শুভ বিকেল সবাইকে,
প্রিয় কমিউনিটির ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন পরিবার নিয়ে। আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন কিছু তৈরি করতে গেলে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। আসলে সকাল থেকে ভাবছিলাম কি পোস্ট করা যায়। আমার কাছে কোন পোস্ট রেডি করা ছিল না। বিগত দিনগুলোর মধ্যেই যা পোস্ট আমার করার ছিল করে নিয়েছিলাম। কিন্তু আজকে আর আগামি কালকেই কোন ইউনিক কিছু শেয়ার করার মতো কোন কিছু আমার রেডি ছিলাম না। তো চিন্তা করলাম যে কিছু একটা তৈরি করে নিলে ভালো হয়। আমি চিন্তা করছিলাম মিনি ঝুড়ি তৈরি করবো। আসলে রঙিন কাপড় দিয়ে অনেক কিছু তো তৈরি করা যায়। রঙিন কাগজের ইউনিক কিছু তৈরি করতে হলে একটু ইউনিক চিন্তাভাবনা করতে হয়।
সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর জিনিস দেখি যা আমার করতে ইচ্ছে করে। সেই চিন্তাভাবনা করে দুপুরের রান্না শেষ করে বসে পড়লাম কিছু একটা তৈরি করবো বলে। তৈরি করতে বসে অনেকবার উঠে যেতে হলো আমার। বাচ্চাদের খাওয়ানোর জন্য তারা হুজুরের কাছে পড়তে যাবে সেই জন্য। তাদেরকে ফাইনালি রেডি করে বের করায় দিয়ে আমিও তৈরি করতে বসে পড়লাম। সেই চিন্তা থেকে আমি তৈরি করে নিয়েছি তিনটি মিনি ঝুড়ি। আমরা তো ময়লা ফেলার জন্য কিংবা জিনিস নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ঝুড়ি আমরা ব্যবহার করে থাকি। তো আমি চিন্তা করলাম যে ছোট কিছু মিনি ঝুড়ি তৈরি করে নিলে ভালো লাগবে। যেহেতু এই ঝুড়ি গুলো দিয়ে বাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়াও একদম ছোট কিছু নেওয়ার কাজেও ব্যবহার করা যাবে।
সেই পোস্ট নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর সময় না নিয়ে আপনাদের সাথে ধাপ গুলো শেয়ার করে নিব আমি কিভাবে তৈরি করেছি। চলুন বন্ধুরা আপনাদের সাথে তৈরি করার প্রসেস গুলো শেয়ার করতেছি---------
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
রঙ্গিন কাগজ।
কাঁচি।
গাম।
পেন্সিল।
প্রথম ধাপঃ
প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রঙিন কাগজ নিয়েছি। সেটাকে ভাঁজ দিয়ে কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গিন কাগজ দিয়ে কেটে আমি একটি নকশা তৈরি করে নিয়েছি। সেটাকে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে গাম দিয়ে লাগিয়ে দিয়ে মিনি ঝুড়ি তৈরি করে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
একি পদ্ধতিতে আমি তিন কালারের রঙিন কাগজ দিয়ে তিনটি মিনি ঝুড়ি তৈরি করে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিতা আকারের কিছু কাগজ কেটে নিয়েছি। সেগুলি দিয়ে সুন্দর করে ঝুড়ির উপরে ডিজাইন করে নিলাম। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এভাবে করে নিলে ঝুড়ি হাতে ধরতে সুবিধা হবে।
পঞ্চম ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিন্ন কালারের কিছু ফুল কেটে নিয়েছি। সেগুলোতেই ডিজাইন করে নিলাম এবং গাম দিয়ে পুঁতি দিয়ে লাগিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপঃ
এখন ডিজাইন করে নেওয়া ফুল গুলো গাম দিয়ে মিনি ঝুড়ির ফিতার উপরেই লাগিয়ে দিব। এভাবে প্রতিটি মিনি ঝুড়ির উপরে সুন্দর করে ফুলগুলো ফিতার উপরে লাগিয়ে দিলাম।
সপ্তম ধাপঃ
এভাবে ধাপে ধাপে আমি তিন কালারের তিনটে ঝুড়ি ডিজাইন করে নিলাম যা আপনাদের কাছে শেয়ার করে নিয়েছি।
উপস্থাপনা
বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে তিনটি ঝুড়ি তৈরি করে নিলাম। তৈরি করার পরে সত্যি এত সুন্দর হবে ভাবতেও পারিনি। এভাবেই রঙিন কাগজ দিয়ে জিনিস গুলো তৈরি করতে যথেষ্ট সময় লাগে। কিন্তু তৈরি করার পরে খুব সুন্দর দেখায়। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে এই তিনটি ঝুড়ি। আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। বড় ধরনের ঝুড়ি গুলো যেমন কাজে লাগে তেমনি ছোট সাইজের ঝুড়ি গুলো দিয়ে বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার করা যাবে। তাছাড়া নিজেদের প্রয়োজনীয় ছোট জিনিস গুলো রাখা যাবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের পোস্ট। আপনারা চাইলে এভাবে আমার পোস্ট দেখে তৈরি করে নিতে পারেন।
ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | রঙ্গিন কাগজ দিয়ে মিনি ঝুড়ি তৈরি। |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি মিনি ঝুড়ি তৈরি করেছেন। সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার তৈরি করা ঝুড়ি গুলো ভালো রাখার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার পোস্টগুলো যতই দেখি ততই যেন উৎসাহিত হই।রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি মিনি ঝুড়ি তৈরি। ঝুড়িগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে নিখুঁতভাবে পর্দায়ক্রমে উপস্থাপনা করেছেন অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ ভালো লাগলো আপনার থেকে এত সুন্দর প্রশংসা পেয়ে।
রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি মিনি ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো আপু। গোলাপি হলুদ ও সবুজ কালার তিনটি ও আমার কাছে চমৎকার লেগেছে। ঝুড়ি তৈরি করার সকল প্রক্রিয়া আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। খুব ভালো লাগলো এমন রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করাটা।
ভালো লাগলো আপু সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করলেন।
আপু আপনার মিনি ঝুড়ি তিনটি কিন্তু খুবই চমৎকার হয়েছে ।ভিন্ন ভিন্ন কালার হওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগছে ।বাচ্চাদের বিদায় দিয়ে ভালোই বানাতে বসে গিয়েছেন ।বাচ্চারা এসে দেখে ভীষণ খুশি হবে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
বাচ্চারা থাকলে বেশ বিরক্ত করে আপু। ওরা আসার পর দেখে বেশি খুশি হলো।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি তিনটা ভিন্ন ভিন্ন কালারের অনেক সুন্দর দেখতে ঝুড়ি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ ব্যবহার করে এরকম কোনো কিছু তৈরি করলে তা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। এরকমভাবে ঝুড়ি তৈরি করে কিন্তু ছোট ছোট জিনিস ঝুড়িগুলোর মধ্যে রাখা যায়। বিশেষ করে এই ধরনের পুঁতি গুলো রাখা যায় খুব ভালোভাবে। আর এগুলোর মধ্যে পুঁতি রাখলেও দেখতে অনেক সুন্দর লাগে। আপনার এই সুন্দর হাতের কাজটা দেখে সত্যি খুব মুগ্ধ হলাম।
সবার তৈরি করা রঙিন কাগজের জিনিসগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আসলে আপু বাচ্চাদের নিয়ে বেশ ঝামেলায় থাকতে হয়।আর রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ঝুড়ি গুলো দেখতে অসাধারণ ছিল। পুঁথি দেওয়াতে ঝুড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে উঠেছে। ধন্যবাদ আপু।
একদম ঠিক বলছেন আপু তৈরি করার সময় বাচ্চারা থাকলে বেশি বিরক্ত করে।
আপু আপনি তো দারুণ জিনিস তৈরি করেছেন। এভাবে ছোট ছোট ঝুড়ি তৈরি করে আমরা কিন্তু আমাদের ঘর অনেক সুন্দরভাবে সাজাতে পারি। খুবই ভালো লাগলো আপু আপনার আজকের ডাই পোস্ট। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
সময় দিয়ে পোস্ট দেখার জন্য অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তিনটি সুন্দর মিনি ঝুড়ি তৈরি করেছেন যেগুলো দেখতে খুবই কালারফুল লাগছে আপু। অসম্ভব সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে কিউট কিউট তিনটি ঝুড়ি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু সুন্দর করে তৈরি করার তবে প্রশংসা শুনে ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি সুন্দর ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বেশ চমৎকার হয়েছে আপনার আজকের এই ঝুড়ি তৈরি করা। আসলে এ জাতীয় জিনিসগুলো আমি খুবই পছন্দ করে থাকি, একদম মনোমুগ্ধকর হয়েছে।
যখন তিন কালারের তিনটি ঝুড়ি তৈরি করে নিলাম তখন দেখতে বেশ ভালো লাগছিল।