ফটোগ্রাফিঃ- ফুল ও প্রকৃতির সাতটি রেনডম ফটোগ্রাফি।
প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির দিনে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ চার পাঁচ দিন ধরে ওয়েদারটা বেশ চমৎকার যাচ্ছে। এমন আবহাওয়াতে সত্যি অনেক ভালো থাকা যায় আমি মনে করি। নিশ্চয়ই আপনারা ও ভালো আছেন চমৎকার একটি আবহাওয়া নিয়ে। বন্ধুরা আজকে আবার উপস্থিত হলাম নতুন একটি পোস্ট নিয়ে। চেষ্টা করি সব সময় ইউনিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিতে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি শেয়ার করি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ফটোগ্রাফি গুলো সংগ্রহ করা হয়ে থাকে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রেনডম সাতটি ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করবো। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যদিও আমার বাংলা ব্লগে কাজ করার আগে ফটোগ্রাফির গুরুত্ব এত বুঝতাম না।
কিন্তু দিন যতই যাচ্ছে ততই ফটোগ্রাফির প্রতি আগ্রহটা আরও বেশি বেড়ে যাচ্ছে। অনেক ভালো লাগে সুন্দর কোন দৃশ্য দেখলে সবার মত ফটোগ্রাফি করে রাখতে। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। তাই বন্ধুরা আজকে আমি চেষ্টা করেছি একটি অ্যালবামের মধ্যে সাতটি ভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি বন্ধুরা আপনারা সবার কাছে আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করে নেওয়া যাক।
সূর্যাস্ত
আমি জানি আপনারা সবাই সূর্যাস্তের দৃশ্য পছন্দ করেন। আমারও বেশ ভালো লাগে সূর্যাস্তের দৃশ্য। সূর্য যখন অস্ত যায় তখন বেশ ভালো লাগে। যদি প্রিয় জায়গায় এমন সূর্যাস্ত যাওয়ার সময় দাঁড়িয়ে থেকে কিংবা বসে উপভোগ করা যায় তখন আরো বেশি ভালো লাগে। নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারছেন আমার আজকের এই ফটোগ্রাফি টা কোন জায়গা থেকে নিয়েছি। আমি এই ফটোগ্রাফিটা নিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। যখন সমুদ্র সৈকতে যাই তখন সূর্য অস্ত যাচ্ছিল। চারিদিকে বেশ লাল বর্ণ ধারণ করেছিল যা দেখে আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। সাথে সাথে আমি ফটোগ্রাফি নিয়ে নিলাম কয়েকটি। সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি।
কাঠগোলাপ ফুল
নিশ্চয়ই আপনারা এই ফুলের সাথে সবাই পরিচিত। কম বেশি সবাই অনেক পছন্দ করেন কাঠগোলাপ ফুল। আমি মনে করি সবার কাছে এক দেখাতেই চোখ মন জুড়িয়ে যায় কাঠগোলাপ ফুল দেখলে। এত সুন্দর সুন্দর কাঠগোলাপ ফুলের কালার আছে যা সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করে।এই ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের সাদ বাগান থেকে। সাদ বাগানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। সেখানে কাঠগোলাপ ফুল রয়েছে। ফুল গুলো দেখতে বেশ সুন্দর ছিল।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিলে ভালো হয়।
সবুজ ধান ক্ষেত
এটা ভিন্ন কোন চিত্র নয় এটা আমাদের গ্রাম বাংলার একটি চিত্র। এই চিত্র আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের গ্রাম বাংলার অহংকার। চির সবুজের চেনা গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে সবুজ ধানক্ষেত অন্যতম। আমাদের শরীরের চাহিদার অন্যতম উপকরণ হচ্ছে ডাল ভাত খেয়ে আমরা জীবন যাপন করি। আমরা বাঙালিরা যা খাই না কেন আমাদেরকে দিন শেষে ডাল, ভাত, মাছ খেতে হয়। যখন ইসলামাবাদ রেল স্টেশন ভ্রমণ করেছিলাম তখন এত সুন্দর দৃশ্যটি আমি দেখছিলাম। পুরো মাঠ জুড়ে ধানের ক্ষেত ছিল দেখতে এতই ভালো লাগছিল আমার সাথে সাথে আমি ফটোগ্রাফি নিয়েছিলাম। সে দৃশ্যটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
মেঘাচ্ছন্ন আকাশ
এখন যেহেতু বর্ষাকাল চলতেছে আমাদের আকাশের দৃশ্য বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে। সত্যি কথা বলতে বাংলাদেশের ছয় ঋতু আমার খুবই ভালো লাগে। এক এক ঋতুতে একেক রকমের দৃশ্য আমরা দেখতে পাই বাংলাদেশের প্রকৃতিতে। যে ঋতু দেখি না কেন আমার খুব ভালো লাগে। বিশেষ করে বর্ষা ঋতুতে হঠাৎ বৃষ্টি দেখা যায়। আবার দেখা যায় যে মেঘের আড়াল থেকে সূর্য হাসে। হঠাৎ করে আবার দেখা যায় যে সূর্যের হাসিতে মেঘ এসে ঢেকে যায়। তেমনি একটি দৃশ্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফটোগ্রাফিটা হচ্ছে বর্ষাকালের মেঘাচ্ছন্ন আকাশের ফটোগ্রাফি যা আমি সমুদ্র পাড় থেকে নিয়েছিলাম।
রঙ্গন ফুল
আমরা তো সবাই রঙ্গন ফুলের সাথে পরিচিত। বিশেষ করে আমরা কোন পার্কে কিংবা ফুল বাগানে গেলেই রঙ্গন ফুল দেখতে পাই। বর্তমান সময়ে রঙ্গন ফুলের রাজত্ব বিরাজ করছে। বিশেষ করে এই ফুল সব সিজনেই দেখা যায়। একবার রোপন করলে গাছগুলো সহজেই মরে যায় না। যদি যত্ন করে রাখা হয় অনেক বড় আকারের ধারণ করে। এই ফুলের ফটোগ্রাফি আমি জল তরঙ্গ রেস্টুরেন্টের আঙ্গিনা থেকে নিয়েছিলাম। অনেক সুন্দর ছিল বিশেষ করে রোদ পাওয়ার কারণে কালার গুলো অনেক গাঢ় ছিল।
প্রাকৃতিক দৃশ্য
