শুভ দুপুর সবাইকে,
আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনদেরকে। সবাই কেমন আছেন পরিবার পরিজনকে নিয়ে নিশ্চয়ই ভালো সময় কাটাচ্ছেন। বন্ধুরা আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশা করি ভালো লাগবে আমার আজকের ব্লগ। চেষ্টা করি প্রতি সপ্তাহে প্রতিদিন ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করতে। যেহেতু সাতটি সাত রকমের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে আমি আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করতেছি। আর্ট করতে অনেক ভালো লাগে বন্ধুরা। যদিও বন্ধের সময় নেটওয়ার্ক বিহীন অনেকদিন সময় পেয়েছিলাম। কিন্তু কোন কাজ এক্সট্রা করে রাখতে পারলাম না। আসলে এত অস্থিরতার মধ্যে কাজে মন বসছিল না। শুধু টেনশনে ছিলাম কখন নেটওয়ার্ক আসবে এবং দেশের পরিস্থিতি কেমন চলতেছে সেই চিন্তা ভাবনা।
তাছাড়া বন্ধুরা সময় সুযোগ পেলে পত্রিকা নিয়ে বসে থাকতাম খবরা খবর পড়তাম কি অবস্থা। সেই মাঝে একটি আর্ট করেছিলাম একদিন। এতই বিরক্ত লাগছিল এত অস্থির লাগছিল কোন কাজে মন বসাতে পারছিলাম না। তারপরেও চেষ্টা করেছিলাম একটি আর্ট করার। ভালো লাগে কালারিং আর্ট গুলো করতে। মাঝেমধ্যে চেষ্টা করি পেন্সিল দিয়ে স্কেচ আর্ট গুলো করার। তবে এটা আমি কালার পেন দিয়ে করেছি। চেষ্টা করেছি আমি সুন্দর করে তৈরি করার। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি লাভ এঁকেছিলাম এবং চারপাশে ফুলের ডিজাইন দিয়েছি। মাঝখানে "মা আমার জান্নাত" লিখে দিলাম। এই পৃথিবীতে মায়ের সমতুল্য কিছু হতে পারে না। মা বাবারা এমন সম্পদ সন্তানদের জন্য যখন পাশে থাকে তখন গুরুত্ব বোঝা যায় না।
যখন জীবন থেকে চলে যায় তখনই টের পাওয়া যায় মা বাবারা জীবনে কত মূল্যবান সম্পদ। সেই অনুভূতি থেকে আমি আজকের এই আর্ট করে আপনাদের সাথে শেয়ার করে করেছি। আশা করি আপনাদের কাছে আমার আর্ট অবশ্যই ভালো লাগবে। কালারিং আর্টগুলো সবাই পছন্দ করে থাকেন। তাছাড়া আমারও কালারিং আর্ট করতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক—-
আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
জরি পেন।
কালার কলম।
ইরেজার।
জেল পেন/ মার্কার পেন।
আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
বন্ধুরা প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাভ এঁকে নিয়েছি। লাভের চারপাশে কিছু ফুলের নকশা আঁকার চেষ্টা করেছি।
দ্বিতীয় ধাপঃ
বিভিন্ন ডিজাইনের ফুল এবং পাতা দিয়ে লাভের চারপাশে ডিজাইন করে নিলাম। যখন ডিজাইন করা পরিপূর্ণ শেষ হয়ে যায় তখন কালার করতে হবে।
তৃতীয় ধাপঃ
বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি কালার পেন, জেল পেন, জরি পেন তিনটি ইউজ করেছি। এখন আস্তে আস্তে সে নকশাগুলো কালার করে নেওয়ার চেষ্টা করতেছি।
চতুর্থ ধাপঃ
এখন দেখতে পাচ্ছেন ধাপে ধাপে পুরো আর্ট আমি কালার করে নিয়েছি। যখন পুরো চিত্রটি কালার করে নেওয়া শেষ হয়ে যায় দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
পঞ্চম ধাপঃ
যখন পুরো আর্ট কালারিং করা শেষ হয়ে যায় তখন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। সেই সাথে পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম। এভাবে আমার আজকের আর্ট করা পুরো কমপ্লিট হয়ে যায়।
উপস্থাপনা
