প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বছরের এই সময়টাতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার কাছে বেশ ভালোই লাগে। অবশ্য শুধু এই সময়টাই বলি কেনো? প্রকৃতির সান্নিধ্য আমার কাছে বরাবরই ভাল লাগে। তবে এই সময়ে সেই ভালো লাগাটা আরো বেড়ে যায়। কারণ এই সময়ে প্রকৃতি সবুজ রঙে রাঙিয়ে ওঠে। গাছপালার পাতা থেকে শুরু করে সবুজ ফসলের মাঠ এসব কিছুই আমাকে অনেক টানে। এ জন্যই সময় পেলেই বন্ধু ফেরদৌসকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। বেশিরভাগ সময় আমাদের উদ্দেশ্য থাকে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। কারণ শহরে আসলে প্রাকৃতিক সৌন্দর্য তেমনভাবে বোঝা যায় না। কারণ প্রত্যেকটা শহর এখন ইট কাঠের জঙ্গলে পরিণত হয়েছে। এখানে মানুষের মনের কোন খোরাক নেই। সেই কারণে প্রকৃতির সান্নিধ্য পেতে হলে এখনো মানুষকে গ্রামে যেতে হয়। আর গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশ আমার কাছে বরাবরই পছন্দের। গত কিছুদিন ঘোরাফেরা করার সময় কিছু ছবি তুলেছিলাম। সেখান থেকে আমার পছন্দের কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ছবিগুলো দেখে নেই।

IMG_20230910_171743.jpg

কয়েকদিন আগে আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম পদ্মার পাড়ে ঘুরতে। সেখান থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিতে দেখতে পাচ্ছেন একজন খুদে মৎস্য শিকারি গভীর মনোযোগের সাথে বড়শি পেতে দাঁড়িয়ে রয়েছে। শুনেছি এখন নাকি নদীতে বেশ মাছ পাওয়া যায়। সে কারণেই এই খুদে মৎস্য শিকারির মাছ ধরার চেষ্টা। অবশ্য আমাদের তিন বন্ধুর ভিতরে ফেরদৌসের মাছ ধরার ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে। সে কারণেই সে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে খুদে মৎস্য শিকারির মাছ ধরা দেখেছিলো।

IMG_20230917_154130.jpg

সেদিন বন্ধু রাসেলের বাড়ি যাওয়ার পথে এই ছবিটি তুলেছিলাম। শহরের এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দের। আমাদের শহরে এখন এটিই একমাত্র রাস্তা রয়েছে যার পাশে অনেক আগেকার কিছু গাছ রয়েছে। একটা সময় আমাদের শহরে রাস্তার পাশ দিয়ে বেশ বড় বড় গাছ দেখা যেতো। কিন্তু বেশ কিছু বছর আগে স্থানীয় কিছু প্রভাবশালীদের অর্থ লিপসার কারণে সেই গাছগুলো কেটে ফেলা হয় উন্নয়নের নামে। তাদের সেই লালসা থেকে শুধু এই রাস্তাটাই রক্ষা পেয়েছিলো। যার ফলে এখন শহরের মানুষ এই রাস্তাটাতে আসে দুদণ্ড সময় কাটাতে।

IMG_20230910_171119.jpg

এই ছবিটি ও তুলেছিলাম পদ্মার পাড় থেকে। ছবিতে দেখতে পাচ্ছেন একজন মাঝি তার ছোট্ট নৌকা নিয়ে কাজে যাচ্ছে। এ ধরনের ছোট নৌকা নিয়ে সাধারণত তারা মাছ ধরতে বের হয়। আর কিছুদিন পরেই নদীর পানি অনেক কমে যাবে। তখন এই মাঝিরাই জেলেতে পরিণত হবে।

IMG_20230917_154028.jpg

কয়েকদিন আগে যখন বন্ধু রাসেল ঢাকা থেকে এসেছিলো। তখন আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিলাম। তখনই এই ছবিটি তুলেছিলাম। ছবিটি তোলা হয়েছিল একটি বাঁধের উপরে দাঁড়িয়ে। সামনে আপনারা কচুরিপানা ভর্তি যে জায়গাটা দেখছেন ওটা আসলে একটা খাল। কচুরিপানার নিচেই রয়েছে পানি। তবে এই খালটি আস্তে আস্তে মানুষের দখলে বিলীন হওয়ার পথে। ছবিতে দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যে সেখানে লোকজন দখল করতে করতে খালের মাঝামাঝি চলে এসেছে। এই খালে নাকি একসময় অনেক মাছ পাওয়া যেতো। কিন্তু দখল আর দূষণের কারণে এখন আর তেমন একটা মাছ পাওয়া যায় না।

IMG_20230917_154005.jpg

কয়েকদিন আগে আমরা কয়েক বন্ধু মিলে গিয়েছিলাম বন্ধুর রাফসানের এলাকায়। উদ্দেশ্য ছিল সেখানে একটি ব্রিজের উপর বসে আমরা কয়েক বন্ধু কিছুক্ষণ আড্ডা দেবো। যদিও সেই আড্ডাটা আর হয়নি। তবে সেই ব্রিজের উপর থেকে এই ছবিটি তুলেছিলাম। জায়গাটা আমাদের সকলের কাছেই বেশ পছন্দের। যদিও সেদিন বৃষ্টির কারণে আর আমরা আড্ডা দিতে পারিনি।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

@rupok

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত ভালো ছবি তুলতে পারেন আপনি ! আপনার শেয়ার করা ছবি গুলো যেন কথা বলে।আজকের শেয়ার করা প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

আপনি যে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসেন সেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়। আপনি বরাবরই আমাদের মাঝে প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আর আপনার প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সাথে আপনার সঙ্গ দেয় আপনার বন্ধু ফেরদৌস। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আর সময় কাটানোর মুহূর্তটা যদি প্রকৃতির সঙ্গে হয় তাহলে তো আর কোন কথাই নেই। বড়শি দিয়ে নদীতে মাছ ধরাটা অনেকটাই ধৈর্যের ব্যাপার এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যাই হোক ধন্যবাদ এত সুন্দর একটি প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এককথায় চমৎকার ভাই। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভালো হয়ে গেল। পদ্মা নদীর বাঁক পাশে দাঁড়িয়ে ছোট মৎস শিকারীর মৎস স্বীকার। সুন্দর সবুজ প্রকৃতি। এককথায় প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন এবং সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বন্ধুদের সাথে তো ভালই ঘোরাঘুরি করেন এক এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে এক একটা ফটোগ্রাফি করে এখন আমাদের মাঝে সেগুলো তুলে ধরেছেন। ফাঁকা রাস্তার দুই ধারে গাছ রয়েছে সেই ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বন্ধুদের সাথে অনেক ঘুরাঘুরি করেন ভাইয়া।আর সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন।দেখে খুব ভালো লাগলো। গ্রামীণ পরিবেশে দুই পাশে গাছ এমন পথ দেখতে খুব ভালো লাগে।আকাশের ফটোগ্রাফি ও খুব ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এমনিতেই ফটোগ্রাফি প্রত্যেকটি মানুষ কমবেশি অনেক পছন্দ করে থাকে যদি সেটা প্রাকৃতিক ফটোগ্রাফি হয় তাহলে তো কোন কথাই নেই। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার বন্ধু রাসেলের বাড়ি যাওয়ার পথের ফটোগ্রাফিটি। পদ্মা পাড়ের ছবিটিও বেশ অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45