ভিডিওগ্রাফিঃ- রাঙ্গামাটি লেক ভ্রমণের একটি সুন্দর ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 months ago

জুমা মোবারক,

প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা পবিত্র জুমার দিনে সবাই ভালো আছেন পরিবার পরিজনকে নিয়ে। এই ছুটির দিনে সবাই একটু চাই বিরতি নিয়ে ভালো সময় কাটানোর। আমরাও চাই ছুটির দিনে একটু রিলাক্সে থাকি ভালোমন্দ খাওয়া দাওয়া করি। এটাও চাই যে বাড়তি কাজগুলো আমরা করে নিতে। সবকিছু মিলিয়েই বেশ ভালো কাটে শুক্রবার দিনটা। যেহেতু পরিবারের সবাই ঘরে উপস্থিত থাকেন অফিস বন্ধ থাকে স্কুল বন্ধ থাকে সবকিছু মিলিয়ে বেশ ভালো সময় কাটানো যায়। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম দুপুরে খাওয়া-দাওয়া করে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে উপস্থিত হয়ে গেছি। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন শিরোনাম দেখেই আজকে আমি কি পোস্ট শেয়ার করবো।

f3.jpg

হ্যাঁ অবশ্যই আপনারা যেটা দেখছেন সেটাই আজকে আমি শেয়ার করবো ভিডিওগ্রাফি। বুঝতেই তো পারছেন প্রতি সপ্তাহে একটি করে যেহেতু ভিডিও শেয়ার করি। তাই আজকে আবার উপস্থিত হয়ে গেছি একটি ভিডিও পোস্ট নিয়ে। বন্ধুরা এত ভালো লাগে ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও করতে। সত্যি আপনারা কেমন উপভোগ করেন জানিনা আমার কিন্তু বেশ ভালো উপভোগ করা যায়। কারণ বিভিন্ন জায়গার ভিডিও গুলো যখন আপনাদের সাথে শেয়ার করতে পারি অনেক ভালো লাগে। ফটোগ্রাফির মাধ্যমে দেখা এবং সরাসরি ভিডিওর মাধ্যমে দেখার অনুভূতিটা অন্য ধরনের। যেহেতু আমরা প্রতিনিয়ত বাইরে যাই আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে।

f.jpg

এছাড়াও আমরা সময় সুযোগ পেলেই পরিবারের সবাইকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাই। যখন খুব সুন্দর দৃশ্য দেখতে পাই তখন ভিডিও করার চেষ্টা করি সাথে তো ফটোগ্রাফি আছে। মাঝেমধ্যে ফটোগ্রাফির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে বন্ধুরা। এই ভিডিওটি আমি নিয়েছিলাম রাঙ্গামাটির লেক ভ্রমণের সময়। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি অনেকগুলো ব্লগ শেয়ার করেছি রাঙ্গামাটি ভ্রমণের। পাশাপাশি আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। অবশ্যই আপনারা অনেকেই দেখতে পেয়েছেন আমার শেয়ার করা ভিডিও গুলো।

f4.jpg

সেখান থেকে আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু মোবাইলে ছিল তাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার। আপনারা অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গার রাঙ্গামাটি। বিশেষ করে নৌকা ভ্রমণের সময় গুলো অনেক বেশি ভালো লাগছিল। বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল। অনেক আনন্দময় একটি মুহূর্ত ছিল। সেই মুহূর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে ধারণ করার চেষ্টা করেছিলাম। তাহলে বন্ধুরা চলুন সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখে আসি—--

f1.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- রাঙ্গামাটি ভ্রামণে


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

রাঙ্গামাটির লেক ভ্রমণ করে সুন্দর সময় অতিবাহিত করেছিলেন সেই সুন্দর মুহূর্ত গুলো আবার আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভিডিওটি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো।
বিশেষ করে সূর্যটা পানিতে পড়ে কিন্তু দারুণ সৌন্দর্য ফোকাস করছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 2 months ago 