আশা করি বন্ধুরা আমার আজকের কালারিং আর্ট আপনাদের কাছে ভালোই লাগবে। যদিও ভালো আর্ট করতে পারি না কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভালো কিছু আর্ট করার। কালার ম্যাচিং করা, সুন্দর আর্ট করা, সুন্দরভাবে উপস্থাপন করা সবকিছুর মধ্যেই দক্ষতা থাকতে হয়। কিন্তু কতটুকু দক্ষতা অর্জন করতেছি সেটা অবশ্যই আপনারা ভালো বুঝবেন। আমি তো প্রতিনিয়ত চেষ্টা করতেই আছি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লাগলো জানালে অনেক বেশি ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি কালারিং আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://x.com/nahar_hera/status/1817610751294759151?t=dyUKbvfPmHrKs2MsdfMPvw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষ কোন জিনিসের উপরে অভ্যস্ত থাকলে হঠাৎ করে সেটা যদি হারিয়ে যায় বা না পাওয়া যায় তাহলে এত বিব্রতকর অবস্থায় পড়ে। আর এটাই আমাদের সাথে ঘটেছে। যাহোক আপনি বেশ চমৎকার একটি আর্ট তৈরি করেছেন। এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি একদম সত্য কথা বলছেন আমরা এত ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছি ইন্টারনেট ছাড়া আমাদের সময় গুলো খুবই খারাপ গেছে।
কালার কলম দিয়ে আপনি অনেক সুন্দর দেখতে একটা আর্ট অঙ্কন করেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন রকমের ফুল অঙ্কন করে সেগুলোর ভেতর কালার করেছেন লাভ আকৃতি দিয়ে। যেটা দেখে জাস্ট মুগ্ধ হলাম। পাতা এবং ফুলের কালার সুন্দর ভাবেই ফুটে উঠেছে। আর ভেতরে মাকে নিয়ে ছোট্ট একটা লেখা লিখেছেন দেখে আরো ভালো লাগলো। আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। এভাবে প্রতিনিয়ত চেষ্টা করার ফলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
খুব ভালো লেগেছে আপু আপনার কাছ থেকে এত সুন্দর প্রশংসা শুনতে পেয়ে।
প্রথমে আপনার রঙিন কলম দিয়ে আর্ট দেখে ভেবেছিলাম এটা হয়তো সুই সুতা দিয়ে ফুল তুলেছেন আপু। ছোটবেলায় দেখেছি এভাবে রুমালের মধ্যে সুই সুতা দিয়ে ফুল তুলে মাঝে লেখে দিত মা আমার বেহেস্ত। ভুলনা আমায়। আমি ভেবেছিলাম সুই সুতা দিয়ে এমন একটি রুমাল করব। কিন্তু মন-মানসিকতা আর সময় করতে পারছি না। ৪-৫ বছর আগে অনেক সুই সুতার কাজ করেছি। যাইহোক আজ আপনার কলমের আর্টটি চমৎকার হয়েছে আপু।
আপনি সুন্দর কাজ করতে পারেন সুই সুতা দিয়ে জানতে পেরে ভালো লাগলো। তবে আপু আগে করতাম এখন করি না সময় পাইনা।
কালার কলম দিয়ে আপনি চমৎকার একটি আর্ট করেছেন। সত্যি আপু মা হলো আমাদের জান্নাত। আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন।কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আমরা কাউকে যতই আপন মনে করি না কেন আপু সবকিছু সাময়িক। কিন্তু মা-বাবার তুলনা হয় না।
ঠিকই বলেছেন আপু কয়দিন আসলেই খুব অস্থিরতার মধ্য দিয়ে সময় সময়টা কেটে গিয়েছে । আমরা তো সারাদিন টিভি দেখেছি আর কোথায় কি ঘটছে সেটা জানার চেষ্টা করেছি । এর ভিতরে কাজে মন বসানো আসলেই কষ্টকর ছিল । তারপরও তো আপনি সুন্দর একটি আর্ট করে রেখেছিলেন বিধায় এখন দিয়ে দিলেন ।আর আপনার আর্টটি কিন্তু আপু অনেক ভালো হয়েছে । ঠিকই বলেছেন মা-বাবা কারো জীবন থেকে যখন চলে যায় তখন আরো বেশি উপলব্ধি করা যায় বাবা মার মর্মটা ।
আমার ডিসের লাইন ছিলনা টিভি দেখতে পারিনি আপু। এত অস্থির লাগছিল কোন পোস্ট তৈরি করতে পারেনি। যদিও মনকে জোর করে একটি পোস্ট তৈরি করছিলাম মাত্র😐😐।
কালারিং আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি আর্ট করেছেন। ধাপ গুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
অনেক ধন্যবাদ আমার শেয়ার করা আর্ট দেখে এত সুন্দর মতামত প্রকাশ করলেন।
আপনার আটটি দেখে অনেক ভালো লাগলো। আর বিশেষ করে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে আপনার পোস্টটি আমার কাছে দারুণ লেগেছে।
আমার শেয়ার করা আর্ট আপনার ভালো লাগলো জানতে পেরে অনেক খুশি হয়েছি আপু।
মা আমাদের সবারই অনেক প্রিয় মা আমাদের জান্নাত আপু আপনি মায়ের প্রতি ভালোবাসা থেকে চমৎকার আর্ট করেছেন। আপু আপনার আর্ট এবং ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আর্টের সুন্দর পদ্ধতির উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনাকে অনেক ধন্যবাদ আমার আর্ট পোস্ট দেখে সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।