পেঁপে ও আলুর মজাদার একটি রেসিপি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220530_141947_688.jpg

পেঁপে আমাদের অতিপরিচিত একটি ফল। এর একটি বিশেষ দিক হলো এটি একাধারে ফল ও সবজি হিসেবে খাওয়া হয়। শুধু স্বাদের দিক থেকেই নয়, অসাধারণ পুষ্টিগুণের কারণেও পেঁপে পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়।
আজ আমি পেঁপে ও আলুর মজাদার একটি রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে বেশ ভালো লাগে।

প্রয়োজনীয় উপকরণ

image.png

উপকরণপরিমান
IMG_20220530_121812_069.jpgপেঁপে১টি
IMG_20220530_123128_301.jpgআলু৩টি
IMG_20220530_133231_766.jpgহলুদ গুড়া১/২ চা চামুচ
IMG_20220530_133311_982.jpgজিরা গুড়া১চা চামচ
IMG_20220530_133339_148.jpgধনিয়া গুড়া১ চা চামচ
IMG_20220530_133759_645.jpgলবনস্বাদমতো
IMG_20220530_130701_849.jpgসয়াবিন তেলপরিমান মতো
IMG_20220530_123635_504.jpgপেয়াজ মাঝারি সাইজের ২টি,কাচা মরিচ১০/১২টি,রসুন ১ টি,আদা সামান্য, শুকনা মরিচ ৩টি

image.png

প্রস্তুত প্রণালী

image.png

ধাপ-১

IMG_20220530_130528_899.jpgIMG_20220530_130522_402.jpg

পেঁপে আলু ছোট ছোট কিউব এর মত করে কেটে নিয়েছি।

IMG_20220530_130558_774.jpgIMG_20220530_130552_428.jpg

মরিচ গুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি।

IMG_20220530_130534_021.jpg

আদা ও রসুন পেস্ট করে নিয়েছি।

image.png

ধাপ-২

IMG_20220530_131020_725.jpgIMG_20220530_131251_183.jpg

চুলায় কড়াই বসিয়ে সেখানে পরিমাণমতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হলে কেটে রাখা পেঁপে গুলো গরম তেলে ঢেলে দিয়েছি এবং হালকা ভেজে নিয়েছি।

IMG_20220530_132403_564.jpg

পেঁপে গুলো হাল্কা ভাজা হলে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি।

IMG_20220530_132439_488.jpgIMG_20220530_132758_172.jpg

তারপর একই তেলে কেটে রাখা আলু গুলো ভেজে নিয়েছি।

image.png

ধাপ-৩

IMG_20220530_132837_516.jpg

গরম তেলে তিনটি শুকনো মরিচ দিয়েছি এবং মরিচগুলো মচমচে করে ভেজে নিয়েছি।

image.png

ধাপ-৪

IMG_20220530_132940_132.jpg

এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি এবং পেঁয়াজ এর রং বাদামি না হওয়া পর্যন্ত ভেজেছি।

image.png

ধাপ-৫

IMG_20220530_133101_311.jpgIMG_20220530_133207_892.jpg

পেঁয়াজের রং বাদামী হয়ে আসলে আদা ও রসুন এর পেস্ট গরম তেলে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়েছি।

image.png

ধাপ-৬

IMG_20220530_133245_799.jpgIMG_20220530_133319_778.jpgIMG_20220530_133350_530.jpg

এবার একে একে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুড়া দিয়েছি।

IMG_20220530_133453_586.jpg

তারপর মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি।

image.png

ধাপ-৭

IMG_20220530_133649_181.jpgIMG_20220530_133736_841.jpg

মসলা কষানো হলে কেটে রাখা মরিচগুলো এবং ভেজে রাখা পেঁপে আলু গুলো কষানো মসলায় দিয়েছি।

image.png

ধাপ-৮

IMG_20220530_133752_092.jpgIMG_20220530_133905_095.jpg

এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি।

image.png

ধাপ-৯

IMG_20220530_134240_583.jpgIMG_20220530_134311_478.jpg

পেঁপে ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছে এবং কড়াইটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আলু ও পেঁপে সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল মাখামাখা হয়ে আসলে চুলা বন্ধ করে দিয়েছি। এর মাঝে কয়েকবার নেড়ে নিয়েছিলাম।

IMG_20220530_141932_367.jpg

সবশেষে চুলা থেকে নামিয়ে পেপে ও আলুর মজাদার এই সবজি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি।

image.png
image.png

পেঁপে ও আলুর এই রেসিপি টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
খাওয়ার পর আমার কাছে তো ভালোই লেগেছে। রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটি পোস্ট এ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

ছবি উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno Spark 5 pro
Sort:  
 2 years ago 

পেট ঠান্ডা করার জন্য পেঁপের জুড়ি নেই। এছাড়া আলু আমার প্রিয় সবজি। কাজেই এ জুটির কম্বিনেশন কেমন সুস্বাদু হতে পারে আশা করি বুঝতে পারছেন। আলু দিয়ে খেতে এই সবজি দারুন লাগে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য

 2 years ago 

পেপে আলুর কম্বিনেশনে এ সবজিটি আসলেই অনেক সুস্বাদু। আমার তো অনেক ভালো লাগে।

 2 years ago (edited)

আপু আপনি খুব সুন্দর করে পেঁপে ও আলুর মজাদার ভাজি রেসিপি শেয়ার করেছেন। আমার তো দেখে খুব খেতে ইচ্ছে করছে। পেঁপে আমার কাছে খুবই ভালো লাগে কাঁচাপাকা, রান্না করা, ভাজি করা ,ভর্তা করা সব রকমের আমার কাছে খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝেই এইবাবে পেঁপে ভাজি করে। আপনাকে ধন্যবাদ আপু পেপে ভাজির মজাদার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

এই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল আপু। আপনিও চাইলে এই রন্ধনপ্রণালী অনুসরণ করে রান্না করে খেয়ে দেখতে পারেন। শুভকামনা রইল।

 2 years ago 

পেঁপে ও আলু একত্রে মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু।বিশেষ করে সকালবেলায় রুটির সাথে এটি খেলে খুব মজা লাগতো। পেঁপে ও আলুর এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রুটি বা গরমভাত যেকোনোটির সাথেই এই তরকারিটি অনেক মজা করে খাওয়া যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

সত্যি বলতে এই রকমের রান্না আমি খুব পছন্দ করি। পেঁপে দিয়ে যে কোন তরকারির স্বাদ টা একদম ভিন্ন ধরনের। আমি তো মাঝে মাঝেই খাই। আমার গ্যাসট্রিক এর সমস্যা হয় অনেক বেশি, তাই পেপে পথ্য মনে করে আরো বেশি খাই। অনেক ভালো ছিল আপু রান্নার ধরণ টা। একদম বাড়ির রান্না যেমন হয় 👌👌

 2 years ago 

পথ্য হিসাবে খুবই সুস্বাদু একটি জিনিস আপনি খান। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আহা কি লোভনীয় রেসিপি। এই ধরনের রেসিপি গুলো দিয়ে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। আসলেই পেঁপে জিনিসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস। অনেক সুন্দর হয়েছে তোমার আজকের রেসিপিটি । ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছ পেঁপের স্বাদ যেরকম পুষ্টিগুণ ও সেরকম। আর এরকম তরকারি দিয়ে অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। তোমার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

পেঁপে ও আলুর মজাদার একটি রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুব মজাদার রেসিপি তৈরি করেছেন।আপনাদের উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে,ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। শুভকামনা রইল।

 2 years ago 

এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46