অনেক ভালো লাগলো ভাইয়া সময় দিয়ে আমার ভিডিওটি আপনি দেখলেন।

 2 months ago 

রাঙ্গামাটি লেক ভ্রমণের দারুন একটা ভিডিওগ্রাফি তুলে ধরেছেন। দেখতে বেশ চমৎকার লাগতেছে। আপনি তো দেখছি মাঝে মধ্যেই ভ্রমণ করে থাকেন পরিবারের সবাইকে নিয়ে। আপনার বাড়ির আশপাশের বেশ দারুন দারুন ভ্রমণের জায়গা। অনেকে ভালো লাগলো ভিডিওগ্রাফি টা দেখে।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া ভালো লাগে ভ্রমণ করতে পরিবারের সবাইকে নিয়ে।

 2 months ago 
 2 months ago 

আজ আপনার রাঙ্গামাটির লেক ভ্রমণ ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। আমি প্রায় দু বছর আগে রাঙ্গামাটিতে বেড়াতে গিয়েছিলাম। আমার কাকার তখন রাঙ্গামাটিতে পোস্টিং ছিল। সেখানে যাওয়ার পর দুপুর বেলা চাম্পাং রেস্টুরেন্টে খেয়েছিলাম। ব্যাম্বো চিকেন নামে একটি রেসিপি খেতে আমার কাছে খুব ভালো লেগেছিল। আজ আপনার ঘুরতে যাওয়া দেখে আমার সেই কথা মনে পড়ে গেল। রেস্টুরেন্টের পরিবেশটা ছিল অসাধারণ। এত সুন্দর একটি জায়গায় ঘুরে বেড়ানোর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

অনেক মজার আপু চাংপাং রেস্টুরেন্টের খাবার গুলো আমরাও খেয়েছিলাম। ঠিক বলছেন ব্যাম্বো চিকেন টা খুবই মজার ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রাঙ্গামাটির লেকের খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। সব সময় ভিডিওগ্রাফির মাধ্যমেই রাঙ্গামাটি সৌন্দর্য দেখতে পাই। আজকে আপনার সুন্দর ভিডিওগ্রাফির মাধ্যমে রাঙ্গামাটির সৌন্দর্য দেখতে পেলাম। শুনেছি রাঙ্গামাটি জায়গাটি ভীষণ সুন্দর। মনমুগ্ধকর ভিডিওগ্রাফি করেছেন ভিডিওগ্রাফিটি দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ভিডিওগ্রাফি টি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভালো লাগলো আমার ভিডিওটি আপনি দেখলেন এবং সুন্দর উপভোগ করতে পারলেন।

 2 months ago 

ফটোগ্রাফির মাধ্যমে পুরো জায়গাটা ফুটিয়ে তুলতে না পারলেও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো এরিয়াটা ক্যাপচার করা যায়। ভিডিওগ্রাফি আমিও বেশ উপভোগ করি। আর যদি এত সুন্দর একটা ভিউ থাকে ভিডিওগ্রাফির মধ্যে তাহলে তো আরো বেশি ভালো লাগে। ‌ আপনার ভিডিওগ্রাফি টা অসাধারণ হয়েছে আপু। লেকের ভিউ গুলো আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

ধন্যবাদ আপু খুব সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ দিলেন।

 2 months ago 

রাঙামাটিতে যাওয়ার ইচ্ছা আমার অনেক। আপনি রাঙামাটিতে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন।আর আপনি রাঙ্গামাটি লেক ভ্রমণের একটি সুন্দর ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি এই ভিডিও এর মাধ্যমে রাঙামাটি লেকের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।সময় করে ঘুরতে যাবো কোন এক সময়।

 2 months ago 

নিশ্চয়ই ভাইয়া সবাইকে নিয়ে ঘুরতে চলে যাবেন ভালো লাগে জায়গাটিতে ঘুরাঘুরি করতে।

 2 months ago 

সময় পেলে ঘুরতে যাওয়ার ব‍্যাপার টা বেশ ভালো। অনূভুতি টা দারুণ লাগল আপু। এমন ঘুরতে যাওয়ার ভাগ্য অনেকেরই হয় না। রাঙামাটি ভ্রমণে লেকের ভিডিও টা চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে লেকটা। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।

 2 months ago 

একদম ঠিক বলছেন ভাইয়া সবারই ঘুরতে যাওয়ার সুযোগ হয় না। কিন্তু সময় সুযোগ পেলেই হাতছাড়া করি না। আপনারা ঘুরে আসবেন জায়গাটিতে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60794.44
ETH 2623.30
USDT 1.00
SBD 2.62