সৎ সাহস

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ

০৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার ছিল, আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পারবেন এবং ভালো লাগবে।


সৎ সাহস

ethics-2991600_1920.jpg

Image by Tumisu from Pixabay


আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মধ্যে সংকোচ কাজ করে, অনেক সময় নিজের অবস্থান থেকে সত্য কথাটা বলতে পারেনা কিংবা ভদ্রতার খাতিরে অনেক কিছু এড়িয়ে যায়, যেটাকে ঝামেলা মুক্ত থাকা বলা সব কিছু মেনে নেয়া।
অনেক সময় প্রিয় বন্ধুটা একটা ভুল কিছু করছে কিংবা অফিসের বস এমন একটা কিছু বলল যেটা সঠিক নয় কিন্তু আমরা প্রতিবাদ করি না কারণ আমাদের মধ্যে রয়েছে সংকোচ।

আমরা বরাবরই নিজের অবস্থান থেকে ভয় পেয়ে থাকি সংকোচ করে থাকি সত্য কথা বলতে, এ সময় আমরা যেমনটা হচ্ছে শুধু মেনে নেই এবং সামনের দিকে যেতে থাকি, কিন্তু এটা আমাদেরকে সামনের দিকে নয় বরঞ্চ আমাদেরকে তৈরি করে জড় বস্তু।

আমার দেখা অনেকেই যারা নিজের জন্য লড়াই করেনি, যাদের মধ্যে সৎ সাহস ছিল না তারা সেই একই অবস্থানে রয়েছে তাদের তেমন কোন উন্নতি হয়নি, আবার আমার দেখা এমন কিছু লড়াকু মানুষ রয়েছে যারা শুধুমাত্র সৎ সাহস থাকার কারণে আজ উন্নতির চরম শিখরে, আমি যদি তফাৎ করতে যাই দুজনের মধ্যেই ছিল প্রতিভা দুজনের মধ্যেই ছিল দক্ষতা কিন্তু একজন ছিল ভীতু অন্য জনের ছিল সৎ সাহস।


little-boy-1635065_1920.jpg

Image by ambermb from Pixabay


একটা সত্য ঘটনা বলি, ডাইং ফ্লোরে (টেক্সটাইল সেক্টর) একজন ১৫ বছর ধরে চাকরি করছেন, তার বেতন ১৪ হাজার টাকা, সেই লোকটির তিনজন সন্তান রয়েছে। তাকে যখন প্রশ্ন করা হলো সে এত কম টাকায় কিভাবে তার সংসার চালায়, তার মুখে কোন উত্তর নেই।

লোকটি চমৎকার কাজ পারেন, তার ১৫ বছরের অভিজ্ঞতা সে যে কোন ফ্যাক্টরিতে ভালো সেলারিতে চাকরি পাবেন এবং সম্মানজনক পদে। কিন্তু লোকটি এত পরিমাণ ভীত তার শিপমেন্ট চেঞ্জ হলে কিংবা তাকে অন্য একটা মেশিন অপারেট করতে দিলে সে ভয় পেত। অর্থাৎ পুরো ফ্লোরে সে দুটো মেশিন অপারেট করতো ওই দুটো মেশিন ছাড়া অন্য কোন মেশিনে সে হাত দিতে ভয় পেত।

তার সাথের লোকেরা হয়তো অনেক ভালো পজিশনে রয়েছে, কিন্তু লোকটির মধ্যে ছিল না সৎ সাহস, সে সবসময় ভয় পেত তার চাকরি না থাকলে তার পরিবার কিভাবে চলবে। শুধুমাত্র এই চিন্তা করার কারণে কোনদিন তার প্রমোশনও হয়নি কিংবা তার সেলারি তুলনামূলক বৃদ্ধি পায়নি।

পরিশেষে এতোটুকু বলবো, সৎ সাহস না থাকলে জীবনে উন্নতি করার সম্ভব নয়। জীবনে যাদের মধ্যে সৎ সাহস ছিল এবং যারা ব্যতিক্রম কিছু করেছে তারাই সবার চোখের সামনে আসে এবং তারাই জীবনে একটা ভালো পজিশনে চলে আসে। জীবনে উন্নতি করার জন্য এই বৈশিষ্ট্য থাকারও গুরুত্ব রয়েছে।


অনেকেই হয়তো একমত হতে পারেন, তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 2 years ago 

