এই সপ্তাহে করা পাচটি পোস্টের রিভিউ By-@salmanabir |১০% লাজুক খ্যাঁক এর জন্য|
আচ্ছালামুয়ালাইকুম,
আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমাদের পবিত্র "লাইলাতুলকদর" এর রাত। এই রাতকে পেয়ে ও যদি আমরা পাপ মোচন না করতে পারি তাহলে মনে করতে আমাদের মতো হতভাগা কেউ নাই। এই রাত হাজার রাতের থেকে উত্তম তাই আমরা সবাই চেষ্টা করব সহী এবং পরিষ্কার পোশাক পরে নামাজে যাওয়ার। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব।
আমি আজকে কোন নতুন পোস্ট করব না, পুরাতন পোস্ট গুলোই আজকে দেখানোর চেষ্টা করব।এই সপ্তাহে আমি টোটাল সাতটি পোস্ট করতে যাচ্ছি তার মধ্য থেকে পাচটি পোস্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি।
🍁পোস্ট রিভিউ🍁
🍁পোস্ট -১🍁
অনেক দিন ধরে ঢাকাতে ছিলাম,গ্রামে এসে অনেক শান্তি খুজে পেয়েছি।ঐ যে একটা গানের লিরিক পাচতলাতে নাইরে শান্তি আছে গাছতলায়, এটা ঠিক কথাই বলছে। গ্রামে আসার পর থেকে সব কিছুই সতেজ মনে হয়।মনকে আরো সতেজ করতে নিজের ফলের বাগানে চলে গেলাম ,কেমন ফল ধরল গিয়া দেখি বেশ মোটামুটি ভালো ফলই ধরছে।সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে নিলাম ফটোগ্রাফি গুলো দেখতে এখানে ক্লিক করুন
🍁পোস্ট -২🍁
আগে কখনো ডিজিটাল আর্ট করি নায়,সবাইকে দেখি অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকে। তাই ভাবলাম মাথাটা আমিও একটু খাটিয়ে দেখি। তাই শুরু করলাম নিজের আইডিয়া দিয়ে, আসলে আর্ট ভালো না করতে পারলেও আইডিয়া মোটামুটি ভালো আছে। অনেক আগে থেকেই ক্যানভা এপ্স দিয়ে কাজ করি কিন্তু এমন করে কখনো আর্ট করা হয় নায়। আমার আর্ট দেখতে এখানে ক্লিক করুন
🍁পোস্ট -৩🍁
বাড়িতে আসছি যদি কাচা আমের জুস না বানিয়ে খাই, তাহলে গ্রামের তাজা ফলের স্বাদ নেওয়াই হবে না। এই জুস খুবই স্বাদের ছিল বিশেষ করে ইফতারিতে স্বাদ দ্বিগুন ছিল। কেননা সারদিন সবাই রোদে থাকে কলিজা শুকিয়ে যায় তৃপ্তির জন্য এক গ্লাস জুস যথেষ্ট ছিল।রেসিপি কিভাব তৈরী করা হয়েছে দেখতে ক্লিক করুন
🍁পোস্ট -৪🍁
এটা আমার দ্বিতীয় করা ডিজিটাল আর্ট একটি শপিংমল, মোটামুটি সুন্দর করে সাজিয়েছিলাম যদিও আরো অনেক কিছুই গ্যাপ আছে আস্তে আস্তে তাও হয়ে যাবে।সৌন্দর্যর কোন শেষ নাই যে জতো ভালো করতে পারে তাই আর্ট খুবিই সুন্দর হয়।আর্ট দেখতে এখানেক্লিক করুন
🍁পোস্ট -৫🍁
আমার হাতে বানানো সব থেকে সেরা জুস ছিল এই বাঙ্গির জুস।অনেক ফলের মিশ্রনে তৈরী করা হয়েছিল বলে মন হয় স্বাদ ভালো ছিল।রেসিপিটি সম্পূর্ণ দেখতে এখানে
বিভাগ | পোস্ট রিভিউ |
---|---|
ডিভাইস | রেডমি নোট ৫ |
লোকেশন | বরগুনা,বরিশাল |
software | canva |
প্রস্তুতকারক | আবির |
আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোন ব্লগে।
