মহা শক্তিধর ভারত ক্রিকেট দলের অপ্রতিরোধ্য বিশ্বকাপ অভিযান।

in আমার বাংলা ব্লগ10 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এবারের ক্রিকেট বিশ্বকাপটা দেখা শুরু করেছিলাম অনেক আশা নিয়ে। আশা করেছিলাম যেহেতু পাশের দেশেই খেলা হবে তাই হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে। কিন্তু এই আশা করার পেছনে আসলে তেমন কোনো যুক্তি ছিলো না। কারণ নানাবিধ সমস্যার কারণে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর আগেই হোঁচট খায়। যাইহোক এতক্ষণে বাংলাদেশের ক্রিকেটাররা সব তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফিরে এসেছে। দেশে ফিরেছে তারা একেবারে মাথা নিঁচু করে। আসলে যেমনটা খেলেছে ঠিক তেমন ভাবেই তারা দেশে ফিরে এসেছে। এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ক্রিকেট বিশ্লেষকদের নানা রকম বিশ্লেষণ শুনছিলাম। কোন দল কেমন করবে কোন দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি এসব নিয়ে নানা রকম বিশ্লেষণ শুনেছিলাম। তবে একটা জিনিস খেয়াল করেছিলাম ভারতের ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় সবাই ভারতকে প্রথম থেকেই শীর্ষ চারটি দলের ভেতরে রেখেছিলো।

IMG_20231113_144743.jpg

কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পরে ভারতের পারফরম্যান্স দেখে সবাই তো বিস্ময়ে হতবাক অথবা হয়ে গিয়েছে। ভারত বরাবরই দেশের মাটিতে প্রচন্ড শক্তিশালী দল। তাদেরকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন কাজ। কিন্তু বর্তমান ভারতীয় দল তাদের পারফরম্যান্স কে এমন লেভেলে নিয়ে গিয়েছে যে তাদের তো হারানো দূরে থাক তাদের সাথে লড়াই ও কেউ করতে পারছে না। এখন পর্যন্ত ভারত তাদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। আমি দীর্ঘদিন থেকেই ভারতের খেলা দেখি। কিন্তু ভারতকে আমি কখনো এতোটা প্রভাব বিস্তার করে খেলতে দেখিনি। বর্তমান বিশ্বকাপে ভারতের খেলা দেখে মনে হচ্ছে ৭০ এর দশকের ওয়েস্ট ইন্ডিজ অথবা দুই হাজার এর অস্ট্রেলিয়া দলের মতো। প্রতিপক্ষ যেই হোক না কেন তাদেরকে রীতিমতো দুমড়ে-মুচড়ে ছুড়ে ফেলছে। শুধু ম্যাচই জিতছে তা নয় রীতিমতো প্রতিপক্ষের মনবলও ধ্বংস করে দিচ্ছে। এমন ক্রিকেট নিকট অতীতে আমি আর কাউকে খেলতে দেখিনি।

ভারতকে সবাই ব্যাটিং শক্তির দল হিসেবে চিনতো। কিন্তু এই বিশ্বকাপে ভারত তিনটি ডিপার্টমেন্টেই সমানভাবে সফল। যেমন তাদের দুর্দান্ত ব্যাটিং হচ্ছে, তেমন ফিল্ডিং আর বোলিংটা হচ্ছে সবচাইতে মারাত্মক। সামী, বুমরা, সিরাজ এই তিন পেসারের তোপে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারছে না। আবার যেই পিচ স্পিন সহায়ক সেই পিচে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেযার সামনেও কেউ দাঁড়াতে পারছে না। আমি দীর্ঘদিন থেকেই ইন্ডিয়ার খেলা দেখি কিন্তু কখনোই তাদেরকে প্রতিপক্ষের উপর এতটা প্রভাব বিস্তার করতে দেখিনি। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বরাবরই বিশ্বমানের হয়ে থাকে। কিন্তু এইবার বিশ্বকাপে তাদের বোলাররা সবচাইতে বড় চমক দেখিয়েছে। তাদের বোলিং তোপে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানেরাও রীতিমতো উড়ে যাচ্ছে।

