ভিডিওগ্রাফিঃ- নেট বিহীন সময়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার একটি ভিডিও।
আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার জুমার দিন এই পবিত্র জুমার দিনে সবার দিনগুলো ভালো কাটুক সে প্রত্যাশা কামনা করছি। আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে পরিবার পরিজনকে নিয়ে। যদিও আগের তুলনায় একটু ভালো আছি নেটওয়ার্ক সংযোগ পাওয়ার পর থেকেই। যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি মনে হয় সুন্দরভাবে দিনগুলো কেটে যায়। আসলে বেকার সময় কারো জন্য কাম্য নয়। আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরার। আপনাদের সাথে ভিন্ন কিছু টপিক্স শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। তাই চেষ্টা করি নতুন আঙ্গিকে আর নতুন ধারাবাহিকতায় আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে।
প্রতি সপ্তাহের মত আজকে আমি একটি ভিডিও শেয়ার করবো আপনাদের উদ্দেশ্যে। ভিডিওগুলো সংগ্রহ করতে যেমন ভালো লাগে এডিট করে শেয়ার করতে পারলে আরো অনেক বেশি ভালো লাগে। এই শাটডাউন এর মধ্যে নেট বিহীন সময় গুলো কাটাতে খুব কষ্ট হয়েছিল। তাই মাঝেমধ্যে চেষ্টা করেছিলাম আমাদের পাশে থাকা কক্সবাজারের সেই দীর্ঘ সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে আসতে। বাচ্চাদেরকে নিয়ে বেশ কয়েকবার গেছিলাম। যেহেতু ঘরের মধ্যে নেট বিহীন সময় গুলো একদমই যাচ্ছিল না। শাটডাউনের দ্বিতীয় দিন যখন সমুদ্র সৈকতে যাই তখন দেখতে পেলাম প্রচুর পরিমাণ মানুষ।
আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ কেমন জানি বিচ্ছিন্ন হয়ে গেছিল সবকিছু থেকে। সবাই মানসিকভাবে অনেক বেশি ভেঙ্গে পড়েছিল। যেহেতু দেশের কোন খবরই পাওয়া যাচ্ছিল না। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে অনেকের ইনকামের সোর্স রয়েছে আবার অনেকের বিনোদন রয়েছে। সবকিছু মিলিয়েই মানুষ যেন এক করুণ অবস্থায় পড়ে গেছিল। তাছাড়া বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে আরো বেশি বোরিং লাগছিলো। বিশেষ করে বাচ্চারা বেশি রিরক্ত করছিলো।
আমাদের কক্সবাজারের মানুষের বিনোদনের জন্য এই কক্সবাজার সমুদ্র সৈকত অনেক ভূমিকা রাখে। সত্যিই শাটডাউনের পরে যদি সমুদ্রে না যেতাম তাহলে বুঝতে পারতাম না মানুষ কিভাবে সমুদ্রমূখী হয়ে গেছিল। সেখানে যাওয়ার পরেই মনে হয়েছিল যে শীতকাল সিজন চলে এসেছে এত মানুষের ভিড় ছিলো। তাছাড়া সেখানে দেখতে পাই অনেক পর্যটকদেরও আনাগুনা। বিশেষ করে যারা শাটডাউনের আগে এসেছিল তারা এখানে আটকা পড়ে গেয়েছিল। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। যাওয়ার পরেই তো আমি বেশ কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম। তবে সন্ধ্যা আগ মুহূর্তে আকাশের দৃশ্য এবং সাগরের দৃশ্য খুবই সুন্দর ছিল।
আপনারা তো জানেন সমুদ্রে গেলে আমি প্রচুর পরিমাণ ফটো সংগ্রহ করে রাখি। তাছাড়াও পাশাপাশি চেষ্টা করি সুন্দর ভিডিওগুলো সংগ্রহ করে রাখার। আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর ঢেউয়ের গর্জনের ভিডিওগুলো দেখতে। বিশেষ করে আপনাদের কাছে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা সন্ধ্যার আগ মুহূর্তে আমি সেখান থেকে কিছু ভিডিও নিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক মানুষের ভিড় ছিল সেই দিন।
বিশেষ করে শীতকাল সিজনে সমুদ্রের এক দৃশ্য এবং বর্ষাকালের অন্য একটি দৃশ্য দেখা যায়। বর্ষাকাল অনেক উত্তাল থাকে সাগর। তাছাড়াও প্রচুর পরিমাণ আওয়াজ থাকে ঢেউয়ের গর্জন থাকে। এমন সমুদ্রের ঢেউয়ের গর্জনে যদি নিরিবিলি পরিবেশে সময় কাটানো যায় ভীষণ ভালো লাগে। সেই ভিডিওটি আমি আপনাদের সাথে এডিট করে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমার আজকের ভিডিও।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন
বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ভিডিওগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি |
ভিডিও এডিটিং | @samhunnahar |
Location- | ভিডিও লোকেশ- কক্সবাজার সমুদ্র |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#videography #seabeach-video #amarbanglablog #steemexclusive #shy-fox #bangladesh-coxsbazar #abb-school
Upvoted! Thank you for supporting witness @jswit.