এই সপ্তাহে আপনি অনেক সুন্দর সুন্দর 5 টি পোস্ট করেছেন। আপনার পাঁচটি পোস্টের রিভিউ দেখে খুবই ভালো লাগলো। ডিজিটাল আর্ট , শরবত তৈরি এবং ফটোগ্রাফি খুবই চমৎকার লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার করা পাঁচটি পোস্টের রিভিউ শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
খুবই সুন্দর মতামত দিছেন আপু।ধন্যবাদ আপনাকে
আমি মনে করি এই গরমের জন্য আমের জুস গুলোই উপযুক্ত। তাই আপনার জুস গুলো আমার খুব ভাল লেগেছিল। এ সপ্তাহের পোস্টগুলো যাহোক মোটামুটি খুবই সুন্দর ছিল। আশা করি সামনের সপ্তাহে ইউনিক কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ ভাই খুবই সুন্দর মতামত দিছেন,আমের জুস খুবই ভালো ছিল।
টুইটার
সুন্দর রিভিউ। সবগুলো পোষ্ট অসাধারণ ছিল। গরমকালে বাঙ্গি আমার খুব প্রিয়। কিন্তু বাঙ্গি দিয়ে এরকম জুস বানানো যায় আজ প্রথম আপনার পোষ্ট থেকে দেখলাম। সেইসাথে অন্যান্য ফলো মিক্স করেছেন। ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য
বাঙ্গির জুস খুবিই মজার ছিল,ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।
আপনার রিভিউ পোষ্টটি দেখে আমার খুব ভালো লাগলো। আপবার এই সপ্তাহের সবগুলো পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার সব পোস্ট আমি দেখেছিলাম আমার কাছে বিশেষ করে কাঁচা আমের জুস রেসিপি বাঙ্গির জুস রেসিপি সবচেয়ে বেশি ভালো লেগেছে। রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার সব গুলো পোস্ট আপনি দেখছেন শুনে খুবই ভালো লাগল, ধন্যবাদ মতামত দেওয়ার জন্য
এ সপ্তাহে করা পাঁচটি পোস্টের রিভিউ দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। কেননা একটি পোষ্টের মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট এক পলকে দেখা হয়ে যায়। আপনার প্রত্যেকটি পোস্ট অত্যন্ত চমকপ্রদ পোস্ট ছিলো। তবে সবচাইতে কাঁচা আমের জুস রেসিপিটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে। পুরাতন পোস্টগুলো কে নতুন করে আবারও আমাদের মাঝে পোস্টে রিভিউ দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
লিমন ভাই খুবই সুন্দর মতামত দিয়ে পাশেন আমার অনেক ভালো লাগে,আপনার প্রতিটা মন্তব্য কাজের গতি বাড়িয়ে দিতে সাহায্য করবে।ধন্যবাদ ভাই
আপনি আজকে আমাদের সাথে এ সপ্তাহের আপনার করা পাঁচটি পোস্টের রিভিউ দিয়েছেন। আপনার উপস্থাপনা টা কিন্তু অনেক সুন্দর ছিল আপনি এবং সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ প্রিয় কাওসার ভাই সব সময় সুন্দর মন্তব্য করে উৎসাহ দিন।খুবই ভালো লাগে
এই সপ্তাহে আপনার সবগুলো পোস্ট আমি দেখেছি তবে চার নাম্বার পোস্ট টি দেখা হয়নি। আমার দুর্ভাগ্য যে আমি আপনার তৈরি দ্বিতীয় ডিজিটাল আর্ট এর মন্তব্য করতে পারেনি। আজ আপনার পোস্ট রিভিউ মাধ্যমে সৌভাগ্য হলো মন্তব্য করার। প্রতিটি পোস্ট অনেক সুন্দর ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বী আপু আপনার কমেন্ট সব সময় পেয়েছি,ধন্যবাদ সব সময় গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।