শুধু শুধু ভোগান্তি
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৬ই জানুয়ারি, শুক্রবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।লাস্ট দুইদিন আমার উপর দিয়ে কিছু ভোগান্তি গেছে যেটা হবার ছিল না, সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করছি।
আমার প্রায় রাত জাগার অভ্যাস হয়ে গেছে, রাত তিনটার সময় কম্পিউটার বন্ধ করে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে আছি। ফেসবুক ব্রাউজ করতে করতে ভালোবাসে প্রায় ৪ টা। হঠাৎ বিকট একটা শব্দ হলো, যেহেতু আমার কানে হেডফোন ছিল আমি শব্দটা বুঝতে পেরেছি কিন্তু এতটা জোরে হয়েছে সেটা আমি বুঝিনি। শীতের রাতে আমি কিছু সময় পর ঘুমিয়ে পড়ি। সকালে ওঠার পর জাানতে পারি, কোন একজন ব্যক্তির ট্রাক আমাদের বাড়ির সামনের বিদ্যুতের খুঁটি তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সকাল সকাল এই বিদ্যুৎ বিভাগের লোকেরা এসে আমাদের এই প্রবলেম সলভ করে দিয়ে যায়, তখন আসলে ঠিক ভাবে চেক করা হয়নি তারা চলে যায়। সমস্যাটা শুরু হয় যখন আমরা ঘুম থেকে উঠে পানি তোলার জন্য মোটর চালু করলাম। বুঝতে পারলাম মিটার গুলো ঠিকভাবে কাজ করছে না মোটর চলছে না বিদ্যুতের ভোল্টেজ কম।
বিভিন্নভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম আমাদের অভিযোগ গ্রহণ করা হয় এবং সমাধান করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, শুধুমাত্র দ্বিতীয়বার আসতে হয়েছে বলে তাদের হাত খরচের টাকা দিতে হবে আমাদেরকে, যাইহোক প্রথমে তারা ১০ হাজার টাকা দাবি করলো, তারপর ৫ হাজার টাকায় রাজি হলো।
অন্য মানুষের ট্রাক, আর জরিমানা হল আমাদের। সবকিছু ঠিক রাত্রেবেলা যখন পোস্ট করার জন্য কম্পিউটার অন করলাম, সারাদিন পর রাতের বেলায় আমি নিরিবিলি আমার অনলাইনের কাজগুলো করি। দেখলাম বিকট শব্দ হয়েছিল, আমাদের বাসার কয়েকটা লাইট ব্লাস্ট হয়, কয়েকটা কম্পিউটার নষ্ট হয় আমাদের বিল্ডিংএর, শেষ মুহূর্তে এসে দেখলাম আমার কম্পিউটার ও একই অবস্থা।
এত রাত এখনো আমার পোস্ট করার সময় এই মুহূর্তে আমি জানতে পারলাম আমার কম্পিউটার নষ্ট হয়েছে, ৪-৫ বছর যাবত আমার কম্পিউটারে কোন সমস্যা হয়নি, টুক টাক সমস্যা হলে আমি নিজেই ঠিক করতে পারতাম, সেই ভরসায় কম্পিউটার খুলে খানিকটা পরিষ্কার করার চেষ্টা করলাম এবং রেম সঠিকভাবে লাগিয়ে দিলে পুনরায় কম্পিউটার ঠিকঠাকভাবে রান করত।
আমার মেইন প্রবলেমটা হচ্ছিল সিপিইউ ফ্যান চলছিল, কিন্তু বাকি সব রান করতে পারছিলোনা এবং ডিসপ্লে আর ছিলনা। সাধারণত এই প্রবলেম হলে যা করতে হয়ে আমি নিজে নিজে চেষ্টা করেছি।
