নতুন অতিথির জন্য কাঁথা সেলাই বা তৈরি।@shy-fox 10% beneficiary।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম।আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুআ তে ভালো আছি।

IMG_20230716_222435.jpg

আমি @santa14 আজকে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে আমি কোনো রেসিপি পোস্ট করবো না। আজকে আমি একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হলাম।নতুন অতিথির জন্য কাঁথা সেলাই। আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ একজন নতুন অতিথি আসতে চলেছে। তার জন্য এখন আমার কাঁথা সেলাই করতে হবে। আম্মুর শাড়ি দিয়ে করবো। তবে আমি সুঁই সুতা দিয়ে কাঁথা কখনো সেলাই করি নাই। তার জন্য আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই আমি সেলাই মেশিন দিয়ে একদম সাধারণ ভাবে কাঁথা গুলো সেলাই করবো।
আর আমি পরিবারের ছোট হওয়াতে সব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাঁধে চলে আসে। সবাই নিজ দায়িত্বে আমার কাঁধে দিয়ে বসে থাকে। তবে আমার কাছেও ভিষণ ভালো লাগে।আমি তো কোলে নিতে পারবো এই আনন্দ হি হি হি🤭🤭।
আচ্ছা চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি নতুন অতিথির কাঁথা তৈরি।

নতুন অতিথির জন্য কাঁথা সেলাই।

IMG_20230716_222103.jpg

উপকরণ সমূহ
  • সেলাই মেশিন।
  • কাঁচি।
  • শাড়ি কাপড়।
  • সুতা।

IMG_20230716_153149.jpg

প্রথম ধাপ

IMG_20230716_153149.jpg

প্রথমে আমি আম্মুর একটি নরম শাড়ি নিয়ে নিব।নরম না হলে ছোট বাচ্চার শরীলে ব্যাথা পাবে।

দ্বিতীয় ধাপ

IMG_20230716_153207.jpg

এবার প্রথমে আমি শাড়ির নিচের এবং উপরের লেইস বা পাড় টা কেটে আলাদা করে নিয়ে নিব। কারণ ওইটা অনেক বেশি শক্ত থাকে তার জন্য।

তৃতীয় ধাপ

IMG_20230716_153222.jpg

IMG_20230716_153244.jpg

লেইস টা আলাদা করে নিয়ে নিলাম। এখন একটি শাড়ি দিয়ে আমি চারটি কাঁথা তৈরি করবো। তার জন্য মেপে নিয়ে নিব।

তৃতীয় ধাপ

IMG_20230716_221716.jpg

এবার আমি দুই ভাঁজে কাপড় করে নিয়ে নিবও।চারটি কাঁথার জন্য কাপড় নিয়ে নিলাম।

পঞ্চম ধাপ

IMG_20230716_221815.jpg

IMG_20230716_221837.jpg

এখানে একই মাপে চারটি কাপড় টুকরো নিয়ে নিলাম। কাঁথা গুলো আমি পাতলা করে তৈরি করবো তাই দুই ভাঁজে নিয়ে নিব।

ষষ্ঠ ধাপ

IMG_20230716_221918.jpg

এবার একটি সেলাই মেশিন নিয়ে নিলাম। সেলাই মেশিন এর বয়স হচ্ছে ১৮ বছর অনেক পুরনো মেজু আপুর ছিলও।

সপ্তম ধাপ

IMG_20230716_222019.jpg

IMG_20230716_222033.jpg

IMG_20230716_222050.jpg

এবার সেলাই মেশিন দিয়ে কাঁথার চার পাশ টা একটু ভাঁজ করে সেলাই করে নিয়ে নিবও।

অষ্টম ধাপ

IMG_20230716_222103.jpg

IMG_20230716_222115.jpg

এবার চার পাশে সেলাই করার পরে এখন আমি চার আঙুল খালি রেখে লম্বা লম্বা করে সেলাই করে নিয়ে নিবও।

নবম ধাপ

IMG_20230716_222145.jpg

IMG_20230716_222251.jpg

করে নিয়ে নিলাম সব টা তে লম্বা করে সেলাই। এখন আবার উল্টো দিকে দিয়ে আবার লম্বা করে সেলাই করে নিয়ে নিবও।

শেষ ধাপ

IMG_20230716_222328.jpg

IMG_20230716_222435.jpg

এবার তৈরি করে নিলাম আমার কাঁথা। তবে আমি একদম সাধারণ ভাবে কাঁথা গুলো তৈরি করবো। আমি তেমন ফুল করতে পারি না মেশিন দিয়ে।আর এমন ভাবে আরও অনেক গুলো কাঁথা তৈরি করবো আমাদের নতুন অতিথির জন্য।আর দুআ করবেন আমাদের নতুন অতিথির জন্য যেনও মা এবং বাচ্চা দুই জন সুস্থ থাকে।

আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছ। কেমন লেগেছে দয়া করে জানাবে। আজকে এই পর্যন্তই বিদায় নিলা। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবা। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে।
ধন্যবাদ সবাই কে

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21Q1PGa9VRULriCxk4fH6j7PUgfzSWQc6Li3te11seJaUFauSCXHoUgfDszACba...ZFNB6ea6tjQifmiCcAUG9x2KRuk6DfgPB1LDdC5Wy3iWUD9cDnJymr76LWfRHxF3Wdm6CtUUgoo6wW1MQcnWraTaz8zDhJLjjhq5ysiQjMQPtz6Wi6JPD4XVvN.png

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21Q1PGa9VRULriCxk4fH6j7PUgfzSWQc6Li3te11seJaUFauSCXHoUgfDszACba...ZFNB6ea6tjQifmiCcAUG9x2KRuk6DfgPB1LDdC5Wy3iWUD9cDnJymr76LWfRHxF3Wdm6CtUUgoo6wW1MQcnWraTaz8zDhJLjjhq5ysiQjMQPtz6Wi6JPD4XVvN.png

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWAXVXAZqzQtAZipx7CtkfZzdpUxEJ1PJv9XRgcSbyKhnceiV9MC2a1oftwqFQf...P7UR2uKjFdAM6h8UJSf4esGrzqUr6Lt1V4Y71LBCbqgxHhmo2wEWe5wcdmACqsBD2y6UDyubmRkKX58fih91XNG7KiLMDjivA4PiQo3X9CqUzZ1mh9auM2pk9b.gif

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

Sort:  

I remember my grandma using one of these old type sewing machines.

 last year 

নবাগত অতিথির জন্য অনেক অনেক দোয়া রইলো।
আপনি তো দেখছি তাহলে খুশিতে আত্মহারা।
আসলে নবজাতকের আগমনে পরিবারের সবাই এরকম ভাবেই খুশি হয়।
সুই সুতা দিয়ে কাথা সেলাই এর অভিজ্ঞতা শেয়ার করেছেন খুবই ভালো লাগলো পড়ে।

 last year 

আপু প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বাড়িতে নতুন অতিথি আসার জন্য ।নতুন অতিথি বাড়িতে এলে সত্যিই সবার মধ্যে একটা আনন্দ চলে আসে । নতুন অতিথির জন্য কাঁথা তৈরি করছেন জেনে বেশ ভালো লাগলো । খুব সুন্দর করে কাঁথা তৈরি করছেন। কাঁথা সেলাই এর প্রতিটি ধাপ দেখে ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

ছোট্টবেলা আমি অনেক দেখেছি মায়ের এভাবে নিজের হাতে কাঁথা সেলাই করা। বর্তমান ডিজিটাল যুগে সবাই সময়ের সঠিক ব্যবহার করার জন্য খুব দ্রুত মেশিন দিয়ে কাঁথা সেলাই করে। আপনার অভিজ্ঞতা না থাকলেও সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করা দারুন ছিল নতুন অতিথির পছন্দ হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নতুন অতিথিরর জন্য শুভেচ্ছা। সে আসলেই অনেক ভাগ্যবান/ভাগ্যবতি আসার আগেই এতো আয়োজন।।

 last year 

নতুন অতিথি আসতে না আসতেই কাথা সেলাই করা শুরু করে দিয়েছেন । অবশ্য আগে থেকেই কাথাগুলো সেলাই করতে হয় । আর আপনি ছোট দেখে আপনার কাঁধে অনেক বোঝা দিয়ে দেয় সবাই এটা ভালো লেগেছে । আপনি ছোট মানুষ না করতে পারেন না । যা দেয় তাই খুশি মনে করতে হয় । যখন নতুন অতিথিকে কোলে নিতে পারবেন তখন সব কষ্ট দূর হয়ে যাবে । মেশিন দিয়ে হলেও কাথাটি ভালোই সেলাই করেছেন ডিজাইন করে ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ছোট বাচ্চারা পৃথিবীতে আসার আগেই আমরা ছোট ছোট কাঁথাগুলো প্রস্তুত করে রাখি। আপনি খুব সুন্দরভাবে ছোট একটি কথা সেলাই করেছেন তাও আবার সেলাই মেশিনে। সেলাই মেশিনে সেলাই করলে অবশ্য খুব তাড়াতাড়ি সেলাই সম্পন্ন করা যায়। খুবই ভালো লাগলো আপনার সেলাই পদ্ধতি দেখে।

 last year 

নতুন অতিথির জন্য কাঁথা সেলাই দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনি খুব সুন্দর ভাবে কাঁথা সেলাই করে শেয়ার করলেন আমাদের মাঝে। বেশ ভালো লাগলো।শুভকামনা রইলো আপু নতুন অতিথির জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27