টার্গেট ডিসেম্বর সিজন -৪||৫০ স্টিম পাওয়ার আপ।
আমার বাংলা ব্লগ পরিবারের
সবাই কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবার। আশা করি সকলেই ভাল আছেন। বন্ধুরা আজকে পাওয়ার আপ নিয়ে হাজির হয়েছি। বছরের শুরুতে নতুন একটি টার্গেট নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। ১০ হাজার এসপি পাওয়ার আপ করবো ইনশাল্লাহ। আশা করি ছোট ছোট পাওয়ার আপ হলেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। কমিউনিটি তে ভালো ভাবে কাজ করার জন্য এবং সফলতার সাথে কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই। পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি মানে নিজের কাজের অগ্রগতি বৃদ্ধি করা। তাই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার মাধ্যমে আমার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে আমার প্রতিনিয়ত প্রচেষ্টা।
কমিউনিটিতে সবার পাওয়ার আপ দেখে অনেক ভাল লাগে। আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেষ্টা করবো। পাওয়ার আপ করতে আমারও অনেক ভালো লাগে এবং অন্য কেউ পাওয়ার আপ করেছে দেখলেও আমার অনেক বেশি উৎসাহ জাগে। তাই আমি নিজেও পাওয়ার আপ করার চেষ্টা করি।
তাহলে আমার আজকের পাওয়ার আপের ধাপ গুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি
প্রথমে স্টিম ওয়ালেট ওপেন করে আমার ওয়ালেটের লিকুইড স্টিম দেখেছি কত পরিমাণ আছে-৫১.৮৮৩। সেই সাথে দেখে নিয়েছি আমার একাউন্টের স্টিম পাওয়ার কত পরিমাণ আছে-৭,৮৬৩.৩৪৪।
এই ধাপে আমার স্টিমিট একাউন্ট ওপেন করতে হবে। স্টিমিট আইডি এবং প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওপেন করেছি। ওপেন করে প্রথমে স্টিমিটের ড্রপ ডাউনে যাব। ড্রপডাউন মেনুতে ক্লিক করে পাওয়ার আপ এ ক্লিক করব।
পাওয়ার আপে ক্লিক করার পরে একটি ফর্ম চলে আসবে। পাওয়ার আপ কত পরিমাণ পাওয়ার আপ করব তা আমি এমাউন্টের ঘরে লিখে দিব। আমি ৫০ স্টিম পাওয়ার আপ করব। তাই আমি এমাউন্টের ঘরে ৫০ লিখে দিয়েছি।
এই ধাপে এসে পাওয়ার আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি কনফার্মেশন ফর্ম চলে আসবে। সবকিছু ঠিক আছে কিনা চেক করে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবো। সব কিছু ঠিক থাকলে ওকে দিব।
সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।
আজকে পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটের অবস্থা |
---|
পূর্বের এসপি | ৭,৮৬৩.৩৪৪ এস পি |
---|---|
পাওয়ার আপ (SP) | ৫০ স্টিম |
বর্তমান এসপি | ৭,৯১৩.৩৫০ এসপি |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nahar_hera/status/1816182664719917218?t=7ym1g07CAykJu7eqz0UVcA&s=19
যত বেশি পাওয়ার আপ করবেন তত বেশি আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে।আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো।আপনি আপনার লক্ষ্যের দিকে আর এক ধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
অনেক ধন্যবাদ আপু আপনাকে চেষ্টা করি পাওয়ার আপ করার সব সময়।
সু স্বাগতম আপু।
পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ৷ আজকে আপনি তারই ধারাবাহিকতা বজায় রেখে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো৷ এভাবে সবসময় বড় বড় অ্যামাউন্ট এর পাওয়ার আপ করে যেতে থাকলে আপনার একাউন্টের সক্ষমতা অনেক বৃদ্ধি থাকবে৷ আপনার টার্গেটের দিকেও আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন৷ শুভকামনা রইল আপনার জন্য৷
আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৭,৯১৩+ এসপি তে পৌঁছে গেলেন আপু। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ডাবল ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।