এখন পর্যন্ত যেভাবে খেলা হয়েছে তাতে আমি মোটামুটি নিশ্চিত এবারের বিশ্বকাপ ইন্ডিয়ার হাতে উঠতে যাচ্ছে এবং সেটা যোগ্যতর দল হিসাবেই। ইন্ডিয়ার কাছ থেকে আসলে বাকি দলগুলোর শেখার অনেক কিছু রয়েছে। ইন্ডিয়া যেভাবে তাদের খেলাটাতে উন্নতি এনেছে সেটা আসলেই শিক্ষনীয়। এই বিশ্বকাপে আরো কয়েকটা বড় দল থাকলেও ইন্ডিয়ার সামনে কাউকেই বড় দল মনে হয়নি। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলগুলো ইন্ডিয়ার সামনে এসে বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে। এবং সেই হারের ফলে ওই দলগুলোর মন বল ভেঙে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই হয়তো হায়দ্রাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মাকে বিশ্বকাপটা উঁচু করে তুলে ধরতে দেখা যাবে। সেই পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করি। আর আশা করি যেই হারুক জিতুক ম্যাচটা যেন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়। দর্শক হিসাবে এটাই আমাদের চাওয়া।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 10 months ago 

বিশ্বকাপ ক্রিকেট বিষয়ক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি ঠিকই বলেছেন,বাংলাদেশ ক্রিকেট টীম হতাশ করেছে দর্শক-সমর্থকদের। মাথা নিচু করে তারা দেশে ফিরে এসেছে। আশাকরি আগামিতে সব ভুলে বাংলাদেশ টিম ভালো করবে। আর দেশের মাটিতে বরাবরেই ভারত শক্তিশালী দল। কিন্তু এবার মহা শক্তিশালী। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং এ অসাধারণ। এবারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল, প্রথম রাঊন্ডের ৯টি ম্যাচ বিজয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। আশাকরি সেমিফাইনাল ও ফাইনালেও টীম ইন্ডিয়া জয়ের ধারা অব্যহত রেখে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। টীম ইন্ডিয়ার জন্য আগাম শুভ কামনা।

 10 months ago 

একেবারে ছোট থেকেই আমি ভারতের সাপোর্টার। তখন থেকেই দেখতাম ভারতের ব্যাটিং খুব শক্তিশালী, কিন্তু বোলিংয়ে ততোটা ভালো ছিলো না। বোলিং এভারেজ ছিলো। কিন্তু এবারের বিশ্বকাপে ভারত ব্যাটিং,বোলিং এবং ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টে খুব শক্তিশালী। বিশ্বকাপের শুরুতেই ভেবেছিলাম ভারত এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু একটি ম্যাচও হারবে না,সেটা অবিশ্বাস্য ছিলো। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ভাইয়া আপনার সাথে আমিও একমত যে এবারের বিশ্বকাপে ইন্ডিয়া ক্রিকেট টিম অত্যন্ত শক্তিশালী। এখন পর্যন্ত তারা এই বিশ্বকাপে অপরাজিত একটি মাত্র দল। গতকালের ম্যাচে বিশেষ করে লোকেশ রাহুলের সেঞ্চুরিটা দুর্দান্ত একটি সেঞ্চুরির ইনিংস ছিল।

 10 months ago 

আমি আগে থেকেই জানতাম বিশ্বকাপে বাংলাদেশ নাজেহাল হবে। কারণ দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স শূণ্য। আর ভারত যে ভালো করবে সেটাও অনুমান করেছিলাম। তবে ভারতের বোলিং সম্পর্কে
আলাদা ভাবেই বলতে হয়। অসাধারণ একটা পেস বোলার এয়ী। আশাকরি বিশ্বকাপ টা কোন অঘটন না ঘটলে ভারতের হাতেই উঠবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
SBD 2.34