আমি আপনার কথাগুলোর সাথে একদমই একমত। সৎ সাহস থাকাটা জরুরি, এটা ছাড়া সঠিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যে লোকটিকে নিয়ে আপনি আলোচনা করলেন, তিনি যদি বিভিন্ন মেশিনে সাহস করে কাজগুলো শিখতে পারতেন তাহলে হয়তো আজ তার সেলারী থাকতো অনেক বেশি। তাছাড়াও প্রমোশন পাওয়ার সুযোগ ছিল। আমাদের সৎ সাহস থাকতে হবে এবং ভালোমন্দ বিচার বিশ্লেষণ করে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে।
সুন্দর লিখনী ছিল ভাই।

 2 years ago 

আমি নিজেও চোখের সামনে থেকে এই জিনিসগুলো দেখেছি, তাই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম।

 2 years ago 

অসাধারণ লিখেছেন। জীবনে সাহস অনেক দরকার৷ অন্যায় করলে যত বড় লোকই হোক না কেন প্রতিবাদ করা উচিৎ। আমার ও এমন একজন পরিচিত লোক আছে যে শুধু কমফোর্ট জোনের বাইরে যেতে চায়না দেখে উন্নতি করতে পারছে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর মোটিভেশনাল পোস্টটির জন্য।

 2 years ago 

কমফর জনের মধ্যে থাকলে কোনদিনই উন্নতি করা সম্ভব নয়, নিজেকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

যারা সৎ সাহস দেখিয়ে সামনে এগিয়ে যায় তারা জীবনে অনেক উন্নতি করতে পারে। যার কারণে সব সময় তারা জীবনকে এগিয়ে নিয়ে যায়। যাদের মধ্যে সৎ সাহস নেই তারা জীবনে উন্নতি করতে পারে না এবং এগিয়ে যেতে পারে না। আপনি যে লোকটির উদাহরণ দিয়েছেন সেই লোকটি যদি সৎ সাহসের মাধ্যমে এগিয়ে যেত তাহলে এখন অনেক বড় প্রমোশন হতো তার। কিন্তু লোকটি ভীতু থাকার কারণে হলো না। জীবনে সৎ সাহসের গুরুত্ব সবচেয়ে বেশি হয়।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন সৎ সাহস না থাকলে খুব সহজে আগানো সম্ভব নয়, আমারও মূলত মূলকথা এটাই ছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মূল বক্তব্যটি বোঝার জন্য।

 2 years ago 

আপনার দেয়া উদাহরনটি ভালো লাগলো আসলে একটু খানি ঝুকি নেয়ার সাহস না থাকলে কোনদিনই উন্নতি করা যায়না। আর আমরা দিন দিন এমন হয়ে যাচ্ছি যে নিজে বিপদে না পড়া পর্যন্ত অন্যের বিপদ নিয়ে কখনো চিন্তাই করিনা। ধন্যাবদ দারুন একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য।

 2 years ago 

আপনিও কিন্তু খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে, আপনার এ লাইনটুকু আমার মাথায় থাকবে, চমৎকার ছিল।

 2 years ago 

এখন তো সৎ মানুষের সংখ্যা খুবই কম কিন্তু সৎ মানুষের সহজ বলতে গেলে অনেক বেশি। যারা সৎ সাহসের মাধ্যমে জীবনে এগিয়ে যাচ্ছে তারা অনেক কিছুই করতে পারছে এবং পারবেও। যদি ওই লোকটি বিভিন্ন মেশিনে কাজ করতো তাহলে এখন তার সেলারি এবং প্রমোশন দুটোই বেড়ে যেত। মানুষ যদি সৎ সাহস দেখিয়ে তার লক্ষের দিকে পা বাড়ায় তাহলে অবশ্যই লক্ষ্য পূরণ হবে। এখন তো মানুষ সৎ সাহস দেখাতেও ভয় পায়। ভালই লাগলো সম্পূর্ণটা পড়ে।

 2 years ago 

সবটাই হচ্ছে কমফর জন, মানুষ নতুনত্বকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে পরিবর্তন হতে এ জন্যই অনেকেই পিছিয়ে রয়েছে। তাই সময় থাকতে আমাদের চারপাশের পরিবেশটা বোঝা উচিত। তাহলে একটা ম্যাচিউরড সময় খুব বেশি কষ্ট করতে হবে না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60429.72
ETH 2344.97
USDT 1.00
SBD 2.52