সবাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটি ভাই ও বোনেরা। আশা করি সবার দিনকাল ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। হঠাৎ অসুস্থ হয়ে যায় আবার হঠাৎ ভালো লাগে এভাবেই যাচ্ছে জীবন। জীবন এতো সহজ নয় যতদিন জীবন থাকবে ততদিন সংগ্রাম করে যেতে হবে। ভালো মন্দ মিলিয়ে হচ্ছে আমাদের জীবন। কখনো বিষন্নতা নেমে আসে আবার কখনো ভালো লাগার দিন চলে যায়। এভাবে যাচ্ছে জীবন আমাদের সবার। প্রিয় বন্ধুরা পরিবারের সবাইকে নিয়ে নিশ্চয়ই ভালো সময় কাটাচ্ছেন ব্যস্ততার মধ্যেও। আমিও আছি ব্যস্ততার মধ্যে ভালো আছি এখন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি একটি সিম্বল আর্ট নিয়ে। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে আর পোস্ট শেয়ার করার। তবে এই সপ্তাহে কাজের ধারাবাহিকতা তেমন ধরে রাখতে পারি নাই।
আসলে অসুস্থ হলে তেমন কাজ করা যায় না। যতটুকু চেষ্টা করেছি কাজ করার তবে আগের থেকে কম করেছি। অসুস্থতার মাঝেই কিছু করতে পারি না তাই একটি সিম্পল আর্ট করে নিয়েছিলাম। যেহেতু ধারাবাহিকভাবে একটি করে প্রতি সপ্তাহে আর্ট শেয়ার করি। সেই অনুযায়ী আমি একটি আর্ট শেয়ার করলাম। আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আর্টের মাধ্যমে মনের ভাব বা অনুভূতি গুলো প্রকাশ করা যায়। সেটা আর্টের মাধ্যমে হোক, কবিতার মাধ্যমে হোক অথবা কোন ডাই প্রজেক্ট এর মাধ্যমে হোক। যেকোন ভাবে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। তো আমিও চেষ্টা করেছি আর্ট এর মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার বন্ধুরা। ভালোবাসা এমন এক জিনিস যেকোন ভাবে প্রকাশ করা যায়। সেটা মায়ের হোক বা প্রিয় মানুষের প্রতি হোক।
চেষ্টা করেছি আমার মনের অনুভূতিটা আর্টের মাধ্যমে প্রকাশ করার। মায়ের প্রতি ভালোবসা যেকোন ভাবে প্রকাশ করা যায়। হঠাৎ মাথায় চিন্তা আসলো কিভাবে আর্ট করা যায়। চিন্তা করতে করতে ভাবলাম এভাবে করলে কেমন হয়। সেই চিন্তাভাবনা থেকে আমি আর্ট করে নিলাম। কিভাবে করে নিয়েছি আমি আর্ট সেই প্রসেস গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নেব। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে তাহলে শেয়ার করে নিচ্ছি–
আর্ট এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
জেল পেন।
রাবার।
আর্ট এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে আমি একটি ঢাকনার সাহায্যে বৃত্ত এঁকে নিলাম। সেই বৃত্তের পাশে ফুলের আর্ট করে নিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
পেন্সিল দিয়ে যে ফুলগুলো এঁকে নিয়েছি সেগুলোর উপরে স্কেচ করে নিলাম। ফুলের উপর স্কেচ করে নেওয়ার পরে আরো কিছুটা অংশ আমি আর্ট করে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে এসে আমি পুরো বৃত্তের চারপাশে বিভিন্ন ডিজাইনের ফুলের আর্ট করে নিয়েছি। আর্ট করার পরে আমারও বেশ ভালো লাগলো। আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগবে।
চতুর্থ ধাপঃ
এখন আমি বৃত্তের ভিতর একটি লাভ এঁকে নিয়েছি। সেই লাভের ভিতরে আমি নকশা এঁকেছি এবং মায়ের প্রতি ভালোবাসা লেখা লিখে দিলাম।
উপস্থাপনা
যখন আর্ট করা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিছি। আর্ট করার পরে আমার বেশ ভালো লাগলো। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। মাঝে মধ্যে গর্জিয়াস কিছু আর্টের চেয়ে সিম্পল কিছু আর্ট করতে ভালো লাগে। আবার মাঝে মধ্যে গর্জিয়াস কিছু আর্ট করতে অনেক ভালো লাগে। তবে সুন্দরভাবে সময় দিয়ে করলে যে কোন কিছুতেই ভালো ফলাফল পাওয়া যায়। আমার আর্ট আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আজকে শেয়ার করা আর্ট অনেক ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | একটি সিম্পল পেইন্টিং |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
