এখন তো সৎ মানুষের সংখ্যা খুবই কম কিন্তু সৎ মানুষের সহজ বলতে গেলে অনেক বেশি। যারা সৎ সাহসের মাধ্যমে জীবনে এগিয়ে যাচ্ছে তারা অনেক কিছুই করতে পারছে এবং পারবেও। যদি ওই লোকটি বিভিন্ন মেশিনে কাজ করতো তাহলে এখন তার সেলারি এবং প্রমোশন দুটোই বেড়ে যেত। মানুষ যদি সৎ সাহস দেখিয়ে তার লক্ষের দিকে পা বাড়ায় তাহলে অবশ্যই লক্ষ্য পূরণ হবে। এখন তো মানুষ সৎ সাহস দেখাতেও ভয় পায়। ভালই লাগলো সম্পূর্ণটা পড়ে।
সবটাই হচ্ছে কমফর জন, মানুষ নতুনত্বকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে পরিবর্তন হতে এ জন্যই অনেকেই পিছিয়ে রয়েছে। তাই সময় থাকতে আমাদের চারপাশের পরিবেশটা বোঝা উচিত। তাহলে একটা ম্যাচিউরড সময় খুব বেশি কষ্ট করতে হবে না।