রমজান মাস নিয়ে আমার কিছু কথা।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন পার করলাম। প্রতিবছর সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানেরা এই মাসের জন্য অপেক্ষা করে। ধর্মীয় দিক থেকে এই মাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জন্যও তার ব্যতিক্রম নয়। প্রতিবছর এই রমজান মাসকে ঘিরে আমার নানা রকম পরিকল্পনা থাকে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পুরোপুরি আর বাস্তবায়ন করা হয় না। রমজান মাস পেলেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। একটা সময় ছিলো যখন পরিবারের সকলে মিলে এই রমজান মাসে ইফতার করতে বসতাম। আর আজ বাড়িতে আছি শুধু আমি, আমার স্ত্রী আর আমাদের ছোট্ট মেয়ে। ছোটবেলার সেই ইফতারের মজাটা এখন আর পাওয়া যায় না।

Polish_20230324_234600376.jpg

কালের পরিক্রমায় অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ছোটবেলায় রমজান মাস আসা মানেই ছিল ঈদের আগমনী ধ্বনি। কিন্তু এখন রমজান মাস মানেই সিয়াম সাধনার মাস। অবশ্য রমজানের শেষে যখন ঈদ আসে তখন মনের ভেতর অত্যন্ত ভালোলাগা কাজ করে। তবে একটা সময় যখন পরিবারের সকলে মিলে ঈদ পালন করতাম। সেই মজাটা আর এখন পাওয়া যায় না। জীবনের চলার পথে অনেকে হারিয়ে যায়। অনেকে জীবন ও জীবিকার তাগিদে দূরে সরে যায়। যার ফলে এখন আর সকলে মিলে ঈদ উদযাপন করা হয় না। তাই ঈদের সময়টাতে বারবার সকলের কথা মনে পড়ে।

পুরনো কথা মনে পড়ায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছি। অন্যান্য বারের মতো এবারও রমজান মাস আসার আগে থেকেই কিছু কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। প্রতিবার রমজানের আগেই মনে মনে কিছু পরিকল্পনা করি। এবারও মনে মনে প্রতিজ্ঞা করেছি। রমজান মাসে যে সমস্ত কাজ নিষিদ্ধ সেগুলো পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করব। যদিও এই পরিকল্পনা আর সহজে বাস্তবায়ন হয় না। রমজানের প্রথম কয়েকদিন বেশ ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় থাকে। কিন্তু দিন যতই আগাতে থাকে ততই সেই ভাব গাম্ভীর্যতা কমতে থাকে।

এটা যে শুধু আমার বেলায় হয় তা নয়। মসজিদে গেলেও ব্যাপারটা টের পাওয়া যায়। রমজানের শুরুর দিকে তারাবির নামাজে অনেক মানুষ দেখা যায়। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে মানুষজনের সংখ্যা কমতে থাকে। এই সময়ে এলাকার অল্পবয়সী ছেলেদেরকে দেখা যায় নিয়মিত মসজিদে আসতে এবং রোজা রাখতে। কিন্তু প্রথম কয়েকটা রোজা যাওয়ার পরই তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে থাকে। রোজার শেষের দিনগুলো তো মসজিদের অবস্থা হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। মনে হয় যে রোজার মাস ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।

একসময় আমিও তাদের মতো করতাম। অবশ্য এবারকার রোজার মাস আমার জীবনে কিছুটা ভিন্নভাবে এসেছে। কারণ এইবারই প্রথম আমার মেয়ে রোজা রেখেছে। ছোট মানুষ রোজা রাখতে পারবে কিনা সেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। তবে দিনশেষে দেখলাম তেমন কোন সমস্যা ছাড়াই সে তার রোজা সম্পন্ন করেছে। প্রতিবছর প্রথম রোজায় দু একজন আত্মীয়-স্বজন বা প্রতিবেশীদের বাড়িতে ইফতার দেয়া হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমার চাচা বাড়ি এবং এক প্রতিবেশীর বাড়িতে ইফতার দেয়া হয়েছে। যদিও এবার ইফতার তৈরি করতে আমার স্ত্রীর বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল। যার ফলে শেষের দিকে রীতিমতো তরিঘরি করে তাদের কাছে গিয়ে ইফতার পৌঁছে দিতে হয়েছে।

