেগেছে আমার কাছে আপনার কন্ঠে এই গজলটি শুনে। শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 4 months ago 

সুন্দর একটি ইসলামিক সংগীত আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার কন্ঠে ইসলামিক সংগীত শুনতে পেলে আমার অনেক ভালো লেগেছে। মাঝেমধ্যে এভাবে গান গজল গাওয়ার মধ্য দিয়ে কিন্তু নিজের কন্ঠ আরো ভালো রাখা যায়। আশা করব পরবর্তীতে এমন আরো ইসলামিক সংগীত শেয়ার করবেন আপনি।

 4 months ago 

আপনার কন্ঠ বরাবরই ভীষণ সুন্দর, আপনার গান আগেও শুনেছি। আজকের ইসলামি সংগীত দারুন লেগেছে আপনার কন্ঠে। শবেবরাত উপলক্ষে এটি পরিবেশন করে খুব ভালো করেছেন আপু।
আপনি পরীক্ষা শেষ করে আবার আগের মতো একটিভ হোন এই কামনা করছি।
দোয়া রইলো আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার কন্ঠ বরাবরের মতই ভীষণ সুন্দর এবং আপনাকে অনেকদিন পর আমরা ফিরে পেয়ে। আপনার কন্ঠে আমরা গান শুনতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আপনি একটি ইসলামিক গান কভার করেছেন গানটি আমার ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে কভার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এর আগে আপনার কন্ঠে গান শুনেছি কিন্তু ইসলামিক সংগীত শুনেছিলাম না। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে ইসলামিক সংগীত শুনতে পেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা ইসলামিক সংগীত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.028
BTC 55938.98
ETH 2932.42
USDT 1.00
SBD 2.21