ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ২ - খুচরা ব্যবসায়ীঃ ট্রিটমেন্ট বেইজড

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুয়ালাইকুম। আমি @sabbirakib এবং আমার বাংলা ব্লগে আমি ফার্মেসি বা ঔষধ ব্যবসার যাবতীয় বিষয় নিয়ে একটি সিরিজ লেখার আগ্রহ প্রকাশ করছি। আজকে তার প্রথম পর্ব লিখছি। আপনি যদি ফার্মেসি ব্যবসা সম্পর্কে জানতে চান কিংবা মেডিসিনের গোমর নিয়ে আগ্রহ থাকে, তবে এই লেখাগুলো আপনার জন্য।

doctor-8264057_1280.jpg

Image by hosny salah from Pixabay

প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম ফার্মেসির ধরণ নিয়ে। আপনি চাইলে এখানে ক্লিক করে প্রথম পর্ব পড়ে আসতে পারেন। আজ থাকলো দ্বিতীয় পর্ব।

খুচরা ব্যবসায়ী ট্রিটমেন্ট বেইজড

মূলত মহল্লার ছোটখাটো ফার্মেসিগুলো এরূপ হয়ে থাকে। এসব ফার্মেসির মেইন ফোকাস থাকে ট্রিটমেন্টের উপর। এই ধরণের ফার্মাসিস্টরা পল্লী চিকিৎসক কোর্স করে থাকেন। কেউ আবার আরও কিছু অপ্রয়োজনীয় কোর্সও করে থাকে। কিন্তু উনাদের ব্যবসার মূল চাবিকাঠি হলো উনাদের গ্রাহকরা, অর্থাৎ সেবা গ্রহীতারা৷ সেবা দানের দিক থেকে যার যত সুনাম হবে, তিনি তত সফল হবেন।

ইনভেস্টমেন্ট

খুব অল্প টাকা হলেই এধরণের ফার্মেসি দেয়া যায়। আপনি মাত্র ১ লক্ষ টাকা দিয়েও এমন একটি ফার্মেসি শুরু করতে পারেন। তাও যদি না হয়, তবে ৫০ হাজার দিয়েও শুরু করলে অসুবিধা হবেনা। আপনি যদি দোকানের এডভান্স বাদে মাত্র ৫০ হাজার টাকারও প্রোডাক্টও রাখেন তাতেই আপনার হেঁসে খেলে হয়ে যাবে।

মেডিসিন নলেজ

এই ধরণের ফার্মেসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরী হচ্ছে মেডিসিন সম্পর্কে প্রচুর ধারণা থাকা। এধরণের বেশিরভাগ দোকানিই খোজ নিলে দেখা যায় আগে হয়ত কোন ঔষধ কোম্পানিতে চাকুরী করেছে, না হয় হাসপাতালে কাজ করেছে না হয় ডাক্তারের কম্পাউন্ডার ছিল, অথবা অন্য কোন ফার্মেসিতে কাজ করেছে। একদম তৃণমূল পর্যায়ে রোগীদের সেবা দেয় বলে উনাদের অভিজ্ঞতাও খুব দ্রুত অর্জন হয়।

medicine-1309148_1280.jpg

Image by Ann San from Pixabay

অন্যান্য জ্ঞান

এই ধরণের ফার্মেসি চালাতে হলে আপনাকে আরেকটু গুণ রপ্ত করতে হবে। তা হচ্ছে ইনজেকশন ও স্যালাইন পুশ করা শিখতে হবে। কাটা-ছেঁড়ার সেলাই করা, ড্রেসিং করা জানতে হবে। যার হাত এসব কাজে যত নিপুণ তিনি তত দ্রুত উপরে যেতে পারবেন।

মেডিসিন ক্রয়ের মাধ্যম

এই ধরণের ফার্মেসির গুলোর বাইন্ডিংস অন্য রকম। সাধারণত এই ধরণের ফার্মাসিস্ট বিভিন্ন কোম্পানির লাভজনক মেডিসিনগুলো চুক্তিভিত্তিক কিনে থাকেন। বেশির ভাগ সময়ই মেডিসিন কেনা হয় ক্রেডিট ভিত্তিতে। 'ক্রেডিট' নিয়ে আমি আলাদা একটি পর্ব লিখবো। যার লিংক এখানে দেয়া থাকবে। আপাতত তার জন্য তোলা রাখলাম।