সমুদ্র সৈকতে ঘুরতে যেয়ে খুব সুন্দর একটি ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে সমুদ্র সৈকত এমন সুন্দর একটি জায়গা যেকোনো সময় ঘুরতে অনেক ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফিটি অসাধারণ লেগেছে। ধন্যবাদ সমুদ্র সৈকতের সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই জায়গাটি আমার কাছে সব সময় প্রিয় আপু সময় সুযোগ পেলে চলে যাই।
অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সমুদ্র সৈকত দেখতে অনেক সুন্দর লাগছে। আর এরকম সুন্দর সমুদ্র সৈকতে সময় কাটানোর মজাই আলাদা। সমুদ্র সৈকতের চমৎকার দৃশ্যের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।
https://x.com/nahar_hera/status/1816912734287725045?t=BSGYJsiNWlu3rblsSRdZ3w&s=19
কক্সবাজার সমুদ্র সৈকতের দারুন একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কক্সবাজারে কোন দিন ঘুরতে যাওয়া হয়নি তবে আপনার ভিডিও গ্রাকের মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতের অনেক কিছু দেখতে পেলাম। খুবই ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিও পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চলে আসেন ভাইয়া সাথে আপু এবং বাবুকে নিয়ে কক্সবাজারে থেকে ঘুরে যান।
ইচ্ছা আছে অনেক। আল্লাহ যদি চাই তাহলে যাবো একদিন ইনশাআল্লাহ।
সমুদ্রের কাছাকাছি থাকার কারণে অনেকটাই ভালো আছেন দেখছি। নেট বিহীন এই কয়েকটা দিন পুরো বন্দি জীবন কেটেছিল। আর আপনি সেখানে সমুদ্রে সময় কাটিয়েছে। সময়টা তাহলে মোটামুটি ভালোই কেটেছে আপনার। খুবই সুন্দর হয়েছে আপনার ক্যাপচার করা ভিডিওগ্রাফিটা। সমুদ্র এমনিতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। সমুদ্রের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দেখলেও ভীষণ ভালো লাগে। চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ভালো লেগেছে আপু আপনার এত সুন্দর অনুপ্রেরণামূলক অনুভূতি পড়তে পারে।
বেশ কিছুদিন ধরে নেট বিহীন জীবনযাপন ছিল যা ছিল অতিষ্ঠ। যাক এই সময় আপনি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন এবং বেশ সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন। আপনি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি করেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিওগ্রাফি টা দেখে মুগ্ধ হলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।
নেট বিহীন সময় গুলো খুবই বিষন্ন ছিল তাই চিন্তা করছিলাম সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে সময়গুলো উপভোগ করার।
কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছা আমার অনেকদিন থেকেই আপু। তবে সুযোগ করে উঠতে পারি না। আপনার আজকের ভিডিওগ্রাফি টা দেখে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারলাম। বিশেষ করে আপনি যে টাইমে ভিডিওগ্রাফিটা করেছেন তখন সমুদ্র সৈকতটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। তাছাড়া সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কারণে ভিডিওগ্রাফিটাও অসাধারণ হয়েছে।
এইবার যখন বাংলাদেশে ঘুরতে আসবেন কক্সবাজার থেকে ঘুরে যাবেন ভাইয়া 🥰🥰।
ঠিক আছে আপু, সময় পেলে অবশ্যই আপনাদের কক্সবাজার দিয়ে ঘুরে আসবো।