এখন যে ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে কিছু খেজুর গাছের বাগান এবং চারপাশে দৃশ্য। এই দৃশ্যটি আমাদের শহরের পাশাপাশি একটি জায়গা থেকে নিয়েছিলাম। অবশ্যই আপনারা শুনতে পেয়েছেন এখানে নতুন একটি ব্রিজ স্থাপন করা হয়েছে কক্সবাজারের বদর মুকাম মসজিদের রোড দিয়ে সামনে। সেখানে বিচ্ছিন্ন একটি প্রকল্পের সাথে কক্সবাজারের সংযোগ স্থাপন করা হয়েছে। যখন সেই প্রকল্পটি আমরা ভ্রমণ করতে গেছিলাম তখন সেখানে দেখতে পাই বিশাল খেজুর গাছের বাগান। আমার তো দেখে বেশ ভালো লাগছিল খেজুর গাছের বাগান গুলো। সাথে সাথে আমি দেরি না করে ফটোগ্রাফি নিয়েছিলাম। যা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি।
জিনিয়া ফুল
জিনিয়া ফুল আমার সব সময় ভালো লাগে। বিশেষ করে শীতকাল ঋতুতে জিনিয়া ফুল অনেক বেশি দেখা যায়। এত সুন্দর সুন্দর জিনিয়া ফুলের কালার সত্যি মুগ্ধ না হয়ে পারি না। সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন প্রকৃতিতে। যে দৃশ্য আমরা দেখি না কেন আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। এই জিনিয়া ফুলটি ও আমার কাছে বেশ ভালো লাগছে। এত সুন্দর হলুদ কালারের ফুল সত্যি আমার ভীষণ ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফিটা আমি নার্সারি থেকে নিয়েছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আশা করি সবার ভালো লাগবে।
আশা করি আমার আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভালো লাগবে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
লোকেশন | কক্সবাজার |
ক্যাটাগরি | ফুলের এবং প্রকৃতির ফটোগ্রাফি। |
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#flowerphotography #sunsetandnature #natureofbeauty #steemexclusive #amarbanglablog #steemit #shy-fox
ঠিক বলেছেন বেশ সুন্দর ওয়েদার কয়েকদিন যাবত, তবে গরম তো আছেই।আমারও ফটোগ্রাফির উপর আগ্রহ বেড়েছে।আপু আপনার করা ফটোগ্রাফি বেশ সুন্দর।ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কক্সবাজার সমুদ্র সৈকতের সূর্য অস্ত যাওয়ার দৃশ্য টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। এছাড়াও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো বেশ দারুন ভাবে আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন। আসলে আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী বেশ দারুন লেগেছে আমার কাছে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য টি।
অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।
https://x.com/nahar_hera/status/1807705586768949566?t=qZA-R_19JtfWqnmzk0JNCw&s=19
বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। সত্যি বলতে এ ধরনের ছবিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমরা কেউ প্রফেশনাল ফটোগ্রাফার নই কিন্তু আমার বাংলা ব্লগের বদৌলতে এখন আমরা সবাই ছবি তুলতে ভীষণ ভালোবাসি। আপনার তোলা প্রতিটি ছবি মনমুগ্ধকর ছিল। বিশেষ করে এধরনের প্রাকৃতিক ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
এতই অনুপ্রাণিত করেন সব সময় অনেক বেশি উৎসাহিত হয়।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। এবং আপনি এত সুন্দর করে এই ফুলের বর্ণনাগুলো দিয়েছেন কিভাবে কোথা থেকে কি আছেন সকল বিষয়ে আপনি এই পোস্টের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার সুন্দর মতামত পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।
দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। বেশ ভালো লাগছে ফটোগ্রাফি গুলো। বিশেষ করে খেজুরবাগান এবং কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর ভাবে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি আজ আমাদের মাঝে,ফুল ও প্রকৃতির সাতটি রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন প্রতিটি ফটোগ্রাফি আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে কোনটা থেকে কোনটা প্রশংসা করি বুঝে উঠতে পারছে না কনফিউশনে পড়ে গেছি সবগুলোই আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখলেন।
সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা অসাধারণ হয়েছে আপু। ফটোগ্রাফিটি আমার কাছে দারুণ লেগেছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন ছিল। আপু আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন আর সুন্দর সব দৃশ্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখলেন।
আপু আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল খুব সুন্দর। প্রাকৃতিক দৃশ্য মেঘাচ্ছন্ন আকাশ ও সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি আপু বাহিরে গেলেই মনে হয় কিছু না কিছু ফটোগ্রাফি করে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য
সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো আমার কাছেও অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ আপনাকে।