যারা সৎ সাহস দেখিয়ে সামনে এগিয়ে যায় তারা জীবনে অনেক উন্নতি করতে পারে। যার কারণে সব সময় তারা জীবনকে এগিয়ে নিয়ে যায়। যাদের মধ্যে সৎ সাহস নেই তারা জীবনে উন্নতি করতে পারে না এবং এগিয়ে যেতে পারে না। আপনি যে লোকটির উদাহরণ দিয়েছেন সেই লোকটি যদি সৎ সাহসের মাধ্যমে এগিয়ে যেত তাহলে এখন অনেক বড় প্রমোশন হতো তার। কিন্তু লোকটি ভীতু থাকার কারণে হলো না। জীবনে সৎ সাহসের গুরুত্ব সবচেয়ে বেশি হয়।
আপনি ঠিক বলেছেন সৎ সাহস না থাকলে খুব সহজে আগানো সম্ভব নয়, আমারও মূলত মূলকথা এটাই ছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মূল বক্তব্যটি বোঝার জন্য।