চুক্তিভিত্তিক মেডিসিন ক্রয় হল এমন, জ্বরের এন্টিবায়োটিক হিসাবে অ্যাজিথ্রোমাইসিন বহুল ব্যবহার করা হয়। প্রায় সব কোম্পানিরই এই জেনেরিকে ঔষধ আছে। আপনি চাইলে যেকোন কোম্পানির মেডিসিনই প্রয়োগ করতে পারেন। তখনই আসে চুক্তির আলাপ। সবাই চায় তাদের কোম্পানিরটাই বিক্রি হোক। কিছু কোম্পানি ডক্টর-বেইজড কাজ করে। আর কিছু কোম্পানি কাজ করে কেমিস্ট-বেইজ অর্থাৎ বিক্রেতা-বেইজড। চুক্তি হয় এমন যে, আমি মাসে ১০ বক্স এরিথ্রোমাইসিন বিক্রি করে দিবো বিনিময়ে তারা আমাকে আরও ১ বক্স বা ২ বক্স উপহার দিবে। কখনও থাকে অনারিয়াম বা সম্মানীর মত চুক্তিও। এই পুরো প্রসেসটাও আমি আলাদা পর্বে লিখবো।

এছাড়া বেশ কিছু ঔষধ তারা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে থাকে। অর্থাৎ, যেসব ঔষধ বক্সে বক্সে কেনার প্রয়োজন নেই সেগুলোই পাইকারদের কাছ থেকে পাতায় পাতায় কিনতে পারে। এভাবেও তাদের ইনভেস্ট করার উপায় খুঁজে পাওয়া যায়।

সুবিধা

এই ধরণের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইনভেস্ট কম করতে হয় এবং তুলনামূলক বেশি লাভ করতে পারেন। কোম্পানি থেকে অযাচিত প্রোডাক্ট কিনতে হয়না। নিজের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট রাখলেই চলে। কোম্পানির কাছে থেকে সুবিধা আদায় করতে পারেন। তারা পি.সি.'র অতি মুনাফাজনক অর্থও হাতে পান।

অসুবিধা

সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এনাদের প্রচুর বাকী পড়ে থাকে। তৃণমূল পর্যায়ে চিকিৎসা দেন বলে এমনটা হয়। এনাদের বেশিরভাগ কাস্টমারই থাকে গরীব। যাদের হাতে অসুস্থ হওয়ার সময় টাকা না থাকার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া, প্রেসক্রিপশনের প্রতি মনযোগ কম থাকে বলে প্রেসক্রিপশনের সেলসটা তারা পান না।

medicine-8730630_1280.png

Image by Sabir Shah from Pixabay

অন্ধকার দিক

মেডিসিনের সবচেয়ে অন্ধকার দিকটাও এনারাই দখলে রাখেন। গরীব রোগী টাকা দিতে পারবেনা, এজন্য তারা বেশিরভাগ সময়ই হলাই ঔষধ দিয়ে থাকেন। 'হলাই ঔষধ' সম্পর্কেও আলাদা একটি পর্ব থাকবে।

তাছাড়া তারা পি.সি.'র প্রতিও লোভ করেন। যা চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে ন্যাক্কারজনক একটি অধ্যায়। অত্যন্ত জঘন্য এই উপায় তাদের আয়ের অন্যতম একটি মাধ্যম। কারন এখানে তার কোন ইনভেস্টই থাকেনা, কিন্তু মুনাফা থাকে অনেক। এই বিষয়টিও হলাই মেডিসিনের পর্বে উল্লেখ থাকবে।


ধন্যবাদ, আজকের পর্ব এপর্যন্তই। আপনি কি জানতে পারলেন নতুন করে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এই কামনা রইল।

Sort:  
 last month 

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64136.37
ETH 2755.37
USDT 1.00
SBD 2.68