বেশ চমৎকার একটি পেন্সিল আর্ট করেছেন আপু।পেন্সিল গুলো দেখতে বেশ ভালই লাগে।আজ আপনি বেশ সুন্দরভাবে পেন্সিল আর্ট টি উপস্থাপন করেছেন। আপনার করা আর্ট টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সময় দিয়ে চেষ্টা করল অনেক সুন্দর কিছু তৈরি করা যায় ধন্যবাদ।
আপু অসাধারণ একটি সাদা কালো আর্ট করেছেন। সিম্পল হলেও খুব স্ট্যান্ডার্ড লাগছে আপনার বৃত্তের ভিতর আর্টটি।আর্টের ভেতর মাকে নিয়ে খুব সুন্দর একটি কথা লেখেছেন। মাকে আমরা সবাই অনেক ভালোবাসি। আর তাইতো প্রতিনিয়ত মার অভাব অনুভব করছি।
সাদা কালো সিম্পল আর্ট করতে খুব ভালো লাগে আপু।
অনেক সুন্দর আর্ট করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার চমৎকার এই আর্ট তৈরি করতে দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট দক্ষতা। বেশ দারুণভাবে কাজ সম্পন্ন করেছেন আপনি। এমন সার্কেল আর্ট গুলো খুব ভালো লাগে আমার।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
হ্যাঁ আপু এটা সত্যি বলেছেন সবাই এখন ব্যস্ততার মাঝেই সময় কাটায়। যাইহোক আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে পোস্ট নিয়ে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো। বৃত্তের ভিতরে সিম্পল আর্ট করেছেন দেখতে কিন্তু চমৎকার লাগছে। আমরা সবাই আমাদের মাকে অনেক বেশি ভালোবাসি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া চেষ্টা করি ফ্রি সময় পেলে এখানে সময় কাটানোর।
এখন অনেকটা সুস্থ আছেন জেনে ভালো লাগলো। অসুস্থ থাকলে আসলেই কোন কাজ ভালোভাবে করা যায় না। আপনি খুব সুন্দর ভাবে সিম্পল এই আর্ট করেছেন। পেন্সিল আর্ট গুলো ভালোই লাগে দেখতে। আপনার আজকের ড্রয়িং টাও ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এখন কিছুটা ভালো আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য।
অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখলে। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে দেখছি। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার আর্ট আপনার কাছে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।
সাদা কালো আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই আর্ট গুলো অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। আপনি বেশ সুন্দরভাবে আর্ট টি গুছিয়ে উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দরভাবে পোস্টটি তুলে ধরার জন্য।
আমারও অনেক ভালো লাগে আপু সাদা কালো আর্ট গুলো করে নিতে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nahar_hera/status/1830956522404487263?t=G8VJ6FF8KfwnhU6oul7viA&s=19
আপু এই পৃথিবীতে আমরা যত দিন বেঁচে থাকবো এভাবে হাসিকান্না নিয়ে বেঁচে থাকতে হবে। এটাই তো আমাদের নিয়তি। যাই হোক আপনি আজ সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটি সাদা কালো আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আর্টগুলো সব সময় খুব ভালো লাগে। মাঝখানে লাভের ডিজাইন করে চারপাশে খুব সুন্দর ভাবে ডিজাইন করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই দুনিয়াটা খুবই বিচিত্র আপু। এখানে কান্না হাসি সব কিছু নিয়ে জড়িত।