ব্যাটারি খুলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ব্যাটারি লাগিয়ে আমি চেষ্টা করছিলাম কম্পিউটার বুট রান করার জন্য, কোনভাবেই হচ্ছিল না তারপর আমি আবার রেম পরিষ্কার করে পুনরায় আবার চেষ্টা করলাম কারণ অনেক সময় রেম এর জন্য অনেক প্রবলেম হয়ে থাকে।
অবশেষে বুঝতে পারলাম অন্য কোন প্রবলেম হয়েছে পুরো পার্ট পার্ট খুলে আমি দেখছিলাম কোন কারনে শর্টসার্কিট হয়ে কোন পার্টস নষ্ট হয়ে গেল কিনা যেহেতু একটা শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে আমাদের বাসাতে।
এই করতে করতে রাত অনেক হয়ে গেল, আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা তাই বারোটার পর থেকে শুরু করলাম প্রাক্টিক্যাল খাতা লেখা।
একেতো পরীক্ষার যন্ত্রনা তার উপর আমার কম্পিউটার নষ্ট হয়ে গেল, মন খুবই খারাপ ছিল, পরেরদিন টেকনিশিয়ান এর কাছে নিয়ে গেলাম। তিনি দেখে বললেন মাদারবোর্ডের আইসি প্রবলেম হয়েছে, তিনি একটা প্রাইস বললেন এই প্রাইস এর মধ্যে তিনি ঠিক করে দিবেন। মাসের শেষ এবং গতদিন এতগুলো টাকা জরিমানা গেল , তবুও আমার সাধ্যের মধ্যে এবং এটা আমার প্রয়োজনে একটা জিনিস তাই ঠিক করালাম, ঠিক করে এরপর তিনি বলছে এখানে পাওয়ার সাপ্লাই লাগাতে হবে নতুন এইটা সেইটা আরো কত কিছু। একটু বাধ্য হয়ে দেখলাম না নতুন একটা পাওয়ার সাপ্লাই দেয়া উচিত বাকি সব জিনিসগুলো না নিলেও।
আবারো খানিকটা সময় এদিকসেদিক ঘোরাঘুরি করলাম তিনি নতুন একটা পাওয়ার সাপ্লাই ইনস্টল করে দিল।
তারপর সেখানে টেস্ট করলাম দেখলাম না সবকিছু ঠিকঠাক রয়েছে আমার মাদারবোর্ড ভালোভাবে রান করছে, কিন্তু বেশ কিছু অতিরিক্ত খরচ হয়ে গেল এবং আমি একটা ফ্যান লাগালাম যদিও সেটা পুরনো ছিল , দোকানদার সেটার টাকা রাখেনি তবে ভালো একটা এমাউন্ট খরচ হয়ে গেল আমার।
কি ভাবে কি হয়ে গেল অন্য মানুষের ভুলের জন্য এতগুলো টাকা নষ্ট, যাই হোক বাসা থেকে সবাই বলছিল মন খারাপ করে লাভ নেই, অন্য ভাবেও ক্ষতি হতে পারত টাকার উপর দিয়ে গেছে এই ভালো।
টেকনিক্যাল কিছু সমস্যার এবং পরীক্ষা সব মিলিয়ে আজকে পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে সময় গেল।
ডিভাইস | Xiaomi Redmi Note 10 Pro Max |
---|---|
লোকেশন | https://w3w.co/catchers.sandbags.chairing |
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
@jswit reply-off
আসলে ভাইয়া মানুষের ভোগান্তির শেষ নেই। একজন লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য টাকা তো লাগল আবার
অনেক ভোগান্তির মধ্যে পড়তে হলো।যাইহোক ভাইয়া টাকার ওপর দিয়ে গিয়েছে কারো কোন ক্ষতি হয় নেই জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্ট পড়ার জন্য, আসলেই একটা মানুষের জন্য অন্য মানুষের ক্ষতি হতে পারে এটা অনেক সময় বোঝা যায় না, যার দ্বারা এই কাজটি হয়েছে সে নিজেও জানে না তার ছোট্ট একটা ভুলের জন্য কোন মানুষের কতটুকু ক্ষতি হয়েছে।