সবকিছুর পরেও মাঝে মাঝে চিন্তা করি রমজানের যে তাৎপর্য। সেটা কি আমরা আসলেই বুঝতে পেরেছি? রমজান হচ্ছে সংযমের মাস আত্মশুদ্ধির মাস। কিন্তু এই সময়ে আমরা কতটুকু সংযম দেখাতে পারি। কতটুকু আত্মশুদ্ধি অর্জন করতে পারি? এই দুটো জিনিস ছাড়া রমজান আসলেই অর্থহীন। রোজার মাস আসলে আমরা আরো বেশি ভোগে মত্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের উচিত ভোগ বিলাস থেকে বিরত হয়ে আত্মিক শুদ্ধতা অর্জন করা। কিন্তু ভোগ বিলাসের সাথে জীবনে কখনো আত্মিক শুদ্ধতা আসতে পারে না। তাই সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আহ্বান থাকবে। আসুন ভোগে মত্ত না হয়ে ভোগবিলাস বিহীন জীবন যাপনের মাধ্যমে আমরা আত্মিক শুদ্ধতা অর্জনের চেষ্টা করি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার পোস্টে সেই ছোট বেলার কথা মনে করে দিল। আহা সেই দিন গুলো পরিবারের সবার সাথে ইফতার কত আনন্দের,কত স্মৃতির। আপনার মেয়ে এবার প্রথম রোজা পালন করলো,অনেক আনন্দের খবর। আপনার মেয়ের জন্য শুভ কামনা। আত্নশুদ্ধির রোজা সবার জীবনে প্রতিফলিত হোক। রমজন উপলক্ষে আপনার কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

পুরনো সময়টা কত ভালো ছিল সেটা মাঝে মাঝে চিন্তা করি। এখন আর উৎসবগুলোর মাঝে সেই আনন্দ খুঁজে পাই না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনি ঠিক বলেছেন ভাইয়া আগের দিনগুলো আর এখনকার দিনগুলো এক নয়।অনেক ভালো লাগা অনুভূতি ছিল সেই সময়টাতে।আপনার ব্লগটি পড়ে ছেলেবেলায় চলে গেলাম।এটা ঠিক বাঙালি মানেই ভোজনরসিক।আমাদের ভোগ বিলাসিতা কমাতে হবে।আত্মীয়,পাড়া প্রতিবেশী যাতে অভুক্ত না থাকে সেদিকে নজর দিতে হবে।অনেক ধন্যবাদ ভাইয়া। শুনে ভাল লাগলো ছোট মেয়েটি আজ রোজা ছিল।দোয়া রইলো।আমার ছেলেটিও আজ প্রথম রোজা রেখেছে।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার ছেলের জন্য অনেক দোয়া রইল।

 last year 

রমজান মাসের তাৎপর্য সত্যিই অনেক গভীর। তবে আমরা সেই তাৎপর্য কতটা বুঝতে পারি সেটা জানিনা। তবে সবাই চেষ্টা করি নিজেদের মত করে রমজান মাস পালন করার জন্য। ভাইয়া আপনার ছোট্ট মেয়েটি রোজা রেখেছিল জেনে সত্যিই ভালো লাগলো। ছোটবেলায় যখন আমরা রোজা রাখতাম তখন বাবা-মা দুশ্চিন্তা করতেন। বারবার বলতেন থাকতে না পারলে আজ অর্ধেক রোজা কর কাল বাকিটা করবে। সত্যি ভাইয়া আপনার লেখাগুলো পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল। আসলে সময়ের পরিক্রমায় কাছের মানুষগুলো দূরে চলে গেছে। সবাই যে যার মত ব্যস্ত সময় পার করছে। তাই তো ছোটবেলার সেই ইফতারের আনন্দ এখন আর নেই।

 last year 

এই পুরনো সময় গুলো প্রচন্ড মিস করি। যখন পরিবারের সকলে মিলে একসাথে ইফতার করতে বসতাম। আহা কি সুন্দরই না ছিলো সেই দিনগুলি।

 last year 

আপনার পোস্টটি পড়েই বোঝা যাচ্ছে ভাই আপনি ছোটবেলার কথা মনে করে অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আপনার রমজান মাস উপলক্ষে করে রাখা পরিকল্পনা সঠিক ভাবে পূরণ হোক এই কামনা করি।

 last year 

পুরনো দিনের কথা মনে পড়লে আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়ি। আপনার শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সময়ের সাথে সবই পাল্টে যায় ভাই তাই মেনে নিয়েই খুশী হয়ে চলতে হয়।

 last year (edited)

খুব সুন্দর লিখেছেন আর বিষয়গুলো খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার এই পোস্টে কি লিখবো সেটাই ভেবে পাচ্ছি না,তবে আপনি যা বলছেন সত্য বলছেন ।আমাদের আশেপাশে এখন এমনটাই চলছে সবাই ভোগ বিলাসে মত্ত হয়ে আছে।আর আপনার মেয়ে ও আপনার পরিবারের জন্য দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63768.57
ETH 2478.16
USDT 1.00
SBD 2.54